ঢাকা ১১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

বাংলাদেশ সীমান্তে পচে যাচ্ছে ৩০ হাজার টন ভারতীয় পেঁয়াজ

  • আপডেট সময় : ১১:৪৩:৪১ পূর্বাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • ৬৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশে রপ্তানি কার্যত বন্ধ হয়ে যাওয়ায় সীমান্তে পচছে ৩০ হাজার টন ভারতীয় পেঁয়াজ। ভারতের পেঁয়াজের সবচেয়ে বড় ক্রেতা হলো বাংলাদেশ। তবে এই মুহূর্তে বাংলাদেশে ভারতীয় পেঁয়াজ রপ্তানি না হওয়ার ফলে বিপাকে পড়েছেন স্থানীয় পেঁয়াজ ব্যবসায়ীরা।

আটকে থাকা প্রায় ৩০ হাজার টন পেঁয়াজ দ্রুত নষ্ট হওয়ার উপক্রম। নাসিক থেকে প্রতি কেজি ১৬ রুপি খরচ করে কিনে, পরিবহনসহ ২২ রুপিতে সীমান্তে আনা পেঁয়াজ এখন মাত্র ২ রুপিতে বিক্রি করতে হচ্ছে।

মালদহের মাহাদিপুর-সোনামসজিদ সীমান্তে দেখা গেছে, ৫০ কেজির বস্তা মাত্র ১০০ রুপিতে বিক্রি হচ্ছে, যেখানে স্থানীয় খুচরা বাজারে পেঁয়াজের দাম ২০–২২ রুপি।

সীমান্তের কম দামের কারণে ক্রেতারা সেখানে ভিড় করছেন, তবে রপ্তানিকারকদের জন্য এটি বড় ক্ষতির কারণ। ব্যবসায়ীদের অভিযোগ, বাংলাদেশ হঠাৎ আমদানি বন্ধ করার ফলে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

রপ্তানিকারকেরা জানান, বাংলাদেশি আমদানিকারকদের মৌখিক আশ্বাসের ভিত্তিতে ঘোজাডাঙ্গা, পেট্রাপোল, মাহাদিপুর ও হিলি সীমান্তে অন্তত ৩০ হাজার টন পেঁয়াজ মজুত ছিল। শুধু মাহাদিপুরেই ছিল প্রায় ২০ হাজার টন।

রপ্তানি চলমান থাকলে প্রতি কেজিতে ৩০–৩২ রুপিতে বিক্রি করে ৮–১০ রুপি লাভ সম্ভব হতো। এখন পেঁয়াজ পচতে শুরু করেছে এবং ক্ষতি কমাতে প্রতিদিন শতাধিক শ্রমিক পচা পেঁয়াজ আলাদা করছেন।

ব্যবসায়ী সাজিরুল শেখ বলেন, ‘নাসিক ও ইন্দোর থেকে ২২ রুপি কেজিতে পেঁয়াজ এনেছিলাম। এখন পচতে শুরু করায় ২, ৬ বা ১০ রুপিতে বিক্রি করতে বাধ্য হচ্ছি।’

আরেক ব্যবসায়ী জাকিরুল ইসলাম জানান, ‘দুই মাস আগেও প্রতিদিন ৩০–৩৫ ট্রাক পেঁয়াজ বাংলাদেশে পাঠাতাম। এখন স্টক পচে যাওয়ায় যা দাম পাওয়া যাচ্ছে, তাতেই বিক্রি করছি। বাংলাদেশ স্পষ্ট জানিয়েছে, তারা এখন পেঁয়াজ নেবে না।’

মালদহ ও দক্ষিণ দিনাজপুরের ব্যবসায়ীরা জানাচ্ছেন, রপ্তানি বন্ধ হওয়ার আগে ধারাবাহিকভাবে মজুত করা ৩০ হাজার টন পেঁয়াজই এখন বড় সমস্যা তৈরি করেছে।

অন্যদিকে, পেট্রাপোল ও ঘোজাডাঙ্গা সীমান্তে তুলনামূলক কম স্টক থাকায় সেখানে বড় সংকট দেখা দেয়নি।

ভারতীয় ভোক্তারা এখনো সন্তুষ্ট নন। মালদহের ক্রেতা খাইরুল হক বললেন, ‘রাজ্য ও কেন্দ্রীয় সরকারের অবহেলায় বাজারের এই অবস্থা। ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত, খুচরা বাজারে দাম এখনো ২০–৩০ রুপি।’

কলকাতাসহ আশপাশের শহরে ভালো মানের পেঁয়াজ ২৫–৩০ রুপি কেজিতে বিক্রি হচ্ছে। পাইকারি বিক্রেতাদের মতে, গুদামে থাকা স্টক বাজারে আসলে দাম আরও কমে যেতে পারে।

এসি/আপ্র/৩০/১১/২০২৫

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

বাংলাদেশ সীমান্তে পচে যাচ্ছে ৩০ হাজার টন ভারতীয় পেঁয়াজ

আপডেট সময় : ১১:৪৩:৪১ পূর্বাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশে রপ্তানি কার্যত বন্ধ হয়ে যাওয়ায় সীমান্তে পচছে ৩০ হাজার টন ভারতীয় পেঁয়াজ। ভারতের পেঁয়াজের সবচেয়ে বড় ক্রেতা হলো বাংলাদেশ। তবে এই মুহূর্তে বাংলাদেশে ভারতীয় পেঁয়াজ রপ্তানি না হওয়ার ফলে বিপাকে পড়েছেন স্থানীয় পেঁয়াজ ব্যবসায়ীরা।

আটকে থাকা প্রায় ৩০ হাজার টন পেঁয়াজ দ্রুত নষ্ট হওয়ার উপক্রম। নাসিক থেকে প্রতি কেজি ১৬ রুপি খরচ করে কিনে, পরিবহনসহ ২২ রুপিতে সীমান্তে আনা পেঁয়াজ এখন মাত্র ২ রুপিতে বিক্রি করতে হচ্ছে।

মালদহের মাহাদিপুর-সোনামসজিদ সীমান্তে দেখা গেছে, ৫০ কেজির বস্তা মাত্র ১০০ রুপিতে বিক্রি হচ্ছে, যেখানে স্থানীয় খুচরা বাজারে পেঁয়াজের দাম ২০–২২ রুপি।

সীমান্তের কম দামের কারণে ক্রেতারা সেখানে ভিড় করছেন, তবে রপ্তানিকারকদের জন্য এটি বড় ক্ষতির কারণ। ব্যবসায়ীদের অভিযোগ, বাংলাদেশ হঠাৎ আমদানি বন্ধ করার ফলে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

রপ্তানিকারকেরা জানান, বাংলাদেশি আমদানিকারকদের মৌখিক আশ্বাসের ভিত্তিতে ঘোজাডাঙ্গা, পেট্রাপোল, মাহাদিপুর ও হিলি সীমান্তে অন্তত ৩০ হাজার টন পেঁয়াজ মজুত ছিল। শুধু মাহাদিপুরেই ছিল প্রায় ২০ হাজার টন।

রপ্তানি চলমান থাকলে প্রতি কেজিতে ৩০–৩২ রুপিতে বিক্রি করে ৮–১০ রুপি লাভ সম্ভব হতো। এখন পেঁয়াজ পচতে শুরু করেছে এবং ক্ষতি কমাতে প্রতিদিন শতাধিক শ্রমিক পচা পেঁয়াজ আলাদা করছেন।

ব্যবসায়ী সাজিরুল শেখ বলেন, ‘নাসিক ও ইন্দোর থেকে ২২ রুপি কেজিতে পেঁয়াজ এনেছিলাম। এখন পচতে শুরু করায় ২, ৬ বা ১০ রুপিতে বিক্রি করতে বাধ্য হচ্ছি।’

আরেক ব্যবসায়ী জাকিরুল ইসলাম জানান, ‘দুই মাস আগেও প্রতিদিন ৩০–৩৫ ট্রাক পেঁয়াজ বাংলাদেশে পাঠাতাম। এখন স্টক পচে যাওয়ায় যা দাম পাওয়া যাচ্ছে, তাতেই বিক্রি করছি। বাংলাদেশ স্পষ্ট জানিয়েছে, তারা এখন পেঁয়াজ নেবে না।’

মালদহ ও দক্ষিণ দিনাজপুরের ব্যবসায়ীরা জানাচ্ছেন, রপ্তানি বন্ধ হওয়ার আগে ধারাবাহিকভাবে মজুত করা ৩০ হাজার টন পেঁয়াজই এখন বড় সমস্যা তৈরি করেছে।

অন্যদিকে, পেট্রাপোল ও ঘোজাডাঙ্গা সীমান্তে তুলনামূলক কম স্টক থাকায় সেখানে বড় সংকট দেখা দেয়নি।

ভারতীয় ভোক্তারা এখনো সন্তুষ্ট নন। মালদহের ক্রেতা খাইরুল হক বললেন, ‘রাজ্য ও কেন্দ্রীয় সরকারের অবহেলায় বাজারের এই অবস্থা। ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত, খুচরা বাজারে দাম এখনো ২০–৩০ রুপি।’

কলকাতাসহ আশপাশের শহরে ভালো মানের পেঁয়াজ ২৫–৩০ রুপি কেজিতে বিক্রি হচ্ছে। পাইকারি বিক্রেতাদের মতে, গুদামে থাকা স্টক বাজারে আসলে দাম আরও কমে যেতে পারে।

এসি/আপ্র/৩০/১১/২০২৫