ফরিদপুর সংবাদদাতা: ফরিদপুরের ভাঙ্গায় বাসচাপায় অটোরিকশার চারজন যাত্রী নিহত হয়েছে। এ সময় আরও ছয়জন আহত হয়েছেন।
শুক্রবার বেলা পৌনে ১২টার দিকে ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের পূর্ব শদরদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. গনেশ চন্দ্র সাহা জানান, সড়ক দুর্ঘটনায় এ পর্যন্ত দুই নারী, একজন পুরুষ ও এক শিশুসহ চারজন নিহত হয়েছেন। বাকি আহত ছয়জনের মধ্যে চারজনকে ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।
হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল মিয়া জানান, ভাঙ্গা থেকে টেকেরহাটের উদ্দেশ্যে একটি অটোরিকশা চুমুরদী ইউনিয়নের পূর্ব শদরদী এলাকায় গেলে অপরদিক থেকে আসা দ্রুতগতির বাস সেটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিনজন ও ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর আরও একটি শিশুর মৃত্যু হয়।
এ পর্যন্ত চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে, তাদের নাম-নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
ওআ/আপ্র/০৫/১২/২০২৫



















