ঢাকা ০২:২১ অপরাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫

পকেট থেকে কোটি টাকার স্বর্ণ উদ্ধার, যুবক আটক

  • আপডেট সময় : ০৪:৪০:৫৪ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
  • ২৩ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

যশোর সংবাদদাতা: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এক পাচারকারীকে আটক করেছে। রোববার (৭ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে সদর উপজেলার দাইতলা ব্রিজের ওপর থেকে তাকে আটকের পর স্বর্ণগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের মধ্যে রয়েছে ৫১৫.৯ গ্রাম ওজনের তিনটি স্বর্ণের বার এবং চারটি স্বর্ণালংকার। এগুলোর বাজারমূল্য ৯৩ লাখ ৩৬ হাজার ৭৫৮ টাকা বলে জানিয়েছে বিজিবি।

আটক শ্রী বিকাশ কুমার ঘোষ (৩৪) কুষ্টিয়ার মিরপুর উপজেলার উত্তর কাটদহ গ্রামের বিফল চন্দ্র ঘোষের ছেলে।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৭ ডিসেম্বর) ভোরে যশোর সদর উপজেলার দাইতলা এলাকায় অভিযান চালিয়ে বিকাশ কুমার ঘোষকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করলে প্যান্টের পকেটে বিশেষ কায়দায় লুকানো তিনটি স্বর্ণের বার ও চারটি স্বর্ণালংকার পাওয়া যায়।

যশোর ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিকাশ স্বীকার করেছেন যে তিনি ঢাকার তাঁতীবাজার এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে যশোরে আসছিলেন। ঢাকা থেকে যশোর হয়ে ভারতের উদ্দেশে স্বর্ণগুলো পাচারের পরিকল্পনা ছিল তার।

সাইফুল্লাহ সিদ্দিকী আরো বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দিয়ে তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। জব্দ করা স্বর্ণ ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।

এসি/আপ্র/০৭/১২/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পকেট থেকে কোটি টাকার স্বর্ণ উদ্ধার, যুবক আটক

আপডেট সময় : ০৪:৪০:৫৪ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫

যশোর সংবাদদাতা: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এক পাচারকারীকে আটক করেছে। রোববার (৭ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে সদর উপজেলার দাইতলা ব্রিজের ওপর থেকে তাকে আটকের পর স্বর্ণগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের মধ্যে রয়েছে ৫১৫.৯ গ্রাম ওজনের তিনটি স্বর্ণের বার এবং চারটি স্বর্ণালংকার। এগুলোর বাজারমূল্য ৯৩ লাখ ৩৬ হাজার ৭৫৮ টাকা বলে জানিয়েছে বিজিবি।

আটক শ্রী বিকাশ কুমার ঘোষ (৩৪) কুষ্টিয়ার মিরপুর উপজেলার উত্তর কাটদহ গ্রামের বিফল চন্দ্র ঘোষের ছেলে।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৭ ডিসেম্বর) ভোরে যশোর সদর উপজেলার দাইতলা এলাকায় অভিযান চালিয়ে বিকাশ কুমার ঘোষকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করলে প্যান্টের পকেটে বিশেষ কায়দায় লুকানো তিনটি স্বর্ণের বার ও চারটি স্বর্ণালংকার পাওয়া যায়।

যশোর ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিকাশ স্বীকার করেছেন যে তিনি ঢাকার তাঁতীবাজার এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে যশোরে আসছিলেন। ঢাকা থেকে যশোর হয়ে ভারতের উদ্দেশে স্বর্ণগুলো পাচারের পরিকল্পনা ছিল তার।

সাইফুল্লাহ সিদ্দিকী আরো বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দিয়ে তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। জব্দ করা স্বর্ণ ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।

এসি/আপ্র/০৭/১২/২০২৫