ঢাকা ০৪:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

ভারতীয়দের ভিসামুক্ত প্রবেশ বন্ধ করলো ইরান

  • আপডেট সময় : ০৩:৪২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
  • ৩৭ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

প্রত্যাশা ডেস্ক:  ইরানে ভুয়া চাকরির প্রলোভন দেখিয়ে ভারতীয় নাগরিকদের অপহরণের ঘটনাকে কেন্দ্র করে দেশটি ভারতীয়দের ভিসামুক্ত প্রবেশ সাময়িকভাবে স্থগিত করেছে ইরান। সোমবার তেহরানের ভারতীয় দূতাবাস এ তথ্য জানিয়েছে। ২২ নভেম্বর থেকে সাধারণ ভারতীয় পাসপোর্টধারীদের জন্য এই স্থগিতাদেশ কার্যকর হবে।

দূতাবাসের জারি করা ভ্রমণ পরামর্শে বলা হয়েছে, কিছু ভারতীয় নাগরিককে ভিসামুক্ত সুবিধার সুযোগ দেখিয়ে ইরানে যেতে প্রলুব্ধ করা হচ্ছিল।

সেখানে পৌঁছানোর পর অনেককেই অপরাধী চক্র চাকরির এজেন্ট বা ভ্রমণ এজেন্ট সেজে অপহরণ করছিল।

সেখানে আরো বলা হয়, ভিসামুক্ত সুবিধার অপব্যবহার ঠেকাতে ইরান এই সুবিধাটি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। এখন থেকে সাধারণ পাসপোর্টধারী ভারতীয়দের ইরানে প্রবেশ বা দেশটি হয়ে ট্রানজিট করতে হলে ভিসা নিতে হবে।

তেহরানস্থ ভারতীয় দূতাবাস ভারতীয়দেরকে সতর্ক করে বলেছে, ভিসামুক্ত ভ্রমণ বা ইরান হয়ে তৃতীয় দেশে যাওয়ার প্রলোভন দেখানো কোনো এজেন্টের কাছ থেকে দূরে থাকতে।

চলতি বছরের মে মাসে দূতাবাস জানায়, সে মাসেই ইরান ভ্রমণে যাওয়া তিন ভারতীয় নিখোঁজ হয়েছেন। হুশানপ্রীত সিং, জাসপাল সিং এবং অমৃতপাল সিং; এই তিনজনই ভারতের পাঞ্জাব রাজ্যের বাসিন্দা। ১ মে তেহরানে পৌঁছানোর পরপরই পরিবারের সঙ্গে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, তারা দুবাই ও ইরান হয়ে অস্ট্রেলিয়া যাওয়ার পরিকল্পনা করেছিলেন।

হোশিয়ারপুরের এক এজেন্ট এই ভ্রমণ পরিকল্পনায় যুক্ত ছিলেন, তিনিও নিখোঁজ।

পরিবারের সদস্যরা জানান, ওই তিনজনকে অপহরণ করা হয়েছিল এবং মুক্তিপণ দাবি করা হয়েছিল।

জুনের শুরুর দিকে আইআরজিসি-ঘনিষ্ঠ তাসনিম সংবাদ সংস্থা জানায়, তেহরানের দক্ষিণে ভারামিন এলাকায় পুলিশি অভিযানে ওই তিন ভারতীয়কে অপহরণকারীদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে।

পরে ভারতীয় দূতাবাস জানায়, তিনজনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে এবং তারা এখন দূতাবাসের তত্ত্বাবধানে আছেন। তাদের দেশে ফেরানোর প্রস্তুতি চলছে।

ওআ/আপ্র/১৮/১১/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

ভারতীয়দের ভিসামুক্ত প্রবেশ বন্ধ করলো ইরান

আপডেট সময় : ০৩:৪২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

প্রত্যাশা ডেস্ক:  ইরানে ভুয়া চাকরির প্রলোভন দেখিয়ে ভারতীয় নাগরিকদের অপহরণের ঘটনাকে কেন্দ্র করে দেশটি ভারতীয়দের ভিসামুক্ত প্রবেশ সাময়িকভাবে স্থগিত করেছে ইরান। সোমবার তেহরানের ভারতীয় দূতাবাস এ তথ্য জানিয়েছে। ২২ নভেম্বর থেকে সাধারণ ভারতীয় পাসপোর্টধারীদের জন্য এই স্থগিতাদেশ কার্যকর হবে।

দূতাবাসের জারি করা ভ্রমণ পরামর্শে বলা হয়েছে, কিছু ভারতীয় নাগরিককে ভিসামুক্ত সুবিধার সুযোগ দেখিয়ে ইরানে যেতে প্রলুব্ধ করা হচ্ছিল।

সেখানে পৌঁছানোর পর অনেককেই অপরাধী চক্র চাকরির এজেন্ট বা ভ্রমণ এজেন্ট সেজে অপহরণ করছিল।

সেখানে আরো বলা হয়, ভিসামুক্ত সুবিধার অপব্যবহার ঠেকাতে ইরান এই সুবিধাটি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। এখন থেকে সাধারণ পাসপোর্টধারী ভারতীয়দের ইরানে প্রবেশ বা দেশটি হয়ে ট্রানজিট করতে হলে ভিসা নিতে হবে।

তেহরানস্থ ভারতীয় দূতাবাস ভারতীয়দেরকে সতর্ক করে বলেছে, ভিসামুক্ত ভ্রমণ বা ইরান হয়ে তৃতীয় দেশে যাওয়ার প্রলোভন দেখানো কোনো এজেন্টের কাছ থেকে দূরে থাকতে।

চলতি বছরের মে মাসে দূতাবাস জানায়, সে মাসেই ইরান ভ্রমণে যাওয়া তিন ভারতীয় নিখোঁজ হয়েছেন। হুশানপ্রীত সিং, জাসপাল সিং এবং অমৃতপাল সিং; এই তিনজনই ভারতের পাঞ্জাব রাজ্যের বাসিন্দা। ১ মে তেহরানে পৌঁছানোর পরপরই পরিবারের সঙ্গে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, তারা দুবাই ও ইরান হয়ে অস্ট্রেলিয়া যাওয়ার পরিকল্পনা করেছিলেন।

হোশিয়ারপুরের এক এজেন্ট এই ভ্রমণ পরিকল্পনায় যুক্ত ছিলেন, তিনিও নিখোঁজ।

পরিবারের সদস্যরা জানান, ওই তিনজনকে অপহরণ করা হয়েছিল এবং মুক্তিপণ দাবি করা হয়েছিল।

জুনের শুরুর দিকে আইআরজিসি-ঘনিষ্ঠ তাসনিম সংবাদ সংস্থা জানায়, তেহরানের দক্ষিণে ভারামিন এলাকায় পুলিশি অভিযানে ওই তিন ভারতীয়কে অপহরণকারীদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে।

পরে ভারতীয় দূতাবাস জানায়, তিনজনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে এবং তারা এখন দূতাবাসের তত্ত্বাবধানে আছেন। তাদের দেশে ফেরানোর প্রস্তুতি চলছে।

ওআ/আপ্র/১৮/১১/২০২৫