ঢাকা ০১:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

কালিয়াকৈরে এক্সকেভেটরে অগ্নিসংযোগ, ককটেল ও পেট্রোল বোমা বিস্ফোরণ

  • আপডেট সময় : ০৯:৪৭:১৭ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
  • ৭৯ বার পড়া হয়েছে

ছবি- প্রতিনিধি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে উপজেলার চাপাইর ইউনিয়ন মেদীয়াশুলাই পশ্চিমপাড়া এলাকায় সোমবার (১৭ নভেম্বর) দিবাগত গভীর রাতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে একটি এক্সকেভেটর (ভ্যাকু) পুড়ে ভস্মীভূত হয়েছে। এছাড়া একই উপজেলার পৃথক স্থানে ককটেল ও পেট্রোল বোমা বিস্ফোরণের ঘটনাও ঘটেছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার মেদীয়াশুলাই পশ্চিম পাড়া এলাকার মোঃ আবুল কালাম আজাদের ছেলে সাজ্জাদ হোসেন সবুজ তার নিজ জমিতে পুকুর খননের উদ্দেশ্যে উপজেলার মৌচাক ইউনিয়নের দিঘীবাড়ী এলাকার মৃত মোসলেম উদ্দিন (মুসার) ছেলে সোহানুর রহমান বাবুর মালিকানাধীন এক্সকেভেরটি (ভ্যাকু) ভাড়া নেন। বাবু গত রোববার বিকেল চারটার দিকে সবুজদের বাড়ির পাশে এক্সকেভেটরটি পুকুর খননের জন্য রেখে যান।

সোমবার দিবাগত গভীর রাতে দুর্বৃত্তরা এক্সকেভেটরে অগ্নিসংযোগ করে দ্রুত পালিয়ে যায়। এলাকাবাসীর ডাক ও চিৎকারে আশপাশের লোকজন আগুন নেভানোর চেষ্টা করলেও এক্সভেটরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং তা ভষ্মীভূত হয়ে যায়।

এক্সকেভেটর (ভ্যাকুর) মালিক সোহানুর রহমান বাবু জানান, এক্সকেভেটরটি পুকুর খননের জন্য মেদীয়াশুলাই এলাকার সবুজের নিকট ভাড়া দিই। সবুজদের বাড়ির পাশে রাখা ছিল। সোমবার দিবাগত রাত ১ টা থেকে ২ টার মধ্যে দুর্বৃত্তরা এক্সকেভেটরে অগ্নিসংযোগ করে। এতে আমার কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এস আই) খায়রুল ইসলাম জানান, এই ঘটনায় অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ককটেল ও পেট্রোল বোমা বিস্ফোরণ: এদিকে কালিয়াকৈর উপজেলায় পৃথক স্থানে ককটেল ও পেট্রোল বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
সোমবার (১৭ নভেম্বর) ভোর পাঁচটায় উপজেলার হরতকিতলা গ্রামীণ ইন্ডাস্ট্রিয়াল পার্ক-২ এর নাম ফলকে ককটেল বিস্ফোরণ ও উপজেলার গোয়ালবাথান এলাকায় গ্রামীণ টেলিকম ট্রাস্টের নাম ফলকে পেট্রোল বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।

গ্রামীণ টেলিকম ট্রাস্টের সিকিউরিটি গার্ড সাইফুল ইসলাম জানান, সোমবার ভোর পাঁচটার দিকে দুইজন ব্যক্তি মোটরসাইকেল যোগে আমাদের প্রতিষ্ঠানে পেট্রােল বোমা বিস্ফোরণ করে বলে যায়।

ছবি- প্রতিনিধি

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান জানান, ভোর রাতে দুর্বৃত্তরা ঝুটের মধ্যে কেরোসিন দিয়ে দুইটি প্রতিষ্ঠানের নাম ফলকে আগুন ধরিয়ে দেয়।
সানা/আপ্র/১৭/১১/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

কালিয়াকৈরে এক্সকেভেটরে অগ্নিসংযোগ, ককটেল ও পেট্রোল বোমা বিস্ফোরণ

আপডেট সময় : ০৯:৪৭:১৭ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে উপজেলার চাপাইর ইউনিয়ন মেদীয়াশুলাই পশ্চিমপাড়া এলাকায় সোমবার (১৭ নভেম্বর) দিবাগত গভীর রাতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে একটি এক্সকেভেটর (ভ্যাকু) পুড়ে ভস্মীভূত হয়েছে। এছাড়া একই উপজেলার পৃথক স্থানে ককটেল ও পেট্রোল বোমা বিস্ফোরণের ঘটনাও ঘটেছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার মেদীয়াশুলাই পশ্চিম পাড়া এলাকার মোঃ আবুল কালাম আজাদের ছেলে সাজ্জাদ হোসেন সবুজ তার নিজ জমিতে পুকুর খননের উদ্দেশ্যে উপজেলার মৌচাক ইউনিয়নের দিঘীবাড়ী এলাকার মৃত মোসলেম উদ্দিন (মুসার) ছেলে সোহানুর রহমান বাবুর মালিকানাধীন এক্সকেভেরটি (ভ্যাকু) ভাড়া নেন। বাবু গত রোববার বিকেল চারটার দিকে সবুজদের বাড়ির পাশে এক্সকেভেটরটি পুকুর খননের জন্য রেখে যান।

সোমবার দিবাগত গভীর রাতে দুর্বৃত্তরা এক্সকেভেটরে অগ্নিসংযোগ করে দ্রুত পালিয়ে যায়। এলাকাবাসীর ডাক ও চিৎকারে আশপাশের লোকজন আগুন নেভানোর চেষ্টা করলেও এক্সভেটরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং তা ভষ্মীভূত হয়ে যায়।

এক্সকেভেটর (ভ্যাকুর) মালিক সোহানুর রহমান বাবু জানান, এক্সকেভেটরটি পুকুর খননের জন্য মেদীয়াশুলাই এলাকার সবুজের নিকট ভাড়া দিই। সবুজদের বাড়ির পাশে রাখা ছিল। সোমবার দিবাগত রাত ১ টা থেকে ২ টার মধ্যে দুর্বৃত্তরা এক্সকেভেটরে অগ্নিসংযোগ করে। এতে আমার কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এস আই) খায়রুল ইসলাম জানান, এই ঘটনায় অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ককটেল ও পেট্রোল বোমা বিস্ফোরণ: এদিকে কালিয়াকৈর উপজেলায় পৃথক স্থানে ককটেল ও পেট্রোল বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
সোমবার (১৭ নভেম্বর) ভোর পাঁচটায় উপজেলার হরতকিতলা গ্রামীণ ইন্ডাস্ট্রিয়াল পার্ক-২ এর নাম ফলকে ককটেল বিস্ফোরণ ও উপজেলার গোয়ালবাথান এলাকায় গ্রামীণ টেলিকম ট্রাস্টের নাম ফলকে পেট্রোল বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।

গ্রামীণ টেলিকম ট্রাস্টের সিকিউরিটি গার্ড সাইফুল ইসলাম জানান, সোমবার ভোর পাঁচটার দিকে দুইজন ব্যক্তি মোটরসাইকেল যোগে আমাদের প্রতিষ্ঠানে পেট্রােল বোমা বিস্ফোরণ করে বলে যায়।

ছবি- প্রতিনিধি

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান জানান, ভোর রাতে দুর্বৃত্তরা ঝুটের মধ্যে কেরোসিন দিয়ে দুইটি প্রতিষ্ঠানের নাম ফলকে আগুন ধরিয়ে দেয়।
সানা/আপ্র/১৭/১১/২০২৫