জামালপুর সংবাদদাতা: গ্যাস্টিকের ওষুধ মনে করে ইঁদুর মারার ট্যাবলেট খেয়ে কান্টু মিয়া (৪৫) ও কমল মিয়া (৫০) নামে দুই জনের মৃত্যু হয়েছে। রোববার (০৭ ডিসেম্বর) দিবাগত রাতে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাররাম রামপুর ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আনোয়ার হোসেন।
নিহত কান্টু মিয়া (৪৫) দেওয়ানগঞ্জের পাররামরামপুর ইউনিয়নের বানিয়াপাড়া এলাকার মৃত মকজল হোসেনের ছেলে। কমল মিয়া তার বিয়াই, তিনি একই ইউনিয়নের পোড়াভিটা গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেলে কান্টু মিয়ার বাড়িতে শীতকালীন দাওয়াত খেতে যান তার বিয়াই কমল মিয়া। ওইদিন রাতে গ্যাস্টিকের ওষুধ খাওয়ার সময় ভুল করে ঘরে থাকা ইঁদুর মারার ট্যাবলেট খেয়ে দুজনই অসুস্থ হয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা তাদের দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে কান্টু মিয়া মারা যান। এরপর সোমবার ভোররাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কমল মিয়ার মৃত্যু হয়। একসঙ্গে দুইজনের মৃত্যুতে বানিয়াপাড়া ও পোড়াভিটা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
পাররাম রামপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য তৌহিদুজ্জামান জীবন বলেন, কান্টু ও কমল দুই বিয়াই বাজার থেকে ফেরার সময় গ্যাস্টিকের ওষুধ ও ইঁদুর মারার ট্যাবলেট কিনে বাড়ি ফিরেছিলেন। রাতে ঘুমানোর আগে গ্যাস্টিকের ওষুধের পরিবর্তে ভুল করে ইঁদুর মারার ট্যাবলেট খেয়ে তারা অসুস্থ হয়ে দুজনই মারা যান। কমলের মরদেহ এখনো আসেনি। কান্টুর মরদেহ দাফনের প্রস্তুতি চলছে।
দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আনোয়ার হোসেন বলেন, ইঁদুর মারার ট্যাবলেট খেয়ে দুইজনের মৃত্যু হয়েছে। পরিবারের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ বিষয়ে অপমৃত্যুর মামলা হবে।
এসি/আপ্র/০৮/১২/২০২৫
























