ঢাকা ১০:৫১ অপরাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

অবশেষে জাস্টিন ট্রুডো-কেটি পেরির প্রেমের আনুষ্ঠানিক ঘোষণা

  • আপডেট সময় : ০১:৪৫:০৯ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
  • ৩০ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

বিনোদন ডেস্ক: স্ত্রী থেকে বিচ্ছেদের পর থেকেই মার্কিন পপ তারকা কেটি পেরির সঙ্গে সম্পর্কের গুঞ্জন ঘুরছিল কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে ঘিরে। এতদিন দু’জনেই বিষয়টি নিয়ে মুখ খুলেননি।

সম্পর্কের গুঞ্জনে এবার আনুষ্ঠানিক সিলমোহর মিলল আন্তর্জাতিক কূটনৈতিক মঞ্চেই। জাপানের সাবেক প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ও তার স্ত্রী ইউকো কিশিদার সঙ্গে মধ্যাহ্নভোজে যোগ দেন ট্রুডো-কেটি পেরি জুটি। সেখানেই প্রকাশ্যে আসে তাদের প্রেমের সত্যতা।

এক্সে (সাবেক টুইটার) শেয়ার করা এক ছবিতে ট্রুডো লেখেন, ‘আপনাকে দেখে দারুণ লাগল, ফুমিও কিশিদা। কেটি এবং আমি আপনার ও ইউকোর সঙ্গে বসে কথা বলে অত্যন্ত আনন্দিত। আন্তর্জাতিক নিয়মভিত্তিক ব্যবস্থার প্রতি এবং উজ্জ্বল ভবিষ্যতের প্রতি আপনার প্রতিশ্রুতির জন্য ধন্যবাদ।’

এর আগেও বেশ কয়েকবার এই জুটিকে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেছে। গত অক্টোবরে ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারায় চুম্বনরত অবস্থায় ক্যামেরাবন্দি হয়েছিলেন তারা। সেই ছবি প্রকাশের পর থেকেই প্রেমের গুঞ্জন আরো গতি পায়।

সাম্প্রতিক মধ্যাহ্নভোজে কিশিদা দম্পতির সঙ্গে তাদের উপস্থিতি এবং ট্রুডোর পোস্ট, সব মিলেই বিশ্বজুড়ে আলোচনার ঝড় তুলেছে।

এসি/আপ্র/০৬/১২/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

অবশেষে জাস্টিন ট্রুডো-কেটি পেরির প্রেমের আনুষ্ঠানিক ঘোষণা

আপডেট সময় : ০১:৪৫:০৯ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

বিনোদন ডেস্ক: স্ত্রী থেকে বিচ্ছেদের পর থেকেই মার্কিন পপ তারকা কেটি পেরির সঙ্গে সম্পর্কের গুঞ্জন ঘুরছিল কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে ঘিরে। এতদিন দু’জনেই বিষয়টি নিয়ে মুখ খুলেননি।

সম্পর্কের গুঞ্জনে এবার আনুষ্ঠানিক সিলমোহর মিলল আন্তর্জাতিক কূটনৈতিক মঞ্চেই। জাপানের সাবেক প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ও তার স্ত্রী ইউকো কিশিদার সঙ্গে মধ্যাহ্নভোজে যোগ দেন ট্রুডো-কেটি পেরি জুটি। সেখানেই প্রকাশ্যে আসে তাদের প্রেমের সত্যতা।

এক্সে (সাবেক টুইটার) শেয়ার করা এক ছবিতে ট্রুডো লেখেন, ‘আপনাকে দেখে দারুণ লাগল, ফুমিও কিশিদা। কেটি এবং আমি আপনার ও ইউকোর সঙ্গে বসে কথা বলে অত্যন্ত আনন্দিত। আন্তর্জাতিক নিয়মভিত্তিক ব্যবস্থার প্রতি এবং উজ্জ্বল ভবিষ্যতের প্রতি আপনার প্রতিশ্রুতির জন্য ধন্যবাদ।’

এর আগেও বেশ কয়েকবার এই জুটিকে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেছে। গত অক্টোবরে ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারায় চুম্বনরত অবস্থায় ক্যামেরাবন্দি হয়েছিলেন তারা। সেই ছবি প্রকাশের পর থেকেই প্রেমের গুঞ্জন আরো গতি পায়।

সাম্প্রতিক মধ্যাহ্নভোজে কিশিদা দম্পতির সঙ্গে তাদের উপস্থিতি এবং ট্রুডোর পোস্ট, সব মিলেই বিশ্বজুড়ে আলোচনার ঝড় তুলেছে।

এসি/আপ্র/০৬/১২/২০২৫