স্পোর্টস ডেস্ক: লিওনেল মেসি ম্যাজিক চলছেই। এবার তার নৈপুণ্যে এমএলএস কনফারেন্স কাপের ফাইনালে উঠেছে ইন্টার মায়ামি। মেসির হাত ধরেই এই প্রতিযোগিতায় প্রথমবারের মতো ফাইনালে জায়গা করে নিলো দলটি।
সোমবার (২৪ নভেম্বর) ভোরে সেমিফাইনালে এফসি সিনসিনাটিকে ৪-০ গোল হারিয়েছে ইন্টার মায়ামি।
ম্যাচে একটি গোল ছাড়াও হ্যাটট্রিক অ্যাসিস্ট করেছেন মেসি। জোড়া গোল করেছেন আর্জেন্টাইন উইঙ্গার তাদিও আলেন্দে। ১৯ বছর বয়সী আরেক উইঙ্গার মাতেও সিলভেত্তির কাছ থেকে এসেছে একটি গোল ও অ্যাসিস্ট।
প্রতিপক্ষের মাঠে ১৯ মিনিটে ইন্টার মিয়ামি প্রতি আক্রমণ থেকে গোল পায়। বক্সে দারুণ এক ক্রস করেন সিলভেত্তি। আর মেসি মাথা ছুঁয়ে বল জড়িয়ে দেন। এমএলএস এই মৌসুমে ৩৯ বছর বয়সী মহাতারকার এটি ৩৫তম গোল। মায়ামির হয়ে সবশেষ আট ম্যাচে ১১ গোল করলেন ফর্মে থাকা মেসি।
৫৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে মায়ামি। বক্সের বাম দিক থেকে মেসির অ্যাসিস্টে সিলভেত্তি প্রথম ছোঁয়ায় দূরের পোস্টে বল পাঠান। ক্লাবের হয়ে এটি তার প্রথম গোল।
এরপর ৬২ মিনিটে আলেন্দে দলের তৃতীয় গোলটি করেন। ৭৪ মিনিটে আবারো স্কোরশিটে নাম লেখান আলেন্দে। মেসির অসধারণ এক থ্রু-পাস ধরে ডান দিকের পোস্টে জোরালো শটে লক্ষভেদ করেন ২৬ বছর বয়সী এই আর্জেন্টাইন উইঙ্গার।
স্বদেশী ফুটবলারের গোলে সহায়তা করে ফুটবল ইতিহাসে যৌথভাবে সর্বোচ্চ অ্যাসিস্টের মালিক হলেন এখন মেসি।
এসি/আপ্র/২৪/১১/২০২৫





















