বিনোদন ডেস্ক: প্রেমের গুঞ্জনের মধ্যে বিয়ে সেরেছেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ও নির্মাতা রাজ নিদিমোরু। ১ ডিসেম্বর ইশা ইয়োগা সেন্টারের লিঙ্গভৈরবী মন্দিরে বিয়ের আনুষ্ঠানিকতা হয়েছে। বিয়ের ছবি অনলাইনে আসতেই মুহূর্তে হয়ে যায় ভাইরাল। ছবি প্রকাশ্যে আসতেই আলোচনার কেন্দ্রে রয়েছে নববধূ সামান্থার হাতে থাকা একটি হীরার আংটি। জানা গেছে, বিশেষ এই আংটির মূল্য আনুমানিক দুই কোটি টাকা।
ভারতের প্রথম তারকাখ্যাত গয়না বিশেষজ্ঞ প্রিয়াংশু গোয়েল জানান, সামান্থার আঙটিতে ব্যবহৃত হয়েছে এক বিরল লোজেঞ্জ কাট হীরা। সাধারণত এই ধরনের কাটে মাঝখানে ধাপ থাকে, তবে সামান্থার আঙটি ছিল সম্পূর্ণ সমতল নকশায়।
তিনি বলেন, আংটিতে রয়েছে আটটি পোর্ট্রেট কাট হীরার পাপড়ি এবং মাঝখানে বসানো হয়েছে দুই ক্যারেটের হীরা। দেখতে সহজ মনে হলেও এর কারিগরি অত্যন্ত জটিল। বিশ্বের খুব কম সংখ্যক কর্মশালায় এমন নিখুঁতভাবে পোর্ট্রেট কাট হীরা তৈরি সম্ভব বলে জানান তিনি। আংটিটির সম্ভাব্য মূল্য প্রায় এক কোটি ৫০ লাখ রুপি।
আংটির নকশা করেছেন গ্রিসের বিখ্যাত কিন্তু রহস্যময় জহুরি থিওডোরোস সাভোপুলোস। তিনি খুব সীমিত সংখ্যক গয়না তৈরি করেন এবং প্রায় সম্পূর্ণ গোপনে কাজ করেন। তার প্রতিটি গয়নায় থাকে অনন্য নকশা ও উচ্চমানের কারিগরি। একে তাই একক, দুর্লভ ও ঐতিহ্যনির্ভর বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
এই আংটিতে ব্যবহৃত পোর্ট্রেট কাট হীরার ইতিহাসও বেশ দীর্ঘ। মুঘল আমলে শাহজাহান ক্ষুদ্র চিত্রকর্ম রক্ষার জন্য স্বচ্ছ পাতলা হীরা ব্যবহার করতেন, সেখান থেকেই এ ধরনের কাটের উৎপত্তি।
বিয়েতে সামান্থা পরেছিলেন অর্ডার করা লাল বেনারসি শাড়ি, যা বিশুদ্ধ কাটান সাটিন সিল্কে তৈরি। এক কারিগর দুই থেকে তিন সপ্তাহ ধরে এই শাড়ি তৈরি করেন। এতে ব্যবহৃত হয়েছে পাউডার-জরি বুটি, নিশি-বোনা বর্ডার, সাড়ি তার, কাটদানা, কাসাব ও ক্ষুদ্র আয়নার কারুকাজ। বিয়ে, সাজ এবং বিশেষ করে সেই দেড় কোটি টাকার আংটি- সব মিলিয়ে এখনো আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন সামান্থা।
এসি/আপ্র/০৩/১২/২০২৫


















