ঢাকা ০১:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫

ফটিকছড়িতে আপন দুই ভাইকে হত্যা, গ্রেফতার ৩ আসামি

  • আপডেট সময় : ১২:৪৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

ফাইল ছবি

চট্টগ্রাম সংবাদদাতা: চট্টগ্রামের ফটিকছড়িতে দুই ভাই হত্যার আলোচিত মামলায় তিনজন পলাতক সন্দেহভাজনকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃতরা হলেন- ওসমান গনি মানিক (৫৮), মো. হারুন (৪০) ও আনোয়ার পাশা বকুল (৬২)।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গত বছরের ৩ সেপ্টেম্বর ফটিকছড়ির ফতেহপুর গ্রামে পারিবারিক বিরোধের জেরে রেজাউল করিমের স্ত্রী চিৎকার করে গ্রামবাসীকে ডাকেন। এতে মুহূর্তেই শতাধিক মানুষ সেখানে জড়ো হন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উত্তেজিত লোকজন রেজাউলের পরিবারের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান। এতে রেজাউলের দুই ভাই জাহাঙ্গীর ও আলমগীর ঘটনাস্থলেই মারা যান। এই হত্যাকাণ্ড এলাকায় তুমুল আলোচনার জন্ম দেয়।

ঘটনার পর ভুক্তভোগীদের ছোট ভাই মো. রাসেল ফটিকছড়ি থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় একজনকে নামীয় এবং ১০০-১৫০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়। হত্যাকাণ্ডের পর অভিযুক্তদের ধরতে র‌্যাব ছায়া তদন্ত ও গোয়েন্দা তৎপরতা চালায়।

চট্টগ্রাম র‍্যাবের সহকারী পরিচালক এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে বুধবার (২৬ নভেম্বর) হাটহাজারীর ফটিকা কামাল এলাকায় অভিযান চালিয়ে ওসমান গনি মানিককে প্রথমে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কড়িয়ার দিঘী এলাকায় অভিযান চালিয়ে মো. হারুন ও আনোয়ার পাশা বকুলকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের ফটিকছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

এসি/আপ্র/২৭/১১/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

ফটিকছড়িতে আপন দুই ভাইকে হত্যা, গ্রেফতার ৩ আসামি

আপডেট সময় : ১২:৪৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫

চট্টগ্রাম সংবাদদাতা: চট্টগ্রামের ফটিকছড়িতে দুই ভাই হত্যার আলোচিত মামলায় তিনজন পলাতক সন্দেহভাজনকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃতরা হলেন- ওসমান গনি মানিক (৫৮), মো. হারুন (৪০) ও আনোয়ার পাশা বকুল (৬২)।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গত বছরের ৩ সেপ্টেম্বর ফটিকছড়ির ফতেহপুর গ্রামে পারিবারিক বিরোধের জেরে রেজাউল করিমের স্ত্রী চিৎকার করে গ্রামবাসীকে ডাকেন। এতে মুহূর্তেই শতাধিক মানুষ সেখানে জড়ো হন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উত্তেজিত লোকজন রেজাউলের পরিবারের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান। এতে রেজাউলের দুই ভাই জাহাঙ্গীর ও আলমগীর ঘটনাস্থলেই মারা যান। এই হত্যাকাণ্ড এলাকায় তুমুল আলোচনার জন্ম দেয়।

ঘটনার পর ভুক্তভোগীদের ছোট ভাই মো. রাসেল ফটিকছড়ি থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় একজনকে নামীয় এবং ১০০-১৫০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়। হত্যাকাণ্ডের পর অভিযুক্তদের ধরতে র‌্যাব ছায়া তদন্ত ও গোয়েন্দা তৎপরতা চালায়।

চট্টগ্রাম র‍্যাবের সহকারী পরিচালক এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে বুধবার (২৬ নভেম্বর) হাটহাজারীর ফটিকা কামাল এলাকায় অভিযান চালিয়ে ওসমান গনি মানিককে প্রথমে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কড়িয়ার দিঘী এলাকায় অভিযান চালিয়ে মো. হারুন ও আনোয়ার পাশা বকুলকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের ফটিকছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

এসি/আপ্র/২৭/১১/২০২৫