ঢাকা ০৪:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫

শ্যামনগরে চিকিৎসকের ওপর হামলার ২৫ দিন পার হলেও অধরা হামলাকারীরা

  • আপডেট সময় : ০৪:৫৮:২৮ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে

ফাইল ছবি

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসকের ওপর হামলার ঘটনায় ২৫ দিন পার হলেও কোনো হামলাকারীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

ভুক্তভোগীসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা জানান, সড়ক দুর্ঘটনায় যুবদলের এক কর্মীর শিশুপুত্র নিহত হওয়ার জেরে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাণ্ডব চালায় একদল লোক। গত ২৮ অক্টোবর রাত ৮টার দিকে শহীদ মুক্তিযোদ্ধা সড়কে অবস্থিত হাসপাতালের জরুরি বিভাগে এ ঘটনা ঘটে। এতে জরুরি বিভাগে কর্তব্যরত অবস্থায় হাসপাতালের সহকারী সার্জন ডা. মোঃ মিলন হোসেনসহ চারজন হামলার শিকার হন। হামলার ২৫ দিন পার হলেও অভিযুক্তরা এখনো ধরাছোঁয়ার বাইরে।

খোঁজ নিয়ে জানা যায়, হামলার পরেরদিন ২৯ অক্টোবর দুপুরে ভুক্তভোগী চিকিৎসক হাসপাতালের সহকারী সার্জন ডা. মোঃ মিলন হোসেন শ্যামনগর থানায় একটি মামলা দায়ের করেন। এতে আব্দুল্লাহ আল মামুন সরদার (৩৫), মোঃ শহিদুল ইসলাম টিটু (৩৮), আবুল হোসেন (২৩), মোঃ বায়েজিদ গাজী (২২), সাগর (২৩) ও নাহিদ (২২)সহ ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়।

ভুক্তভোগী শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. মোঃ মিলন হোসেন জানান, মামলার পর থেকে অভিযুক্তরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। পুলিশ কার্যকরী পদক্ষেপ না নেওয়ায় এখন পর্যন্ত কোনো হামলাকারী গ্রেফতার হয়নি। এতে আশঙ্কায় রয়েছেন হামলার শিকার চিকিৎসকরা। তিনি বলেন, পুলিশের কাছে একটাই দাবি, দ্রুত অপরাধীদের গ্রেফতার করা হোক।

এ ব্যাপারে জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা শ্যামনগর থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ আনজির হোসেন শুক্রবার জানান, আমরা যথেষ্ট চেষ্টা করছি। আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আমি গত চারদিন নির্বাচনের ট্রেনিং এ ছিলাম। আগামীকাল (শনিবার) থানায় ফিরবো। তিনি আরো জানান, আসামির গা ঢাকা দেওয়ায় তাদের ধরতে একটু সময় লাগছে। এ ব্যাপারে পুলিশের কোনো গাফিলতি নেই। আশা করছি দ্রুত তাদের গ্রেফতার করা হবে।

সানা/আপ্র/২২/১১/২০২৫

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

ভূমিকম্পে শিক্ষার্থীরা আতঙ্কিত, রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা স্থগিত

শ্যামনগরে চিকিৎসকের ওপর হামলার ২৫ দিন পার হলেও অধরা হামলাকারীরা

আপডেট সময় : ০৪:৫৮:২৮ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসকের ওপর হামলার ঘটনায় ২৫ দিন পার হলেও কোনো হামলাকারীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

ভুক্তভোগীসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা জানান, সড়ক দুর্ঘটনায় যুবদলের এক কর্মীর শিশুপুত্র নিহত হওয়ার জেরে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাণ্ডব চালায় একদল লোক। গত ২৮ অক্টোবর রাত ৮টার দিকে শহীদ মুক্তিযোদ্ধা সড়কে অবস্থিত হাসপাতালের জরুরি বিভাগে এ ঘটনা ঘটে। এতে জরুরি বিভাগে কর্তব্যরত অবস্থায় হাসপাতালের সহকারী সার্জন ডা. মোঃ মিলন হোসেনসহ চারজন হামলার শিকার হন। হামলার ২৫ দিন পার হলেও অভিযুক্তরা এখনো ধরাছোঁয়ার বাইরে।

খোঁজ নিয়ে জানা যায়, হামলার পরেরদিন ২৯ অক্টোবর দুপুরে ভুক্তভোগী চিকিৎসক হাসপাতালের সহকারী সার্জন ডা. মোঃ মিলন হোসেন শ্যামনগর থানায় একটি মামলা দায়ের করেন। এতে আব্দুল্লাহ আল মামুন সরদার (৩৫), মোঃ শহিদুল ইসলাম টিটু (৩৮), আবুল হোসেন (২৩), মোঃ বায়েজিদ গাজী (২২), সাগর (২৩) ও নাহিদ (২২)সহ ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়।

ভুক্তভোগী শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. মোঃ মিলন হোসেন জানান, মামলার পর থেকে অভিযুক্তরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। পুলিশ কার্যকরী পদক্ষেপ না নেওয়ায় এখন পর্যন্ত কোনো হামলাকারী গ্রেফতার হয়নি। এতে আশঙ্কায় রয়েছেন হামলার শিকার চিকিৎসকরা। তিনি বলেন, পুলিশের কাছে একটাই দাবি, দ্রুত অপরাধীদের গ্রেফতার করা হোক।

এ ব্যাপারে জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা শ্যামনগর থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ আনজির হোসেন শুক্রবার জানান, আমরা যথেষ্ট চেষ্টা করছি। আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আমি গত চারদিন নির্বাচনের ট্রেনিং এ ছিলাম। আগামীকাল (শনিবার) থানায় ফিরবো। তিনি আরো জানান, আসামির গা ঢাকা দেওয়ায় তাদের ধরতে একটু সময় লাগছে। এ ব্যাপারে পুলিশের কোনো গাফিলতি নেই। আশা করছি দ্রুত তাদের গ্রেফতার করা হবে।

সানা/আপ্র/২২/১১/২০২৫