ঢাকা ০৬:০০ অপরাহ্ন, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫

গাজার টানেলে অভিযানে ৪০ ফিলিস্তিনি যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের

  • আপডেট সময় : ০৫:৪১:০৬ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

প্রত্যাশা ডেস্ক: গাজা উপত্যকার দক্ষিণাঞ্চল রাফাহর টানেলগুলোতে অবরুদ্ধ থাকা সব ফিলিস্তিনি যোদ্ধাকে হত্যা করা হয়েছে- এমন দাবি করেছে ইসরায়েল।

দেশটির নিরাপত্তা সূত্রের তথ্য উদ্ধৃত করে চ্যানেল ১৪–এর প্রতিবেদনে জানানো হয়েছে, ইসরায়েল গাজার ‘ইয়েলো জোন’ এলাকায় নিয়ন্ত্রণ বজায় রেখে সেখানে সামরিক উপস্থিতি আরও জোরদার করার পরিকল্পনা করছে।

এর আগে রোববার ইসরায়েলি সেনাবাহিনী জানায়, গত কয়েক দিনে রাফাহর টানেলে তারা ৪০ জন ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাকে হত্যা করেছে। এসব তথ্য ইঙ্গিত দেয়, দক্ষিণ গাজায় ইসরায়েলের সামরিক অভিযান আরও তীব্র হয়েছে।

এদিকে হামাসের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মধ্যেও গাজাজুড়ে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। গত বছরের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া হামলায় এখন পর্যন্ত অন্তত ৭০ হাজার ১০০ ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭০ হাজার ৯০০ জনের বেশি আহত হয়েছেন।

ওআ/আপ্র/১/১২/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

গাজার টানেলে অভিযানে ৪০ ফিলিস্তিনি যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের

আপডেট সময় : ০৫:৪১:০৬ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫

প্রত্যাশা ডেস্ক: গাজা উপত্যকার দক্ষিণাঞ্চল রাফাহর টানেলগুলোতে অবরুদ্ধ থাকা সব ফিলিস্তিনি যোদ্ধাকে হত্যা করা হয়েছে- এমন দাবি করেছে ইসরায়েল।

দেশটির নিরাপত্তা সূত্রের তথ্য উদ্ধৃত করে চ্যানেল ১৪–এর প্রতিবেদনে জানানো হয়েছে, ইসরায়েল গাজার ‘ইয়েলো জোন’ এলাকায় নিয়ন্ত্রণ বজায় রেখে সেখানে সামরিক উপস্থিতি আরও জোরদার করার পরিকল্পনা করছে।

এর আগে রোববার ইসরায়েলি সেনাবাহিনী জানায়, গত কয়েক দিনে রাফাহর টানেলে তারা ৪০ জন ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাকে হত্যা করেছে। এসব তথ্য ইঙ্গিত দেয়, দক্ষিণ গাজায় ইসরায়েলের সামরিক অভিযান আরও তীব্র হয়েছে।

এদিকে হামাসের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মধ্যেও গাজাজুড়ে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। গত বছরের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া হামলায় এখন পর্যন্ত অন্তত ৭০ হাজার ১০০ ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭০ হাজার ৯০০ জনের বেশি আহত হয়েছেন।

ওআ/আপ্র/১/১২/২০২৫