ঢাকা ০৬:১৫ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫

ভুয়া পর্যবেক্ষক ধরতে ব্যবহার হবে কিউআর কোড: ইসি সানাউল্লাহ

  • আপডেট সময় : ০১:৪১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলছেন, স্বচ্ছ নির্বাচনে কেউ ব্যত্যয় ঘটাতে চাইলে ন্যূনতম ছাড় দেওয়া হবে না। ভুয়া পর্যবেক্ষক ধরতে ব্যবহার হবে কিউআর কোড।

মঙ্গলবার (২৫ নভেম্বর) নির্বাচন ভবনে পর্যবেক্ষকদের সঙ্গে আয়োজিত সংলাপে অংশ নিয়ে তিনি এমন হুঁশিয়ারি দেন।

সানাউল্লাহ বলেন, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে স্বচ্ছ নির্বাচন হবে ২০২৬ সালে। এর ব্যত্যয় যে করতে চাইবে তাকে ন্যূনতম ছাড় দেওয়া হবে না। আগামী সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক হবে। কোনো পক্ষপাতিত্ব করতে পারবে না পর্যবেক্ষক-ব্যক্তি ও প্রাতিষ্ঠানিকভাবে।

পর্যবেক্ষক সংস্থাগুলোর উদ্দেশ্যে তিনি বলেন, তফসিল ঘোষণার ১০ দিনের মধ্যে নির্বাচন কমিশনে পর্যবেক্ষকদের তালিকা সাবমিট করতে হবে। মানহীন পর্যবেক্ষক নির্বাচনে প্রয়োজন নেই। বিদেশি কাউকে দেশি সংস্থার হয়ে পর্যবেক্ষক করা যাবে না। তারা বিদেশি পর্যবেক্ষক হিসেবে তাদের আইন-বিধি অনুসারে আবেদন করে পর্যবেক্ষণ করবেন।

তিনি আরো বলেন, ফ্রিল্যান্স পর্যবেক্ষক কেউ হতে পারবে না। নির্বাচনের আগের দিন, নির্বাচনের দিন ও নির্বাচনের পরের দিন-এই তিন দিন পর্যবেক্ষকরা দায়িত্ব পালন করবেন। ভুয়া পর্যবেক্ষক ধরতে পরিচয়পত্রে কিউআর কোড ব্যবহার করা হবে।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে সংলাপে অন্য নির্বাচন কমিশনার, ইসি কর্মকর্তারা ও বিভিন্ন দেশি পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

এসি/আপ্র/২৫/১১/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

ভুয়া পর্যবেক্ষক ধরতে ব্যবহার হবে কিউআর কোড: ইসি সানাউল্লাহ

আপডেট সময় : ০১:৪১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলছেন, স্বচ্ছ নির্বাচনে কেউ ব্যত্যয় ঘটাতে চাইলে ন্যূনতম ছাড় দেওয়া হবে না। ভুয়া পর্যবেক্ষক ধরতে ব্যবহার হবে কিউআর কোড।

মঙ্গলবার (২৫ নভেম্বর) নির্বাচন ভবনে পর্যবেক্ষকদের সঙ্গে আয়োজিত সংলাপে অংশ নিয়ে তিনি এমন হুঁশিয়ারি দেন।

সানাউল্লাহ বলেন, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে স্বচ্ছ নির্বাচন হবে ২০২৬ সালে। এর ব্যত্যয় যে করতে চাইবে তাকে ন্যূনতম ছাড় দেওয়া হবে না। আগামী সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক হবে। কোনো পক্ষপাতিত্ব করতে পারবে না পর্যবেক্ষক-ব্যক্তি ও প্রাতিষ্ঠানিকভাবে।

পর্যবেক্ষক সংস্থাগুলোর উদ্দেশ্যে তিনি বলেন, তফসিল ঘোষণার ১০ দিনের মধ্যে নির্বাচন কমিশনে পর্যবেক্ষকদের তালিকা সাবমিট করতে হবে। মানহীন পর্যবেক্ষক নির্বাচনে প্রয়োজন নেই। বিদেশি কাউকে দেশি সংস্থার হয়ে পর্যবেক্ষক করা যাবে না। তারা বিদেশি পর্যবেক্ষক হিসেবে তাদের আইন-বিধি অনুসারে আবেদন করে পর্যবেক্ষণ করবেন।

তিনি আরো বলেন, ফ্রিল্যান্স পর্যবেক্ষক কেউ হতে পারবে না। নির্বাচনের আগের দিন, নির্বাচনের দিন ও নির্বাচনের পরের দিন-এই তিন দিন পর্যবেক্ষকরা দায়িত্ব পালন করবেন। ভুয়া পর্যবেক্ষক ধরতে পরিচয়পত্রে কিউআর কোড ব্যবহার করা হবে।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে সংলাপে অন্য নির্বাচন কমিশনার, ইসি কর্মকর্তারা ও বিভিন্ন দেশি পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

এসি/আপ্র/২৫/১১/২০২৫