খুলনা প্রতিনিধি: খুলনার পাইকগাছা উপজেলার সফল ৫ জন নারী অদম্য নারী সম্মননা পুরস্কার পেয়েছেন।
গতকাল মঙ্গলবার ( ৯ ডিসেম্বর) আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস’ ২৫ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নির্বাচিত ওই ৫ নারীকে বিভিন্ন ক্যাটাগরিতে আনুষ্ঠানিকভাবে অদম্য নারী সম্মাননা প্রদান করা হয়েছে।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী।
পুরস্কার পাওয়া ৫ নারী হচ্ছেন অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী গোপালপুর গ্রামের মেহেদী হাসান-এর সহধর্মিণী নারী উদ্যোক্তা হাবিবা আক্তার রিতি (২২)। নিজ বাড়িতে রঙিন অ্যাকুরিয়াম ফিস ও কোয়েল পাখির বাচ্চা উৎপাদন করে একজন সফল নারী উদ্যোক্তা হিসেবে তিনি এই স্বীকৃতি পেয়েছেন।
শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে সম্মাননা পেয়েছেন বাতিখালী গ্রামের আমিন উদ্দিন সানার মেয়ে সুজাতা আমিন (২৯)। সুজাতা বর্তমানে সহকারী জজ হিসেবে গোপালগঞ্জে কর্মরত রয়েছেন।
নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করছেন যেসব নারী, সেই ক্যাটাগরিতে কমলাপুর গ্রামের বদরুদ্দোজা সানার মেয়ে নাসরিন খাতুন (৩২) পেয়েছেন সম্মাননা- স্বীকৃতি। দর্জি কাজ এবং ক্ষুদ্র ব্যবসা করে তিনি আর্থিকভাবে ঘুরে দাঁড়িয়েছেন।
সফল জননী নারী ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন শ্রীকন্ঠপুর গ্রামের মৃত আব্দুস সামাদ আজাদের সহধর্মিণী ফিরোজা খাতুন (৫৫)। তার ৩ সন্তানের মধ্যে দুই ছেলে বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং মেয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন।
সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন চর লক্ষীখোলা গ্রামের বিপ্লব কান্তি সরকারের সহধর্মিণী তেরেজা গোমেজ (৩৭)।
হস্তশিল্পের কাজ এবং প্রশিক্ষণ দিয়ে তিনি এলাকার নারীদের স্বাবলম্বী করে তুলছেন।
সানা/এসি/আপ্র/১০/১২/২০২৫























