নিজস্ব প্রতিবেদক: নানা আয়োজনে শান্ত-মারিয়াম ফাউন্ডেশন, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি ও শান্ত-মারিয়াম একাডেমি অব ক্রিয়েটিভ টেকনোলজি সম্মিলিতভাবে মহান বিজয় দিবস উদযাপন করেছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) উত্তরার শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির মূল ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, দ্বিতীয় পর্বে আলোচনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শেষ পর্বে ছিল পুরস্কার বিতরণ।
বিজয়ের এই অনুষ্ঠানে শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি ও শান্ত-মারিয়াম একাডেমি অব ক্রিয়েটিভ টেকনোলজির বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ দেশাত্মবোধক সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন। আলোচনায় অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাংশ।
সমাপনী পর্বে দেশে বিদেশে বিভিন্ন প্রতিযোগিতায় কৃতিত্বের জন্য শিশু-কিশোরদের হাতে পুরস্কার তুলে দেন শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান বরেণ্য চিত্রশিল্পী অধ্যাপক মুস্তাফিজুল হক এবং সদস্যবৃন্দসহ বিভিন্ন অনুষদের ডিন ও শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শাহ-ই-আলম। শান্ত-মারিয়াম হোংহে কনফুশিয়াস ক্লাসরুমের চীনা পরিচালক জাংশি ফ্লিপ ও বাংলাদেশী পরিচালক মহিউদ্দিন তাহের প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন শান্ত-মারিয়াম ফাউন্ডেশন ও বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের অন্যান্য সদস্যবৃন্দসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক-কর্মকর্তা, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
সানা/এসি/ওআ/১৭/১২/২০২৫

























