ঢাকা ০২:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫

অজু করার সময় অজু ভেঙে গেলে করণীয়

  • আপডেট সময় : ০৪:২৫:১৪ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
  • ৪ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক: নামাজ পড়ার আগে যে বিষয়গুলো পালন করা আবশ্যক তার মধ্যে অজু একটি। কিছু কারণে অজু ভেঙে যায়। কোনো কারণে নামাজে অজু ভেঙে গেলে সেসময়ের করণীয় সম্পর্কে ফিকাহবিদগণ তাদের কিতাব সমূহে আলোচনা করেছেন।

অজু করার সময় অজু ভেঙে গেলে আবার নতুন করে অজু করতে হবে নাকি ওই অজু শেষ করলেই হবে এমন প্রশ্নের উত্তর- অজু করার সময় যদি এমন কিছু ঘটে যা অজু ভেঙে দেয়—যেমন বায়ু বের হওয়া, রক্ত বের হয়ে গড়িয়ে পড়া ইত্যাদি, তাহলে পুনরায় শুরু থেকে অজু করতে হবে। অজুর যে কাজগুলো অজু ভেঙে যাওয়ার কারণ ঘটার আগে করা হয়েছে, তা আবার করতে হবে, ওই অবস্থায় শুধু অজু শেষ করলে অজু হবে না।

যে কারণে অজু ভেঙে যায়
১. পেশাব ও পায়খানার রাস্তা দিয়ে পেশাব, পায়খানা, বাতাস, ক্রিমি ইত্যাদিসহ যে কোনো কিছু বের হলে অজু ভেঙে যায়।

২. শরীরে যে কোনো জায়গা থেকে রক্ত বা পুঁজ বের হয়ে গড়িয়ে পড়লে অজু ভেঙে যায়।

৩. খাবার, পানি, রক্ত বা পিতের পানি মুখ ভরে বমি হলে অজু ভেঙে যাবে। অল্প অল্প করে কয়েক বার যদি বমি হয় এবং সবগুলোর মিলিত পরিমাণ যদি মুখ ভরে কৃত বমির সমান হয়, তাহলেও অজু ভেঙে যায়।

৪. দাঁত বা মাড়ি থেকে অল্প রক্ত বের হলে অজু ভাঙবে না। কিন্তু যদি বেশি রক্ত বের হয়, থুথু ফেললে যদি দেখা যায় থুথুর চেয়ে রক্তের পরিমাণ বেশি, তাহলে অজু ভেঙে যায়।

৫. যৌনাঙ্গ থেকে মযী (অর্থাৎ যৌন উত্তেজনার সময় বীর্য বের হওয়ার আগে সাধারণত যা নির্গত হয়) বের হলে অজু ভেঙে যায়।

৬. নারীদের যৌনাঙ্গ থেকে ইস্তেহাযার রক্ত বের হলে অজু ভেঙে যায়। (হায়েয নেফাস ছাড়া কোনো অসুস্থতার কারণে নারীদের যৌনাঙ্গ থেকে রক্ত বের হলে তাকে ইস্তেহাযা বলা হয়।)

৭. নারীরা নিজেদের যৌনাঙ্গে আঙুল প্রবেশ করালে অজু ভেঙে যায়।

৮. নারীদের স্তন থেকে দুধ ছাড়া অন্য কিছু যেমন রক্ত, পূজ বা শরীরের রস বের হলে অজু ভেঙে যায়।

এসি/আপ্র/২২/১১/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

দল-মার্কা দেখে ভোট দেয়ার সেই অবস্থা এখন নেই: সারজিস আলম

অজু করার সময় অজু ভেঙে গেলে করণীয়

আপডেট সময় : ০৪:২৫:১৪ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫

প্রত্যাশা ডেস্ক: নামাজ পড়ার আগে যে বিষয়গুলো পালন করা আবশ্যক তার মধ্যে অজু একটি। কিছু কারণে অজু ভেঙে যায়। কোনো কারণে নামাজে অজু ভেঙে গেলে সেসময়ের করণীয় সম্পর্কে ফিকাহবিদগণ তাদের কিতাব সমূহে আলোচনা করেছেন।

অজু করার সময় অজু ভেঙে গেলে আবার নতুন করে অজু করতে হবে নাকি ওই অজু শেষ করলেই হবে এমন প্রশ্নের উত্তর- অজু করার সময় যদি এমন কিছু ঘটে যা অজু ভেঙে দেয়—যেমন বায়ু বের হওয়া, রক্ত বের হয়ে গড়িয়ে পড়া ইত্যাদি, তাহলে পুনরায় শুরু থেকে অজু করতে হবে। অজুর যে কাজগুলো অজু ভেঙে যাওয়ার কারণ ঘটার আগে করা হয়েছে, তা আবার করতে হবে, ওই অবস্থায় শুধু অজু শেষ করলে অজু হবে না।

যে কারণে অজু ভেঙে যায়
১. পেশাব ও পায়খানার রাস্তা দিয়ে পেশাব, পায়খানা, বাতাস, ক্রিমি ইত্যাদিসহ যে কোনো কিছু বের হলে অজু ভেঙে যায়।

২. শরীরে যে কোনো জায়গা থেকে রক্ত বা পুঁজ বের হয়ে গড়িয়ে পড়লে অজু ভেঙে যায়।

৩. খাবার, পানি, রক্ত বা পিতের পানি মুখ ভরে বমি হলে অজু ভেঙে যাবে। অল্প অল্প করে কয়েক বার যদি বমি হয় এবং সবগুলোর মিলিত পরিমাণ যদি মুখ ভরে কৃত বমির সমান হয়, তাহলেও অজু ভেঙে যায়।

৪. দাঁত বা মাড়ি থেকে অল্প রক্ত বের হলে অজু ভাঙবে না। কিন্তু যদি বেশি রক্ত বের হয়, থুথু ফেললে যদি দেখা যায় থুথুর চেয়ে রক্তের পরিমাণ বেশি, তাহলে অজু ভেঙে যায়।

৫. যৌনাঙ্গ থেকে মযী (অর্থাৎ যৌন উত্তেজনার সময় বীর্য বের হওয়ার আগে সাধারণত যা নির্গত হয়) বের হলে অজু ভেঙে যায়।

৬. নারীদের যৌনাঙ্গ থেকে ইস্তেহাযার রক্ত বের হলে অজু ভেঙে যায়। (হায়েয নেফাস ছাড়া কোনো অসুস্থতার কারণে নারীদের যৌনাঙ্গ থেকে রক্ত বের হলে তাকে ইস্তেহাযা বলা হয়।)

৭. নারীরা নিজেদের যৌনাঙ্গে আঙুল প্রবেশ করালে অজু ভেঙে যায়।

৮. নারীদের স্তন থেকে দুধ ছাড়া অন্য কিছু যেমন রক্ত, পূজ বা শরীরের রস বের হলে অজু ভেঙে যায়।

এসি/আপ্র/২২/১১/২০২৫