ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫

নির্বাচনের জন্য সব বাহিনীর প্রশিক্ষণ চলছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • আপডেট সময় : ০৪:২০:৩৩ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
  • ১৭ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সরকারের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (৮ ডিসেম্বর) আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনের প্রস্তুতি খুবই ভালো পর্যায়ে রয়েছে এবং সব নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণ কার্যক্রম চলমান আছে। আগামী জানুয়ারির মধ্যেই সব বাহিনীর প্রশিক্ষণ শেষ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, প্রশিক্ষণের মান যাচাই করতে তিনি নিজে বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে যাবেন।

তিনি বলেন, একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও উৎসবমুখর নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ জন্য সংশ্লিষ্ট বাহিনীগুলোর নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

ভোটগ্রহণের সময়সূচি প্রসঙ্গে তিনি জানান, এবার ভোট সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে; যা আগে ছিল সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। সূর্যের আলো কমে যাওয়ার পর ভোট গণনা করতে হয় বলে ভোটকেন্দ্রগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার বিষয়টিও বৈঠকে গুরুত্ব সহকারে আলোচনা হয়েছে।

রংপুরে এক পুলিশ সদস্যের বাবা-মাকে হত্যার ঘটনা সম্পর্কে তিনি বলেন, হত্যাকারীদের গ্রেফতারের জন্য ইতোমধ্যেই সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার কাছে যদি ম্যাজিক থাকতো, সুইচ অন-অফের মতো যদি কিছু থাকতো, তাহলে আমি বলতাম— এখন আর কোনও কিলিং-টিলিং হবে না। কিন্তু আমার কাছে সে রকম কোনও ম্যাজিক নেই।

তিনি আরও জানান, গণভবনকে জুলাই জাদুঘর হিসেবে জনগণের জন্য অচিরেই খুলে দেওয়া হবে।

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড প্রসঙ্গে জাতীয় পার্টি মাঠে নামতে পারছে না— এমন অভিযোগের বিষয়ে তিনি বলেন, পুরো মাঠ তো রাজনৈতিক দলগুলোই গরম করে রেখেছে। সবাই তো আছে। কে কী বলে সেটা বিষয় না। এখন অনেকেই ঘর থেকে বের হতে চায় না ঠান্ডা লাগবে বলে, সর্দি-কাশি হবে বলে। তাদের তো আমরা বাধা দিচ্ছি না।

জাতীয় পার্টির কার্যালয় প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়টি নিয়ে তাদের নিজেদের মধ্যেই সমস্যা রয়েছে।

জুলাই-আগস্ট আন্দোলনের সময় বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারের বিষয়েও তিনি জানান, এ সংক্রান্ত অভিযান অব্যাহত রয়েছে।

ওআ/আপ্র/০৮/১২/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নির্বাচনের জন্য সব বাহিনীর প্রশিক্ষণ চলছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় : ০৪:২০:৩৩ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সরকারের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (৮ ডিসেম্বর) আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনের প্রস্তুতি খুবই ভালো পর্যায়ে রয়েছে এবং সব নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণ কার্যক্রম চলমান আছে। আগামী জানুয়ারির মধ্যেই সব বাহিনীর প্রশিক্ষণ শেষ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, প্রশিক্ষণের মান যাচাই করতে তিনি নিজে বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে যাবেন।

তিনি বলেন, একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও উৎসবমুখর নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ জন্য সংশ্লিষ্ট বাহিনীগুলোর নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

ভোটগ্রহণের সময়সূচি প্রসঙ্গে তিনি জানান, এবার ভোট সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে; যা আগে ছিল সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। সূর্যের আলো কমে যাওয়ার পর ভোট গণনা করতে হয় বলে ভোটকেন্দ্রগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার বিষয়টিও বৈঠকে গুরুত্ব সহকারে আলোচনা হয়েছে।

রংপুরে এক পুলিশ সদস্যের বাবা-মাকে হত্যার ঘটনা সম্পর্কে তিনি বলেন, হত্যাকারীদের গ্রেফতারের জন্য ইতোমধ্যেই সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার কাছে যদি ম্যাজিক থাকতো, সুইচ অন-অফের মতো যদি কিছু থাকতো, তাহলে আমি বলতাম— এখন আর কোনও কিলিং-টিলিং হবে না। কিন্তু আমার কাছে সে রকম কোনও ম্যাজিক নেই।

তিনি আরও জানান, গণভবনকে জুলাই জাদুঘর হিসেবে জনগণের জন্য অচিরেই খুলে দেওয়া হবে।

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড প্রসঙ্গে জাতীয় পার্টি মাঠে নামতে পারছে না— এমন অভিযোগের বিষয়ে তিনি বলেন, পুরো মাঠ তো রাজনৈতিক দলগুলোই গরম করে রেখেছে। সবাই তো আছে। কে কী বলে সেটা বিষয় না। এখন অনেকেই ঘর থেকে বের হতে চায় না ঠান্ডা লাগবে বলে, সর্দি-কাশি হবে বলে। তাদের তো আমরা বাধা দিচ্ছি না।

জাতীয় পার্টির কার্যালয় প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়টি নিয়ে তাদের নিজেদের মধ্যেই সমস্যা রয়েছে।

জুলাই-আগস্ট আন্দোলনের সময় বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারের বিষয়েও তিনি জানান, এ সংক্রান্ত অভিযান অব্যাহত রয়েছে।

ওআ/আপ্র/০৮/১২/২০২৫