ঢাকা ০৬:০১ অপরাহ্ন, শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫

ফরিদপুরে বাসচাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

  • আপডেট সময় : ০৩:৫৪:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
  • ২৩ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

ফরিদপুর সংবাদদাতা: ফরিদপুরের ভাঙ্গায় বাসচাপায় অটোরিকশার চারজন যাত্রী নিহত হয়েছে। এ সময় আরও ছয়জন আহত হয়েছেন।

শুক্রবার বেলা পৌনে ১২টার দিকে ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের পূর্ব শদরদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. গনেশ চন্দ্র সাহা জানান, সড়ক দুর্ঘটনায় এ পর্যন্ত দুই নারী, একজন পুরুষ ও এক শিশুসহ চারজন নিহত হয়েছেন। বাকি আহত ছয়জনের মধ্যে চারজনকে ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।

হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল মিয়া জানান, ভাঙ্গা থেকে টেকেরহাটের উদ্দেশ্যে একটি অটোরিকশা চুমুরদী ইউনিয়নের পূর্ব শদরদী এলাকায় গেলে অপরদিক থেকে আসা দ্রুতগতির বাস সেটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিনজন ও ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর আরও একটি শিশুর মৃত্যু হয়।

এ পর্যন্ত চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে, তাদের নাম-নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

ওআ/আপ্র/০৫/১২/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

ফরিদপুরে বাসচাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

আপডেট সময় : ০৩:৫৪:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫

ফরিদপুর সংবাদদাতা: ফরিদপুরের ভাঙ্গায় বাসচাপায় অটোরিকশার চারজন যাত্রী নিহত হয়েছে। এ সময় আরও ছয়জন আহত হয়েছেন।

শুক্রবার বেলা পৌনে ১২টার দিকে ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের পূর্ব শদরদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. গনেশ চন্দ্র সাহা জানান, সড়ক দুর্ঘটনায় এ পর্যন্ত দুই নারী, একজন পুরুষ ও এক শিশুসহ চারজন নিহত হয়েছেন। বাকি আহত ছয়জনের মধ্যে চারজনকে ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।

হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল মিয়া জানান, ভাঙ্গা থেকে টেকেরহাটের উদ্দেশ্যে একটি অটোরিকশা চুমুরদী ইউনিয়নের পূর্ব শদরদী এলাকায় গেলে অপরদিক থেকে আসা দ্রুতগতির বাস সেটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিনজন ও ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর আরও একটি শিশুর মৃত্যু হয়।

এ পর্যন্ত চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে, তাদের নাম-নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

ওআ/আপ্র/০৫/১২/২০২৫