ঢাকা ১২:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫

ভূমিকম্পে ঢাকাসহ ৪ জেলায় যত ক্ষয়ক্ষতি

  • আপডেট সময় : ১১:৪২:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
  • ২৯ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

প্রত্যাশা ডেস্ক: ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় শুক্রবার সকালের ভূমিকম্পে শেষ খবর পাওয়া পর্যন্ত ১০ জন নিহত হয়েছে। এছাড়া তাপ বিদ্যুৎকেন্দ্র, ও ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট জেলা প্রশাসক অফিস।

ঢাকা জেলা প্রশাসকের অফিস থেকে পাঠানো তথ্য অনুযায়ী, ভূমিকম্পে ঢাকার আরমানীটোলা, মাতুয়াইল, কলাবাগান, খিলগাঁও ও নিউমার্কেট এলাকার কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ঢাকা কলেজের ইলিয়াস হল ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভূমিকম্পে ঢাকায় তিনজন নিহত এবং ৫৯ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয় থেকে জানানো হয়েছে, ভূমিকম্পে আতঙ্কিত হয়ে হুড়োহুড়ি করে উঁচু ভবন থেকে নামতে গিয়ে জেলার বিভিন্ন স্থানে শতাধিক লোক আহত হয়েছেন। সন্ধ্যা সোয়া ৬টা পর্যন্ত ৪ জন নিহত হয়েছেন।

এছাড়া ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের সাবস্টেশনে অগ্নিকাণ্ড ঘটলে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়। পরে সাবস্টেশন বন্ধ করে দেওয়া হয়। এছাড়াও সাবস্টেশনের বিপুল পরিমাণ পিটি (প্রডাকশন ট্রান্সফর্মার) ভূ-কম্পনের ফলে ভেঙে পড়ে। পরে আবার তা স্বাভাবিক হয়।

ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার কারখানার ইউরিয়া প্রডাকশন ভূমিকম্পন জনিত কারণে সাময়িক সময়ের জন্য বন্ধ হয়ে যায়। ভূ-কম্পনের সময় ইঞ্জিন মেশিনারিজ ভাইব্রেশনের মাধ্যমে বন্ধ হয়ে যায় এবং মেশিনারিজ চেকিং অপারেশনে আছে।

এছাড়া জেলা প্রশাসকের কার্যালয় ও সার্কিট হাউজসহ শতাধিক ভবনে ফাটল দেখা দিয়েছে।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় থেকে জানানো হয়, ভূমিকম্পে দেওয়াল ধসে একজন শিশু ঘটনাস্থলে মারা গেছে। শিশুর মায়ের অবস্থাও গুরুতর। এছাড়া একজন পথচারী গুরুতর আহত হয়েছে। নিহত শিশুর মা ঢাকায় চিকিৎসাধীন রয়েছে। শিশুটির পরিবারকে প্রাথমিকভাবে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে।

এছাড়া আহত হয়ে ২৪ জন বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। কারো আঘাতই অতি গুরুতর নয়। ভূমিকম্পের কারণে অবকাঠামোগত ক্ষয়ক্ষতির তথ্যাদি সংগ্রহ করা হচ্ছে।

এদিকে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে জানানো হয়েছে, ভূমিকম্পে সেখানে অবকাঠামোত ক্ষয়ক্ষতির তথ্য নেই। তবে জেলার বিভিন্ন স্থানে শিল্প কারখানায় তাড়াহুড়ো করে নামতে গিয়ে শতাধিক শ্রমিক আহত হন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। অধিকাংশই প্রথামিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন। কিছু শ্রমিক এখনো বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এসি/আপ্র/২২/১১/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

ভূমিকম্পে শিক্ষার্থীরা আতঙ্কিত, রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা স্থগিত

ভূমিকম্পে ঢাকাসহ ৪ জেলায় যত ক্ষয়ক্ষতি

আপডেট সময় : ১১:৪২:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫

প্রত্যাশা ডেস্ক: ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় শুক্রবার সকালের ভূমিকম্পে শেষ খবর পাওয়া পর্যন্ত ১০ জন নিহত হয়েছে। এছাড়া তাপ বিদ্যুৎকেন্দ্র, ও ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট জেলা প্রশাসক অফিস।

ঢাকা জেলা প্রশাসকের অফিস থেকে পাঠানো তথ্য অনুযায়ী, ভূমিকম্পে ঢাকার আরমানীটোলা, মাতুয়াইল, কলাবাগান, খিলগাঁও ও নিউমার্কেট এলাকার কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ঢাকা কলেজের ইলিয়াস হল ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভূমিকম্পে ঢাকায় তিনজন নিহত এবং ৫৯ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয় থেকে জানানো হয়েছে, ভূমিকম্পে আতঙ্কিত হয়ে হুড়োহুড়ি করে উঁচু ভবন থেকে নামতে গিয়ে জেলার বিভিন্ন স্থানে শতাধিক লোক আহত হয়েছেন। সন্ধ্যা সোয়া ৬টা পর্যন্ত ৪ জন নিহত হয়েছেন।

এছাড়া ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের সাবস্টেশনে অগ্নিকাণ্ড ঘটলে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়। পরে সাবস্টেশন বন্ধ করে দেওয়া হয়। এছাড়াও সাবস্টেশনের বিপুল পরিমাণ পিটি (প্রডাকশন ট্রান্সফর্মার) ভূ-কম্পনের ফলে ভেঙে পড়ে। পরে আবার তা স্বাভাবিক হয়।

ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার কারখানার ইউরিয়া প্রডাকশন ভূমিকম্পন জনিত কারণে সাময়িক সময়ের জন্য বন্ধ হয়ে যায়। ভূ-কম্পনের সময় ইঞ্জিন মেশিনারিজ ভাইব্রেশনের মাধ্যমে বন্ধ হয়ে যায় এবং মেশিনারিজ চেকিং অপারেশনে আছে।

এছাড়া জেলা প্রশাসকের কার্যালয় ও সার্কিট হাউজসহ শতাধিক ভবনে ফাটল দেখা দিয়েছে।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় থেকে জানানো হয়, ভূমিকম্পে দেওয়াল ধসে একজন শিশু ঘটনাস্থলে মারা গেছে। শিশুর মায়ের অবস্থাও গুরুতর। এছাড়া একজন পথচারী গুরুতর আহত হয়েছে। নিহত শিশুর মা ঢাকায় চিকিৎসাধীন রয়েছে। শিশুটির পরিবারকে প্রাথমিকভাবে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে।

এছাড়া আহত হয়ে ২৪ জন বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। কারো আঘাতই অতি গুরুতর নয়। ভূমিকম্পের কারণে অবকাঠামোগত ক্ষয়ক্ষতির তথ্যাদি সংগ্রহ করা হচ্ছে।

এদিকে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে জানানো হয়েছে, ভূমিকম্পে সেখানে অবকাঠামোত ক্ষয়ক্ষতির তথ্য নেই। তবে জেলার বিভিন্ন স্থানে শিল্প কারখানায় তাড়াহুড়ো করে নামতে গিয়ে শতাধিক শ্রমিক আহত হন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। অধিকাংশই প্রথামিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন। কিছু শ্রমিক এখনো বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এসি/আপ্র/২২/১১/২০২৫