ঢাকা ০৬:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫

শাহবাগে ‘গানের আর্তনাদ’ অনুষ্ঠানে ‘জুলাই মঞ্চের’ হামলা

  • আপডেট সময় : ০৬:৫৪:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে

রাজধানীর শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে হামলার ঘটনা ঘটে- ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: বাউলদের ওপর হামলার ঘটনার প্রতিবাদ অনুষ্ঠান ‘গানের আর্তনাদে’ হামলা করেছেন জুলাই মঞ্চের নেতাকর্মীরা। এ সময় দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। তবে বাধা উপেক্ষা করে সন্ধ্যায় গানের আর্তনাদ অনুষ্ঠান চালিয়ে যান বাউলরা।

শুক্রবার (২৮ নভেম্বর) রাজধানীর শাহবাগ মোড়ে এ ঘটনা ঘটে।

‘সম্প্রীতির যাত্রা’ আজকের গানের আর্তনাদ অনুষ্ঠানের আয়োজন করে। এই অনুষ্ঠান থেকে গ্রেপ্তার বাউল আবুল সরকারের নিঃশর্ত মুক্তি দাবি করা হয়। এ ছাড়া সারা দেশে বাউলদের ওপর হামলার প্রতিবাদ জানানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকেলে শাহবাগে গানের আর্তনাদ অনুষ্ঠান শুরু হয়।

পরে জুলাই মঞ্চের কর্মীরা একটি মিছিল নিয়ে সেখানে আসেন। শুরুতে তারা এই অনুষ্ঠানে বাধা দেন। পরে তাদের মধ্যে কয়েকজন গানের আর্তনাদ অনুষ্ঠানের ব্যানারটি টেনে ছিঁড়ে ফেলার চেষ্টা করেন। এ সময় উপস্থিত বাউলরা এবং আয়োজকদের সঙ্গে জুলাই মঞ্চের কর্মীদের বাগবিতণ্ডা, এমনকি হাতাহাতি হয়।

পরে জুলাই মঞ্চের বাধা উপেক্ষা করে সন্ধ্যা সাড়ে ৫টার দিকে শুরু হয় বাউলদের গানের আর্তনাদ অনুষ্ঠান।

ওআ/আপ্র/২৮/১১/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

শাহবাগে ‘গানের আর্তনাদ’ অনুষ্ঠানে ‘জুলাই মঞ্চের’ হামলা

আপডেট সময় : ০৬:৫৪:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক: বাউলদের ওপর হামলার ঘটনার প্রতিবাদ অনুষ্ঠান ‘গানের আর্তনাদে’ হামলা করেছেন জুলাই মঞ্চের নেতাকর্মীরা। এ সময় দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। তবে বাধা উপেক্ষা করে সন্ধ্যায় গানের আর্তনাদ অনুষ্ঠান চালিয়ে যান বাউলরা।

শুক্রবার (২৮ নভেম্বর) রাজধানীর শাহবাগ মোড়ে এ ঘটনা ঘটে।

‘সম্প্রীতির যাত্রা’ আজকের গানের আর্তনাদ অনুষ্ঠানের আয়োজন করে। এই অনুষ্ঠান থেকে গ্রেপ্তার বাউল আবুল সরকারের নিঃশর্ত মুক্তি দাবি করা হয়। এ ছাড়া সারা দেশে বাউলদের ওপর হামলার প্রতিবাদ জানানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকেলে শাহবাগে গানের আর্তনাদ অনুষ্ঠান শুরু হয়।

পরে জুলাই মঞ্চের কর্মীরা একটি মিছিল নিয়ে সেখানে আসেন। শুরুতে তারা এই অনুষ্ঠানে বাধা দেন। পরে তাদের মধ্যে কয়েকজন গানের আর্তনাদ অনুষ্ঠানের ব্যানারটি টেনে ছিঁড়ে ফেলার চেষ্টা করেন। এ সময় উপস্থিত বাউলরা এবং আয়োজকদের সঙ্গে জুলাই মঞ্চের কর্মীদের বাগবিতণ্ডা, এমনকি হাতাহাতি হয়।

পরে জুলাই মঞ্চের বাধা উপেক্ষা করে সন্ধ্যা সাড়ে ৫টার দিকে শুরু হয় বাউলদের গানের আর্তনাদ অনুষ্ঠান।

ওআ/আপ্র/২৮/১১/২০২৫