ঢাকা ০৬:০৬ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল: মির্জা আব্বাস

  • আপডেট সময় : ০৩:৫১:৫৬ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • ৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আজ পর্যন্ত পত্রপত্রিকায় যা দেখলাম, উনার (খালেদা জিয়া) শারীরিক অবস্থা স্থিতিশীল অর্থাৎ খারাপ হয় নাই। আমরা আল্লাহর কাছে কামনা করবো, যেন খারাপ না হয়। এখন যেন অবস্থা একটু ভালোর দিকে যায়।

বুধবার (১০ ডিসেম্বর) সকালে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ বিষয়ক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

উদ্বোধনী বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, উনাকে (খালেদা জিয়া) আমাদের খুব প্রয়োজন। এই দেশের জন্য বেগম খালেদা জিয়ার এই মুহূর্তে এত প্রয়োজন, একজন স্বীকৃত অভিভাবক– যাকে বাংলাদেশের সব দল স্বীকার করে। এমনকি আমাদের চরম শত্রু যে দলগুলো আছে, তারাও স্বীকার করেছে খালেদা জিয়া এখন দলমত নির্বিশেষে সব মানুষের অভিভাবক।

মির্জা আব্বাস বলেন, খালেদা জিয়ার অসুস্থতার সময় প্রমাণ হয়েছে তিনি শুধু আমাদের নেত্রী নন, তিনি এখন সারা বাংলাদেশের গণমানুষের আকাঙ্ক্ষার একজন অভিভাবক। আমি এ পর্যন্ত দেখি নাই, কোনো নেতা-নেত্রীর জন্য এত দোয়া হয়েছে দেশব্যাপী।

তিনি বলেন, খুব কষ্ট লাগে যখন মনে হয়, আজ তার থাকার কথা এখানে, আমাদের নির্বাচনে কিংবা এ ধরনের অনুষ্ঠানগুলোতে। আমরা অতীতে দেখেছি, এখনো অনুভব করি। এখন পর্যন্ত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথা আমাদের মনে আছে, মনে থাকবে, দেশনেত্রীর কথা আমাদের মনে আছে মনে থাকবে।

এসি/আপ্র/১০/১২/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল: মির্জা আব্বাস

আপডেট সময় : ০৩:৫১:৫৬ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আজ পর্যন্ত পত্রপত্রিকায় যা দেখলাম, উনার (খালেদা জিয়া) শারীরিক অবস্থা স্থিতিশীল অর্থাৎ খারাপ হয় নাই। আমরা আল্লাহর কাছে কামনা করবো, যেন খারাপ না হয়। এখন যেন অবস্থা একটু ভালোর দিকে যায়।

বুধবার (১০ ডিসেম্বর) সকালে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ বিষয়ক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

উদ্বোধনী বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, উনাকে (খালেদা জিয়া) আমাদের খুব প্রয়োজন। এই দেশের জন্য বেগম খালেদা জিয়ার এই মুহূর্তে এত প্রয়োজন, একজন স্বীকৃত অভিভাবক– যাকে বাংলাদেশের সব দল স্বীকার করে। এমনকি আমাদের চরম শত্রু যে দলগুলো আছে, তারাও স্বীকার করেছে খালেদা জিয়া এখন দলমত নির্বিশেষে সব মানুষের অভিভাবক।

মির্জা আব্বাস বলেন, খালেদা জিয়ার অসুস্থতার সময় প্রমাণ হয়েছে তিনি শুধু আমাদের নেত্রী নন, তিনি এখন সারা বাংলাদেশের গণমানুষের আকাঙ্ক্ষার একজন অভিভাবক। আমি এ পর্যন্ত দেখি নাই, কোনো নেতা-নেত্রীর জন্য এত দোয়া হয়েছে দেশব্যাপী।

তিনি বলেন, খুব কষ্ট লাগে যখন মনে হয়, আজ তার থাকার কথা এখানে, আমাদের নির্বাচনে কিংবা এ ধরনের অনুষ্ঠানগুলোতে। আমরা অতীতে দেখেছি, এখনো অনুভব করি। এখন পর্যন্ত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথা আমাদের মনে আছে, মনে থাকবে, দেশনেত্রীর কথা আমাদের মনে আছে মনে থাকবে।

এসি/আপ্র/১০/১২/২০২৫