রংপুর সংবাদদাতা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আসার বিষয়ে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, ‘তারেক রহমানের দেশে আসার বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই। তবে তার স্ত্রী জুবাইদা রহমান সকালে দেশে পৌঁছেছেন।’
শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
উপদেষ্টা আরও বলেন, ‘বেগম জিয়াকে এখনই লন্ডন নেয়া হচ্ছে না। এয়ারক্রাফটে টেকনিক্যাল ত্রুটির কারণে এক দিন দেরি হতে পারে। বিষয়গুলো সিদ্ধান্ত হওয়ার সঙ্গে সঙ্গেই সবাই জানতে পারবেন।’
এসময় শেখ হাসিনাকে দেশে ফেরানোর ব্যাপারে সরকারের পদক্ষেপ সম্পর্কে জানতে চান সাংবাদিকরা।
জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমরা তো শেখ হাসিনাকে চেয়েছি। যেহেতু তিনি একজন কনভিক্টেড ব্যক্তি। যেহেতু সর্বোচ্চ বিচারিক সংস্থা তাকে শাস্তি দিয়েছে। কিন্তু আমরা ইতিবাচক কোনো সাড়া এখন পর্যন্ত পাইনি।’
‘এ ধরনের ঘটনায় ঝট করে, একদিনে বা সাতদিনে তো কোনো অগ্রগতি ঘটে না। আমরা অপেক্ষা করব। দেখতে চাই ভারতীয় কর্তৃপক্ষের কাছ থেকে কী রিঅ্যাকশন পাওয়া যায়। তবে তারা বিষয়টা পরীক্ষা-নিরীক্ষা করে দেখছে। তারা পরীক্ষা-নিরীক্ষা করে দেখুক।’
রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে কথা বলছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ছবি: টাইমস
জলসীমা থেকে আরাকান আর্মির হাতে বাংলাদেশি জেলেদের অপহৃত হওয়ার প্রসঙ্গেও কথা বলেন উপদেষ্টা। সাংবাদিকরা জানতে চান, এ বিষয়ে সরকারের পক্ষ থেকে আলোচনা করা হচ্ছে কিনা।
জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন ‘আরাকান আর্মির সঙ্গে তো আমাদের দ্বিপাক্ষিক আলোচনা সম্ভব নয়। কারণ তারা কোনো স্টেট নয়। যেমন আমরা মিয়ানমার, থাইল্যান্ড বা ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে পারি স্টেট হিসেবে। তবে অনেক কিছুই স্পষ্ট করা যায় না। এ ধরনের ঘটনা যাতে কমে বা আদৌ না ঘটে সেজন্য বেশ কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে।’
শুক্রবার উপদেষ্টার রংপুরের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করার কথা রয়েছে।
এরপর শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে মতবিনিময় সভা এবং বিকালে রংপুর ক্যাডেট কলেজ পরিদর্শন করবেন। রোববার সকালে নীলফামারীর মাগুরা উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভায় শেষে বিকালে তার ঢাকা ফেরার কথা রয়েছে।
ওআ/আপ্র/০৫/১২/২০২৫



















