ঢাকা ১০:৩৩ অপরাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫

মহাজাগতিক বিরল ঘটনা ঘটতে যাচ্ছে আজ, যেভাবে দেখা যাবে

  • আপডেট সময় : ০৭:০৮:০৬ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
  • ২৮ বার পড়া হয়েছে

প্রতীকী ছবি

প্রযুক্তি ডেস্ক: মহাকাশপ্রেমীদের জন্য আজ, ৭ই ডিসেম্বর রাতে অপেক্ষা করছে এক চমৎকার মহাজাগতিক দৃশ্য। আজকের আকাশে চাঁদের ঠিক পাশেই সৌরজগতের বৃহত্তম গ্রহ বৃহস্পতিকে অত্যন্ত উজ্জ্বলভাবে জ্বলতে দেখা যাবে।

জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, আজ সূর্যাস্তের প্রায় তিন ঘণ্টা পর আকাশে উঠবে ৮৩ শতাংশ আলোকিত চাঁদ। মিথুন রাশিমণ্ডলে থাকা এই চাঁদের ওপরের ডানদিকে ৫ ডিগ্রিরও কম দূরত্বে অবস্থান করবে বৃহস্পতি। আকাশের দিকে হাত সোজা করে বাড়িয়ে মাঝখানের তিনটি আঙুল পাশাপাশি রাখলে যতটুকু চওড়া দেখায়, চাঁদ ও বৃহস্পতির দূরত্ব হবে ঠিক ততটাই।

৮ই ডিসেম্বর ভোরবেলায় চাঁদ এবং বৃহস্পতি আকাশের সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাবে। তখন দক্ষিণ আকাশে প্রায় মাথার ওপর এদের অবস্থান দেখা যাবে। এই জুটির ঠিক ওপরেই জ্বলজ্বল করতে দেখা যাবে মিথুন রাশির বিখ্যাত দুই নক্ষত্র ‘ক্যাস্টর’ এবং ‘পোলাক্স’কে।

খালি চোখেই এই দৃশ্য চমৎকারভাবে উপভোগ করা যাবে। তবে যাদের কাছে অন্তত ৪ ইঞ্চির অ্যাপারচারযুক্ত টেলিস্কোপ আছে, তারা বৃহস্পতির ওপরের বায়ুমণ্ডলের মেঘ এবং ঝড় স্পষ্টভাবে দেখতে পাবেন। এমনকি বৃহস্পতির চারপাশ ঘিরে থাকা গ্যালিলিয়ান চাঁদ—গ্যানিমিড, আইও, ইউরোপা এবং ক্যালিস্টোকেও ছোট ছোট আলোর বিন্দুর মতো দেখা সম্ভব হতে পারে।

এছাড়াও টেলিস্কোপে চাঁদের দিকে তাকালে দেখা যাবে বিখ্যাত ‘টাইকো ক্রেটার’। ১০৮ মিলিয়ন বছর বয়সী এই গর্তটি চাঁদের অন্যান্য প্রাচীন গর্তের তুলনায় বেশ নবীন, যা মহাকাশের বিশালতার এক অনন্য নিদর্শন।

সূত্র: স্পেস.কম

ওআ/আপ্র/০৭/১২/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাপানে ৭.৬ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, সুনামি সতর্কতা

মহাজাগতিক বিরল ঘটনা ঘটতে যাচ্ছে আজ, যেভাবে দেখা যাবে

আপডেট সময় : ০৭:০৮:০৬ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫

প্রযুক্তি ডেস্ক: মহাকাশপ্রেমীদের জন্য আজ, ৭ই ডিসেম্বর রাতে অপেক্ষা করছে এক চমৎকার মহাজাগতিক দৃশ্য। আজকের আকাশে চাঁদের ঠিক পাশেই সৌরজগতের বৃহত্তম গ্রহ বৃহস্পতিকে অত্যন্ত উজ্জ্বলভাবে জ্বলতে দেখা যাবে।

জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, আজ সূর্যাস্তের প্রায় তিন ঘণ্টা পর আকাশে উঠবে ৮৩ শতাংশ আলোকিত চাঁদ। মিথুন রাশিমণ্ডলে থাকা এই চাঁদের ওপরের ডানদিকে ৫ ডিগ্রিরও কম দূরত্বে অবস্থান করবে বৃহস্পতি। আকাশের দিকে হাত সোজা করে বাড়িয়ে মাঝখানের তিনটি আঙুল পাশাপাশি রাখলে যতটুকু চওড়া দেখায়, চাঁদ ও বৃহস্পতির দূরত্ব হবে ঠিক ততটাই।

৮ই ডিসেম্বর ভোরবেলায় চাঁদ এবং বৃহস্পতি আকাশের সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাবে। তখন দক্ষিণ আকাশে প্রায় মাথার ওপর এদের অবস্থান দেখা যাবে। এই জুটির ঠিক ওপরেই জ্বলজ্বল করতে দেখা যাবে মিথুন রাশির বিখ্যাত দুই নক্ষত্র ‘ক্যাস্টর’ এবং ‘পোলাক্স’কে।

খালি চোখেই এই দৃশ্য চমৎকারভাবে উপভোগ করা যাবে। তবে যাদের কাছে অন্তত ৪ ইঞ্চির অ্যাপারচারযুক্ত টেলিস্কোপ আছে, তারা বৃহস্পতির ওপরের বায়ুমণ্ডলের মেঘ এবং ঝড় স্পষ্টভাবে দেখতে পাবেন। এমনকি বৃহস্পতির চারপাশ ঘিরে থাকা গ্যালিলিয়ান চাঁদ—গ্যানিমিড, আইও, ইউরোপা এবং ক্যালিস্টোকেও ছোট ছোট আলোর বিন্দুর মতো দেখা সম্ভব হতে পারে।

এছাড়াও টেলিস্কোপে চাঁদের দিকে তাকালে দেখা যাবে বিখ্যাত ‘টাইকো ক্রেটার’। ১০৮ মিলিয়ন বছর বয়সী এই গর্তটি চাঁদের অন্যান্য প্রাচীন গর্তের তুলনায় বেশ নবীন, যা মহাকাশের বিশালতার এক অনন্য নিদর্শন।

সূত্র: স্পেস.কম

ওআ/আপ্র/০৭/১২/২০২৫