ঢাকা ০৫:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫

কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুতে শাহরুখের আবেগঘন পোস্ট

  • আপডেট সময় : ০২:৩৬:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

বিনোদন ডেস্ক: কিছু দিন আগেই ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। তবে এবার আর হল না শেষরক্ষা, সোমবার সকালে প্রয়াত হন ধর্মেন্দ্র। দীর্ঘদিন ধরেই তিনি বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। সম্প্রতি শ্বাসকষ্ট নিয়ে ভর্তিও হন মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে। ভেন্টিলেশনে থাকার পর ছাড়া পেয়ে বাড়ি ফেরেন সপ্তাহ দু’য়েক আগে। ২৪ নভেম্বর মহীরুহ পতন হল। তার মৃত্যুতে শুধু বলিউড নয়, শোকের ছায়া নেমে এসেছে চলচ্চিত্র প্রেমীদের মধ্যে। তার মৃত্যুর পর থেকেই স্যোশাল মিডিয়া জুড়ে তারকাদের আবেগঘন পোস্টে ভরে ওঠে।

তবে বলিউড বাদশাহ শাহরুখ খানের কোনো পোস্ট শুরুতে দেখা যায়নি। বরং, তিনি ছুটে গিয়েছিলেন বর্ষীয়ান অভিনেতার শেষকৃত্যে অংশ নিতে। তবে এবার সমাজ মাধ্যমে এক গভীর আবেগঘন পোস্ট করলেন শাহরুখ।

ধর্মেন্দ্রর সঙ্গে নিজের একটি পুরোনো ছবি শেয়ার করে নায়ক ক্যাপশনে লেখেন, ‘শান্তিতে ঘুমান ধরমজি। আপনি আমার কাছে বাবার মতো ছিলেন। আপনি যেভাবে আমাকে আশীর্বাদ ও ভালোবাসা দিয়েছেন, তার জন্য ধন্যবাদ।’

তার কথায়, ‘শুধু তার পরিবারের জন্য নয়, বরং সারা বিশ্বের সিনেমা ও চলচ্চিত্র প্রেমীদের জন্য এটা এক অপূরণীয় ক্ষতি। আপনি অমর এবং আপনার আত্মা আপনার চলচ্চিত্র এবং আপনার সুন্দর পরিবারের মাধ্যমে চিরকাল বেঁচে থাকবে। আপনাকে সবসময় ভালোবাসব।’

তবে কেবল শাহরুখ নন, নির্মাতা-অভিনেতা ফারহান আখতারও এদিন অভিনেতার প্রয়াণে গভীর শোক প্রকাশ করে পোস্ট করেন। তিনি লেখেন, ‘সমগ্র চলচ্চিত্র জগতের জন্য এক বিরাট ক্ষতি। যারা সিনেমা তৈরি করেন এবং যারা দেখেন সকলের জন্য। ধরমজি চিরকাল অপূরণীয় থাকবেন। ছয় দশক ধরে বিনোদন দিয়ে যাওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।’

এসি/আপ্র/২৫/১১/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুতে শাহরুখের আবেগঘন পোস্ট

আপডেট সময় : ০২:৩৬:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫

বিনোদন ডেস্ক: কিছু দিন আগেই ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। তবে এবার আর হল না শেষরক্ষা, সোমবার সকালে প্রয়াত হন ধর্মেন্দ্র। দীর্ঘদিন ধরেই তিনি বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। সম্প্রতি শ্বাসকষ্ট নিয়ে ভর্তিও হন মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে। ভেন্টিলেশনে থাকার পর ছাড়া পেয়ে বাড়ি ফেরেন সপ্তাহ দু’য়েক আগে। ২৪ নভেম্বর মহীরুহ পতন হল। তার মৃত্যুতে শুধু বলিউড নয়, শোকের ছায়া নেমে এসেছে চলচ্চিত্র প্রেমীদের মধ্যে। তার মৃত্যুর পর থেকেই স্যোশাল মিডিয়া জুড়ে তারকাদের আবেগঘন পোস্টে ভরে ওঠে।

তবে বলিউড বাদশাহ শাহরুখ খানের কোনো পোস্ট শুরুতে দেখা যায়নি। বরং, তিনি ছুটে গিয়েছিলেন বর্ষীয়ান অভিনেতার শেষকৃত্যে অংশ নিতে। তবে এবার সমাজ মাধ্যমে এক গভীর আবেগঘন পোস্ট করলেন শাহরুখ।

ধর্মেন্দ্রর সঙ্গে নিজের একটি পুরোনো ছবি শেয়ার করে নায়ক ক্যাপশনে লেখেন, ‘শান্তিতে ঘুমান ধরমজি। আপনি আমার কাছে বাবার মতো ছিলেন। আপনি যেভাবে আমাকে আশীর্বাদ ও ভালোবাসা দিয়েছেন, তার জন্য ধন্যবাদ।’

তার কথায়, ‘শুধু তার পরিবারের জন্য নয়, বরং সারা বিশ্বের সিনেমা ও চলচ্চিত্র প্রেমীদের জন্য এটা এক অপূরণীয় ক্ষতি। আপনি অমর এবং আপনার আত্মা আপনার চলচ্চিত্র এবং আপনার সুন্দর পরিবারের মাধ্যমে চিরকাল বেঁচে থাকবে। আপনাকে সবসময় ভালোবাসব।’

তবে কেবল শাহরুখ নন, নির্মাতা-অভিনেতা ফারহান আখতারও এদিন অভিনেতার প্রয়াণে গভীর শোক প্রকাশ করে পোস্ট করেন। তিনি লেখেন, ‘সমগ্র চলচ্চিত্র জগতের জন্য এক বিরাট ক্ষতি। যারা সিনেমা তৈরি করেন এবং যারা দেখেন সকলের জন্য। ধরমজি চিরকাল অপূরণীয় থাকবেন। ছয় দশক ধরে বিনোদন দিয়ে যাওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।’

এসি/আপ্র/২৫/১১/২০২৫