আন্তর্জাতিক ডেস্ক: ৭০ বছর বয়সে কোরআন হিফজ সম্পন্ন করে অনুপ্রেরণার দৃষ্টান্ত স্থাপন করেছেন সৌদি আরবের বাহা অঞ্চলের প্রবীণ নারী হামদাহ আল-গামেদী।
ফলাহি সংস্থা তরতীল–এর তত্ত্বাবধানে পরিচালিত আঞ্চলিক হালকাতুত তাহফিজ আল-কুরআন কেন্দ্রের নজরদারিতে দুই দশকের প্রচেষ্টায় হিফজ সম্পন্ন করেন তিনি।
সৌদি সংবাদমাধ্যম আখবার ২৪-এর প্রতিবেদনে বলা হয়েছে,পারিবারিক দায়িত্ব, বয়সজনিত শারীরিক সমস্যা ও নানামুখী ব্যস্ততা সত্ত্বেও দীর্ঘদিনের আগ্রহ ও অধ্যবসায়ই তাকে লক্ষ্যপূরণে সফল করেছে। এ উপলক্ষে হিফজ কেন্দ্র তার সম্মানে বিশেষ অনুষ্ঠানও আয়োজন করে।
হাফেজার শিক্ষিকা বলেন,হামদাহ আল-গামেদী সত্যিকারের এক উদাহরণ। নিয়মিত উপস্থিতি, অদম্য ইচ্ছাশক্তি ও দৃঢ় সংকল্পের মাধ্যমে তিনি এই বয়সে এসে আল্লাহর কিতাব হিফজ করে দেখিয়েছেন।
তরতীল সংস্থার বোর্ড চেয়ারম্যান আলী আল সারুরসহ কর্মকর্তারা তার মনোবল ও নিষ্ঠার প্রশংসা করেন। সংগঠনটির পক্ষ থেকে প্রবীণ হাফেজার সম্মানে অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কোরআন জীবনের নূর। যে আন্তরিকভাবে কোরআন গ্রহণ করে, বয়স যতই হোক না কেন তার জন্য পথ সহজ হয়ে যায়।
সূত্র : আখবার ২৪
এসি/আপ্র/২৫/১১/২০২৫






















