ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫

বাগেরহাটে অষ্টম শ্রেণির ছাত্রীকে অপহরণের অভিযোগ

  • আপডেট সময় : ০৯:৪১:৪১ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
  • ৫ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

ফকির হাসান আলী, বাগেরহাট: বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে অষ্টম শ্রেণির শিক্ষার্থী নুসরাত জাহান নিহা (১৪) কে অপহরণ করার অভিযোগ উঠেছে। নিখোঁজ নুসরাত জাহান নিহা ওই এলাকার নবিবুর তালুকদারের মেয়ে। জানা যায়, নুসরাত জাহান নিহার বয়স যখন মাত্র তিন মাস, তখন তার মা তাকে ফেলে অন্যত্র বিয়ে করেন।

এরপর থেকে সে তার দাদি গুলশানারা বেগমের তত্ত্বাবধানে বড় হয়ে ওঠে। পরিবার জানায়, গত বুধবার (১০ ডিসেম্বর) দুপুর আনুমানিক আড়াইটার দিকে বাড়িতে কেউ না থাকার সুযোগে পার্শ্ববর্তী বাসিন্দা শিউলি বেগম নুসরাত জাহান নিহাকে বাড়ি থেকে বের করে নিয়ে যায়।

জানা গেছে, শিউলি বেগম পরিবারসহ চট্টগ্রামে বসবাস করেন এবং মাঝে মধ্যে নিজ বাড়িতে আসেন। নিহার দাদি গুলশানারা বেগম বলেন, “আমি ঘরে ফিরে দেখি ঘরের মালামাল এলোমেলো। ঘর থেকে কিছু কাপড়, স্বর্ণালংকার ও নগদ টাকা নাই। বিষয়টি আমার ছেলেদের ও স্থানীয়দের জানাই। পরে জানতে পারি শিউলি বেগম নিহাকে নিয়ে বাগেরহাট বাসস্ট্যান্ডে গেছে। তিনি আরো জানান, স্থানীয়রা জিজ্ঞাসা করলে শিউলি বেগমের পরিবার বিষয়টি স্বীকার করে।

পরে শিউলির ছেলে রাতুল সরদারের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, তার মা নিহাকে বাগেরহাট বাসস্ট্যান্ড থেকে চট্টগ্রামগামী গাড়িতে তুলে দিয়েছেন। এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতৃবৃন্দসহ এলাকাবাসী নিখোঁজ কিশোরীকে উদ্ধার করতে বাগেরহাট সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। খবর পেয়ে সদর থানার এসআই গৌতম মণ্ডল ঘটনাস্থলে উপস্থিত হন। পরে স্থানীয়দের সহযোগিতায় রাতুল সরদারকে প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়। তবে এসআই গৌতম মণ্ডল এক দিনের মধ্যে নিখোঁজ শিক্ষার্থীকে হাজির করার আশ্বাস দিয়ে তাকে নিজ জিম্মায় ছেড়ে দেন বলে অভিযোগ করেন ভুক্তভোগীর পরিবার।

পরবর্তীতে একাধিকবার প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হলেও কার্যকর কোনো অগ্রগতি না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন ভুক্তভোগীর স্বজনরা। পাশাপাশি বিভিন্ন মহল থেকে হুমকি ও চাপের মুখে রয়েছেন বলেও অভিযোগ করেন তারা।

এদিকে বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির ৮ নম্বর ওয়ার্ড সভাপতি আব্দুর রাজেশ শেখ বলেন, “নুসরাত জাহান নিহাকে পার্শ্ববর্তী শিউলি বেগম চট্টগ্রামে পাচার করেছে। আমরা প্রশাসনের হাতে তার ছেলেকে তুলে দিলেও তাকে ছেড়ে দেওয়া হয়। দ্রুত এই শিশুটিকে উদ্ধারে প্রশাসনের কার্যকর ভূমিকা চাই।”

এ বিষয়ে বাগেরহাট সদর থানার এসআই গৌতম মণ্ডল বলেন, ধারণা করা হচ্ছে ভারতে পাচারের উদ্দেশ্যে অপহরণ করা হয়েছে। পাচার কাজে জড়িত রাতুলকে ছেড়ে দেয়ার বিষয়ে তিনি বলেন এ ঘটনায় মামলা করা হয়নি, মিসিং ডায়েরি করা হয়েছে।

সানা/ওআ/আপ্র/১৭/১২/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে অষ্টম শ্রেণির ছাত্রীকে অপহরণের অভিযোগ

আপডেট সময় : ০৯:৪১:৪১ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫

ফকির হাসান আলী, বাগেরহাট: বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে অষ্টম শ্রেণির শিক্ষার্থী নুসরাত জাহান নিহা (১৪) কে অপহরণ করার অভিযোগ উঠেছে। নিখোঁজ নুসরাত জাহান নিহা ওই এলাকার নবিবুর তালুকদারের মেয়ে। জানা যায়, নুসরাত জাহান নিহার বয়স যখন মাত্র তিন মাস, তখন তার মা তাকে ফেলে অন্যত্র বিয়ে করেন।

এরপর থেকে সে তার দাদি গুলশানারা বেগমের তত্ত্বাবধানে বড় হয়ে ওঠে। পরিবার জানায়, গত বুধবার (১০ ডিসেম্বর) দুপুর আনুমানিক আড়াইটার দিকে বাড়িতে কেউ না থাকার সুযোগে পার্শ্ববর্তী বাসিন্দা শিউলি বেগম নুসরাত জাহান নিহাকে বাড়ি থেকে বের করে নিয়ে যায়।

জানা গেছে, শিউলি বেগম পরিবারসহ চট্টগ্রামে বসবাস করেন এবং মাঝে মধ্যে নিজ বাড়িতে আসেন। নিহার দাদি গুলশানারা বেগম বলেন, “আমি ঘরে ফিরে দেখি ঘরের মালামাল এলোমেলো। ঘর থেকে কিছু কাপড়, স্বর্ণালংকার ও নগদ টাকা নাই। বিষয়টি আমার ছেলেদের ও স্থানীয়দের জানাই। পরে জানতে পারি শিউলি বেগম নিহাকে নিয়ে বাগেরহাট বাসস্ট্যান্ডে গেছে। তিনি আরো জানান, স্থানীয়রা জিজ্ঞাসা করলে শিউলি বেগমের পরিবার বিষয়টি স্বীকার করে।

পরে শিউলির ছেলে রাতুল সরদারের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, তার মা নিহাকে বাগেরহাট বাসস্ট্যান্ড থেকে চট্টগ্রামগামী গাড়িতে তুলে দিয়েছেন। এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতৃবৃন্দসহ এলাকাবাসী নিখোঁজ কিশোরীকে উদ্ধার করতে বাগেরহাট সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। খবর পেয়ে সদর থানার এসআই গৌতম মণ্ডল ঘটনাস্থলে উপস্থিত হন। পরে স্থানীয়দের সহযোগিতায় রাতুল সরদারকে প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়। তবে এসআই গৌতম মণ্ডল এক দিনের মধ্যে নিখোঁজ শিক্ষার্থীকে হাজির করার আশ্বাস দিয়ে তাকে নিজ জিম্মায় ছেড়ে দেন বলে অভিযোগ করেন ভুক্তভোগীর পরিবার।

পরবর্তীতে একাধিকবার প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হলেও কার্যকর কোনো অগ্রগতি না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন ভুক্তভোগীর স্বজনরা। পাশাপাশি বিভিন্ন মহল থেকে হুমকি ও চাপের মুখে রয়েছেন বলেও অভিযোগ করেন তারা।

এদিকে বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির ৮ নম্বর ওয়ার্ড সভাপতি আব্দুর রাজেশ শেখ বলেন, “নুসরাত জাহান নিহাকে পার্শ্ববর্তী শিউলি বেগম চট্টগ্রামে পাচার করেছে। আমরা প্রশাসনের হাতে তার ছেলেকে তুলে দিলেও তাকে ছেড়ে দেওয়া হয়। দ্রুত এই শিশুটিকে উদ্ধারে প্রশাসনের কার্যকর ভূমিকা চাই।”

এ বিষয়ে বাগেরহাট সদর থানার এসআই গৌতম মণ্ডল বলেন, ধারণা করা হচ্ছে ভারতে পাচারের উদ্দেশ্যে অপহরণ করা হয়েছে। পাচার কাজে জড়িত রাতুলকে ছেড়ে দেয়ার বিষয়ে তিনি বলেন এ ঘটনায় মামলা করা হয়নি, মিসিং ডায়েরি করা হয়েছে।

সানা/ওআ/আপ্র/১৭/১২/২০২৫