ক্রীড়া ডেস্ক: শেষ হয়েও হলো না শেষ। একজন বিদায়ের বার্তা দিয়ে রেখেছিলেন নিজেই। আরেকজনের মেয়াদই ছিল স্রেফ এই এক সিরিজ। কিন্ত থেকে যাচ্ছেন দুজনই। বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন ও ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলকে বিশ্বকাপ পর্যন্ত দায়িত্বে রেখে দেওয়া হচ্ছে বলে নিশ্চিত করেছেন বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীন।
আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের সফল সমাপ্তির পর ক্রিকেটাররা কিছুদিন বিশ্রামে ছিলেন। আসন্ন বিপিএলের আগে আর কোনো ম্যাচ নেই, পাশাপাশি আগামী বছরের ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশ দলের কোনো আন্তর্জাতিক ম্যাচ নেই।
গুঞ্জন চলছিল, মোহাম্মদ সালাউদ্দিন এবং মোহাম্মদ আশরাফুল আসন্ন বিশ্বকাপে যোগ দেবেন কি না। কারণ গত মাসে সালাউদ্দিন বিসিবিতে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। তবে বোর্ড সেটি গ্রহণ করেনি। আশরাফুলকে আগের আয়ারল্যান্ড সিরিজের জন্য ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ করা হয়েছিল।
বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন, সালাউদ্দিন এবং আশরাফুল দুজনই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের সঙ্গে থাকবেন। এছাড়া কোচিং স্টাফের সকল সদস্যও unchanged থাকবেন।
মোহাম্মদ সালাউদ্দিন বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে ২০২৪ সালের নভেম্বর থেকে দায়িত্ব পালন করছেন। এটি তার জাতীয় দলের দায়িত্বের দ্বিতীয় অধ্যায়। প্রথমবার তিনি ২০০৬–২০১০ সালে সহকারী ও ফিল্ডিং কোচ ছিলেন। পরবর্তীতে ২০১০–১১ সালে বিসিবির ন্যাশনাল ক্রিকেট একাডেমির বিশেষজ্ঞ কোচ হিসেবে কাজ করেছেন।
এসি/আপ্র/০৪/১২/২০২৫



















