ঢাকা ০৬:২৪ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫

ভূমিকম্প ঝুঁকি বিবেচনায় ৪৮ ঘণ্টার জন্য গ্যাস কূপ খনন কার্যক্রম স্থগিত

  • আপডেট সময় : ০৪:১৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
  • ২২ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: ভূমিকম্প ঝুঁকির কথা চিন্তা করে দেশের তেল ও গ্যাস কূপগুলোতে খনন কাজ (ড্রিলিং কাজ) ৪৮ ঘণ্টার জন্য সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশনা জারী করা হয়েছে। তবে এ সময়ে গ্যাস সরবরাহ স্বাভাবিক থাকবে।

আজ রোববার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এই নির্দেশনা দেন। বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন( পেট্রোবাংলা) কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।

দেশে ভূমিকম্পজনিত সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়ানোর লক্ষ্যে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরোশনের (পেট্রোবাংলা) আওতাধীন কোম্পানিগুলোর কূপ খনন ও সিসমিক জরিপ সংক্রান্ত যন্ত্রপাতি, সংশ্লিষ্ট কর্মীদের নিরাপত্তা এবং সর্বসাধারণ তথা জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আগামী ৪৮ ঘণ্টা সব ধরনের কূপ খনন ও সিসমিক জরিপ কার্যক্রম স্থগিত করা হয়েছে।

রোববার (২৩ নভেম্বর) এক বার্তায় এই তথ্য জানিয়েছে পেট্রোবাংলা।

বার্তায় বলা হয়, আগামী ২৫ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত সব ধরনের কূপ খনন ও সিসমিক জরিপ কার্যক্রম স্থগিত করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক থাকলে আগামী ২৫ নভেম্বর সকাল ৮টার পর পুনরায় কূপ খনন ও জরিপ কার্যক্রম শুরু করা হবে।

বর্তমানে শ্রীকাইল-৫, হবিগঞ্জ-৫, কৈলাশটিলা-১, বিয়ানীবাজার-২, সিলেট-১১, সিলেট-১০ এক্স ও রশিদপুর-১১ নম্বর কূপে অনুসন্ধান ও ওয়ার্কওভার কার্যক্রম চলমান। এছাড়াও, নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জরিপ কার্যক্রম চলমান রয়েছে।

এসি/আপ্র/২৩/১১/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

ভূমিকম্প ঝুঁকি বিবেচনায় ৪৮ ঘণ্টার জন্য গ্যাস কূপ খনন কার্যক্রম স্থগিত

আপডেট সময় : ০৪:১৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক: ভূমিকম্প ঝুঁকির কথা চিন্তা করে দেশের তেল ও গ্যাস কূপগুলোতে খনন কাজ (ড্রিলিং কাজ) ৪৮ ঘণ্টার জন্য সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশনা জারী করা হয়েছে। তবে এ সময়ে গ্যাস সরবরাহ স্বাভাবিক থাকবে।

আজ রোববার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এই নির্দেশনা দেন। বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন( পেট্রোবাংলা) কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।

দেশে ভূমিকম্পজনিত সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়ানোর লক্ষ্যে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরোশনের (পেট্রোবাংলা) আওতাধীন কোম্পানিগুলোর কূপ খনন ও সিসমিক জরিপ সংক্রান্ত যন্ত্রপাতি, সংশ্লিষ্ট কর্মীদের নিরাপত্তা এবং সর্বসাধারণ তথা জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আগামী ৪৮ ঘণ্টা সব ধরনের কূপ খনন ও সিসমিক জরিপ কার্যক্রম স্থগিত করা হয়েছে।

রোববার (২৩ নভেম্বর) এক বার্তায় এই তথ্য জানিয়েছে পেট্রোবাংলা।

বার্তায় বলা হয়, আগামী ২৫ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত সব ধরনের কূপ খনন ও সিসমিক জরিপ কার্যক্রম স্থগিত করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক থাকলে আগামী ২৫ নভেম্বর সকাল ৮টার পর পুনরায় কূপ খনন ও জরিপ কার্যক্রম শুরু করা হবে।

বর্তমানে শ্রীকাইল-৫, হবিগঞ্জ-৫, কৈলাশটিলা-১, বিয়ানীবাজার-২, সিলেট-১১, সিলেট-১০ এক্স ও রশিদপুর-১১ নম্বর কূপে অনুসন্ধান ও ওয়ার্কওভার কার্যক্রম চলমান। এছাড়াও, নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জরিপ কার্যক্রম চলমান রয়েছে।

এসি/আপ্র/২৩/১১/২০২৫