ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

‘ভূমিকম্প অনিশ্চিত, বিদ্যালয় বন্ধের সুযোগ নেই’

  • আপডেট সময় : ০৮:০২:২৭ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
  • ৩৪ বার পড়া হয়েছে

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:  প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ভূমিকম্পের মতো অনিশ্চিত পরিস্থিতিতে বিদ্যালয় বন্ধ করা যাবে না। কারণ ভূমিকম্প যে কোনো সময় হতে পারে তাই আতঙ্ক নয়, বরং সতর্কতা ও প্রস্তুতিই এখন সবচেয়ে জরুরি। এ বিষয়ে বিদ্যালয়গুলোকে প্রয়োজনীয় নির্দেশনা আগেই পাঠানো হয়েছে।

রোববার (২৩ নভেম্বর) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার কাতুলি ইউনিয়নের বাগবাড়ি চৌবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত প্লেগ্রাউন্ড উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, বর্তমানে দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রায় ৩২ হাজার প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে, যা বিদ্যালয় পরিচালনায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। মামলা সংক্রান্ত জটিলতার কারণে দীর্ঘদিন পদোন্নতির কাজ আটকে আছে। বিষয়টি এখন সুপ্রিম কোর্টে বিচারাধীন। তিনি বলেন, মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। মামলা নিষ্পত্তি হলেই ৩২ হাজার সহকারী শিক্ষককে প্রধান শিক্ষক হিসেবে পদোন্নতি দেওয়া হবে। এরপর যে পদগুলো শূন্য হবে, সেখানে নতুন নিয়োগ দেওয়া হবে।

ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার আরও বলেন, শিক্ষক সংকট দূর করতে ইতোমধ্যে বড় পরিসরে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে দেশের প্রাথমিক শিক্ষাব্যবস্থা আরও গতিশীল হবে বলে তিনি আশা করেন। পাশাপাশি তিনি টাঙ্গাইলের জেলা প্রশাসকের উদ্যোগে জেলার সব প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জারুল, সোনালু ও কৃষ্ণচূড়া গাছ রোপণের কার্যক্রমের প্রশংসা করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শরীফা হক, টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়া এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। এর আগে সকালে তিনি জেলা শিল্পকলা একাডেমিতে প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে অংশীজনদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন।

ওআ/আপ্র/২৩/১১/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

গাজীপুরের কনসার্ট থেকে পালানোর খবরে মুখ খুললেন ঐশী

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

‘ভূমিকম্প অনিশ্চিত, বিদ্যালয় বন্ধের সুযোগ নেই’

আপডেট সময় : ০৮:০২:২৭ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক:  প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ভূমিকম্পের মতো অনিশ্চিত পরিস্থিতিতে বিদ্যালয় বন্ধ করা যাবে না। কারণ ভূমিকম্প যে কোনো সময় হতে পারে তাই আতঙ্ক নয়, বরং সতর্কতা ও প্রস্তুতিই এখন সবচেয়ে জরুরি। এ বিষয়ে বিদ্যালয়গুলোকে প্রয়োজনীয় নির্দেশনা আগেই পাঠানো হয়েছে।

রোববার (২৩ নভেম্বর) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার কাতুলি ইউনিয়নের বাগবাড়ি চৌবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত প্লেগ্রাউন্ড উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, বর্তমানে দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রায় ৩২ হাজার প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে, যা বিদ্যালয় পরিচালনায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। মামলা সংক্রান্ত জটিলতার কারণে দীর্ঘদিন পদোন্নতির কাজ আটকে আছে। বিষয়টি এখন সুপ্রিম কোর্টে বিচারাধীন। তিনি বলেন, মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। মামলা নিষ্পত্তি হলেই ৩২ হাজার সহকারী শিক্ষককে প্রধান শিক্ষক হিসেবে পদোন্নতি দেওয়া হবে। এরপর যে পদগুলো শূন্য হবে, সেখানে নতুন নিয়োগ দেওয়া হবে।

ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার আরও বলেন, শিক্ষক সংকট দূর করতে ইতোমধ্যে বড় পরিসরে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে দেশের প্রাথমিক শিক্ষাব্যবস্থা আরও গতিশীল হবে বলে তিনি আশা করেন। পাশাপাশি তিনি টাঙ্গাইলের জেলা প্রশাসকের উদ্যোগে জেলার সব প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জারুল, সোনালু ও কৃষ্ণচূড়া গাছ রোপণের কার্যক্রমের প্রশংসা করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শরীফা হক, টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়া এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। এর আগে সকালে তিনি জেলা শিল্পকলা একাডেমিতে প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে অংশীজনদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন।

ওআ/আপ্র/২৩/১১/২০২৫