নারায়ণগঞ্জ সংবাদদাতা: নারায়ণগঞ্জ শহরের একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় মার্কেটের ৩৫টি দোকান পুড়ে গেছে।
শনিবার (৬ ডিসেম্বর) ভোর ৫টার দিকে শহরের নতুন পালপাড়া এলাকায় অবস্থিত সমীর কর মার্কেটের হোসিয়ারি ও বডি নিটিংয়ের দোকানগুলোতে আগুন লাগে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন জানান, ভোর ৪টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। এই ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে ওই মার্কেটের সেমিপাকা ৩৫টি দোকান পুড়ে গেছে।
আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে পরে বলা সম্ভব হবে বলে জানান তিনি।
এসি/আপ্র/০৬/১২/২০২৫




















