ঢাকা ০৪:২৫ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫

ইউরোপীয় পার্লামেন্টে চীনা বিনিয়োগ চুক্তির অনুমোদন স্থগিত

  • আপডেট সময় : ১১:২৮:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২২ মে ২০২১
  • ১৮৮ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : চীনের সঙ্গে একটি বিনিয়োগ চুক্তির অনুমোদন স্থগিত করেছে ইউরোপীয় পার্লামেন্ট। স্থানীয় সময় গত বৃহস্পতিবার অনুষ্ঠিত ভোটাভুটিতে চুক্তির অনুমোদন স্থগিতের পক্ষে ভোট পড়েছে ৫৯৯টি। আর বিপক্ষে ভোট পড়েছে ৩০টি। ৫৮ জন পার্লামেন্ট সদস্য ভোট প্রদানে বিরত ছিলেন।
ইউরোপীয় পার্লামেন্ট বলছে, চীন সরকার ইউরোপের রাজনীতিকদের ওপর থেকে নিষেধাজ্ঞা না তুললে এ চুক্তি অনুমোদন পাবে না। দীর্ঘ সাত বছর দর-কষাকষির পর গত ডিসেম্বরে ‘ইইউ-চায়না কম্প্রিহেনসিভ অ্যাগ্রিমেন্ট অন ইনভেস্টমেন্ট’ শীর্ষক চুক্তিটি আলোর মুখ দেখে। এর আওতায় ইউরোপের কোম্পানিগুলোর জন্য চীনে ব্যবসা করার সমান সুযোগ রাখা হয়েছে। তবে চলতি বছরের শুরু থেকে দুই পক্ষের সম্পর্ক শীতল হতে শুরু করে।
জিনজিয়াংয়ে উইঘুর মুসলিমদের ওপর চীন সরকারের মানবাধিকার লঙ্ঘনের সমালোচনা করায় গত মার্চে বেইজিং ইউরোপের ১০ রাজনীতিক, থিংক ট্যাংক ও কূটনৈতিক কর্তৃপক্ষের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এ তালিকায় ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকারবিষয়ক উপকমিটির পাঁচ সদস্যও রয়েছেন।
জার্মান-ইইউ আইনপ্রণেতা রেইনহার্ড বুটিকোফারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে বেইজিং। ইউরোপীয় পার্লামেন্টে এমন সিদ্ধান্তের পরে তিনি বলেন, চীন আন্তর্জাতিক আইন মেনে নিষেধাজ্ঞা দেয়নি। বেইজিংয়ের ভুলের জন্যই বিনিয়োগ চুক্তির অনুমোদন আটকে দেওয়া হয়েছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

ইউরোপীয় পার্লামেন্টে চীনা বিনিয়োগ চুক্তির অনুমোদন স্থগিত

আপডেট সময় : ১১:২৮:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২২ মে ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : চীনের সঙ্গে একটি বিনিয়োগ চুক্তির অনুমোদন স্থগিত করেছে ইউরোপীয় পার্লামেন্ট। স্থানীয় সময় গত বৃহস্পতিবার অনুষ্ঠিত ভোটাভুটিতে চুক্তির অনুমোদন স্থগিতের পক্ষে ভোট পড়েছে ৫৯৯টি। আর বিপক্ষে ভোট পড়েছে ৩০টি। ৫৮ জন পার্লামেন্ট সদস্য ভোট প্রদানে বিরত ছিলেন।
ইউরোপীয় পার্লামেন্ট বলছে, চীন সরকার ইউরোপের রাজনীতিকদের ওপর থেকে নিষেধাজ্ঞা না তুললে এ চুক্তি অনুমোদন পাবে না। দীর্ঘ সাত বছর দর-কষাকষির পর গত ডিসেম্বরে ‘ইইউ-চায়না কম্প্রিহেনসিভ অ্যাগ্রিমেন্ট অন ইনভেস্টমেন্ট’ শীর্ষক চুক্তিটি আলোর মুখ দেখে। এর আওতায় ইউরোপের কোম্পানিগুলোর জন্য চীনে ব্যবসা করার সমান সুযোগ রাখা হয়েছে। তবে চলতি বছরের শুরু থেকে দুই পক্ষের সম্পর্ক শীতল হতে শুরু করে।
জিনজিয়াংয়ে উইঘুর মুসলিমদের ওপর চীন সরকারের মানবাধিকার লঙ্ঘনের সমালোচনা করায় গত মার্চে বেইজিং ইউরোপের ১০ রাজনীতিক, থিংক ট্যাংক ও কূটনৈতিক কর্তৃপক্ষের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এ তালিকায় ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকারবিষয়ক উপকমিটির পাঁচ সদস্যও রয়েছেন।
জার্মান-ইইউ আইনপ্রণেতা রেইনহার্ড বুটিকোফারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে বেইজিং। ইউরোপীয় পার্লামেন্টে এমন সিদ্ধান্তের পরে তিনি বলেন, চীন আন্তর্জাতিক আইন মেনে নিষেধাজ্ঞা দেয়নি। বেইজিংয়ের ভুলের জন্যই বিনিয়োগ চুক্তির অনুমোদন আটকে দেওয়া হয়েছে।