ঢাকা ১২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫

শাড়ি কিনে না দেয়ায় স্ত্রীর পিঁড়ির আঘাতে স্বামী নিহত

  • আপডেট সময় : ০৬:৫২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
  • ৩৭ বার পড়া হয়েছে

আটক রেহেনা বেগম-সংগৃহীত ছবি

দিনাজপুর সংবাদদাতা: দিনাজপুরের বিরামপুরে নবান্নের নতুন শাড়ি কেনা নিয়ে বাগবিতণ্ডার জেরে স্ত্রীর পিঁড়ির আঘাতে স্বামী হাফিজুল ইসলাম (৬৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্ত্রী রেহেনা বেগমকে আটক করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার কুচিয়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হাফিজুল ইসলাম ওই এলাকার মৃত. আব্দুস সামাদের ছেলে।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিবার সূত্র জানায়, নিহত হাফিজুল ইসলাম পেশায় একজন মিষ্টি বিক্রেতা। নবান্ন উৎসবের জন্য স্ত্রী রেহেনা বেগম তার স্বামীর কাছে শাড়ি কিনতে চেয়েছিলেন। শাড়ি কিনে না দেওয়ায় মঙ্গলবার সকালে উভয়ের মধ্যে বাগবিতণ্ডা হয়।

এ সময় স্ত্রী রেহেনা তার বসার কাঠের পিঁড়ি দিয়ে স্বামী হাফিজুলের মাথায় আঘাত করলে হাফিজুল লুটিয়ে পড়েন। পরে পরিবারের অন্য সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক হাফিজুলকে মৃত ঘোষণা করেন।

বিরামপুর থানার ওসি মমতাজুল হক বলেন, নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং অভিযুক্ত নারী রেহেনাকে আটক করা হয়েছে।

ওআ/আপ্র/১৮/১১/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

শিক্ষকের অপমানের জেরে অঙ্গ দানের চিরকুট লিখে শিক্ষার্থীর আত্মহত্যা

শাড়ি কিনে না দেয়ায় স্ত্রীর পিঁড়ির আঘাতে স্বামী নিহত

আপডেট সময় : ০৬:৫২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

দিনাজপুর সংবাদদাতা: দিনাজপুরের বিরামপুরে নবান্নের নতুন শাড়ি কেনা নিয়ে বাগবিতণ্ডার জেরে স্ত্রীর পিঁড়ির আঘাতে স্বামী হাফিজুল ইসলাম (৬৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্ত্রী রেহেনা বেগমকে আটক করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার কুচিয়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হাফিজুল ইসলাম ওই এলাকার মৃত. আব্দুস সামাদের ছেলে।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিবার সূত্র জানায়, নিহত হাফিজুল ইসলাম পেশায় একজন মিষ্টি বিক্রেতা। নবান্ন উৎসবের জন্য স্ত্রী রেহেনা বেগম তার স্বামীর কাছে শাড়ি কিনতে চেয়েছিলেন। শাড়ি কিনে না দেওয়ায় মঙ্গলবার সকালে উভয়ের মধ্যে বাগবিতণ্ডা হয়।

এ সময় স্ত্রী রেহেনা তার বসার কাঠের পিঁড়ি দিয়ে স্বামী হাফিজুলের মাথায় আঘাত করলে হাফিজুল লুটিয়ে পড়েন। পরে পরিবারের অন্য সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক হাফিজুলকে মৃত ঘোষণা করেন।

বিরামপুর থানার ওসি মমতাজুল হক বলেন, নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং অভিযুক্ত নারী রেহেনাকে আটক করা হয়েছে।

ওআ/আপ্র/১৮/১১/২০২৫