ঢাকা ০৩:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

আইসিসির কঠোর শাস্তি পেলেন বাবর আজম

  • আপডেট সময় : ০৪:২৯:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
  • ২৫ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

ক্রীড়া ডেস্ক: শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে আচরণবিধি ভেঙে পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজমকে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করেছে আইসিসি। ম্যাচ চলাকালে স্টাম্পে ব্যাট দিয়ে আঘাত করায় তাঁর বিরুদ্ধে লেভেল–১ কোড অব কন্ডাক্ট লঙ্ঘনের অভিযোগ গঠন করা হয়।

আইসিসির আচরণবিধির ২.২ ধারায় বলা আছে— কোনো খেলোয়াড় যদি আন্তর্জাতিক ম্যাচের সময় ক্রিকেট উপকরণ বা মাঠের যেকোনো স্থাপনায় অযথা আঘাত বা ক্ষতি করার আচরণ করেন, তা শাস্তিযোগ্য অপরাধ। বাবর সেই ধারাই ভঙ্গ করেছেন বলে ম্যাচ শেষে ম্যাচ রেফারির রিপোর্টে উল্লেখ করা হয়। এ কারণে তাঁর ডিসিপ্লিন রেকর্ডে একটি ডিমেরিট পয়েন্টও যোগ করা হয়েছে। গত ২৪ মাসে এটি তাঁর প্রথম অপরাধ।

ঘটনাটি ঘটে পাকিস্তানের ইনিংসের ২১তম ওভারে। তখন আউট হয়ে মাঠ ছাড়ার আগে ক্ষোভে স্টাম্পে ব্যাট ছুঁড়ে মারেন বাবর। মাঠের আম্পায়ার অ্যালেক্স ওয়ার্ফ ও রশিদ রিয়াজ, তৃতীয় আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শাহিদ সৈকত এবং চতুর্থ আম্পায়ার ফয়সাল আফ্রিদি ঘটনার পর তাঁর বিরুদ্ধে অভিযোগ তোলেন। এমিরেটস আইসিসি ইন্টারন্যাশনাল প্যানেলের ম্যাচ রেফারি আলী নকভি শাস্তির প্রস্তাব দেন।

বাবর আজম অভিযোগ মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। আইসিসির নিয়ম অনুযায়ী, লেভেল–১ অপরাধে সর্বনিম্ন সতর্কবার্তা থেকে শুরু করে সর্বোচ্চ ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা এবং এক বা দুই ডিমেরিট পয়েন্ট যোগ হতে পারে।

তবে শাস্তির মধ্যেও মাঠের পারফরম্যান্সে ছিলেন উজ্জ্বল। তিন ম্যাচ সিরিজে ১৬৫ রান করে ছিলেন সর্বোচ্চ রানসংগ্রহকারী, পেয়েছেন ব্যক্তিগতভাবে তাঁর রেকর্ড ২০তম ওয়ানডে সেঞ্চুরি। যার সৌজন্যে শ্রীলঙ্কাকে ধবলধোলাই করেছে পাকিস্তান।

ওআ/আপ্র/১৮/১১/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

আইসিসির কঠোর শাস্তি পেলেন বাবর আজম

আপডেট সময় : ০৪:২৯:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

ক্রীড়া ডেস্ক: শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে আচরণবিধি ভেঙে পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজমকে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করেছে আইসিসি। ম্যাচ চলাকালে স্টাম্পে ব্যাট দিয়ে আঘাত করায় তাঁর বিরুদ্ধে লেভেল–১ কোড অব কন্ডাক্ট লঙ্ঘনের অভিযোগ গঠন করা হয়।

আইসিসির আচরণবিধির ২.২ ধারায় বলা আছে— কোনো খেলোয়াড় যদি আন্তর্জাতিক ম্যাচের সময় ক্রিকেট উপকরণ বা মাঠের যেকোনো স্থাপনায় অযথা আঘাত বা ক্ষতি করার আচরণ করেন, তা শাস্তিযোগ্য অপরাধ। বাবর সেই ধারাই ভঙ্গ করেছেন বলে ম্যাচ শেষে ম্যাচ রেফারির রিপোর্টে উল্লেখ করা হয়। এ কারণে তাঁর ডিসিপ্লিন রেকর্ডে একটি ডিমেরিট পয়েন্টও যোগ করা হয়েছে। গত ২৪ মাসে এটি তাঁর প্রথম অপরাধ।

ঘটনাটি ঘটে পাকিস্তানের ইনিংসের ২১তম ওভারে। তখন আউট হয়ে মাঠ ছাড়ার আগে ক্ষোভে স্টাম্পে ব্যাট ছুঁড়ে মারেন বাবর। মাঠের আম্পায়ার অ্যালেক্স ওয়ার্ফ ও রশিদ রিয়াজ, তৃতীয় আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শাহিদ সৈকত এবং চতুর্থ আম্পায়ার ফয়সাল আফ্রিদি ঘটনার পর তাঁর বিরুদ্ধে অভিযোগ তোলেন। এমিরেটস আইসিসি ইন্টারন্যাশনাল প্যানেলের ম্যাচ রেফারি আলী নকভি শাস্তির প্রস্তাব দেন।

বাবর আজম অভিযোগ মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। আইসিসির নিয়ম অনুযায়ী, লেভেল–১ অপরাধে সর্বনিম্ন সতর্কবার্তা থেকে শুরু করে সর্বোচ্চ ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা এবং এক বা দুই ডিমেরিট পয়েন্ট যোগ হতে পারে।

তবে শাস্তির মধ্যেও মাঠের পারফরম্যান্সে ছিলেন উজ্জ্বল। তিন ম্যাচ সিরিজে ১৬৫ রান করে ছিলেন সর্বোচ্চ রানসংগ্রহকারী, পেয়েছেন ব্যক্তিগতভাবে তাঁর রেকর্ড ২০তম ওয়ানডে সেঞ্চুরি। যার সৌজন্যে শ্রীলঙ্কাকে ধবলধোলাই করেছে পাকিস্তান।

ওআ/আপ্র/১৮/১১/২০২৫