ঢাকা ০২:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

ফেনীতে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন

  • আপডেট সময় : ১২:৩০:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
  • ৩১ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

ফেনী সংবাদদাতা: ফেনী শহরের মুক্তবাজারে জুলাই-আগস্টে নিহতদের স্মরণে নির্মিত জুলাই শহীদ স্মৃতিস্তম্বে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (১৬ নভেম্বর) ভোররাতে আগুন দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছেড়ে দেয়া হয়।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দুর্বৃত্তরা মুখে মাস্ক পরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে পালিয়ে যায়।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান বলেন, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ আছে। আমরা সেসব ফুটেজ সংগ্রহ করার কাজ করছি। সিসিটিভি ফুটেজ হাতে পেলে বুঝতে পারবো কখন কারা কীভাবে আগুন লাগিয়েছে। এ ঘটনায় মামলা হবে।

ফেনীর আহত জুলাই যোদ্ধা নাহিদুর রহমান জানান, জুলাই শহীদদের অসম্মান করতে এভাবে আগুন দেওয়া হয়। যেহেতু আশপাশের সিসিটিভি ফুটেজ আছে পুলিশ চাইলে এ সব দুর্বৃত্তদের আইনের আওতায় আনতে পারবে।

ফেনী জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল জানান, থানার নাকের ডগায় এরকম ঘটনা ঘটানোর মধ্যদিয়ে প্রমাণ হয় যে, আওয়ামী দুর্বৃত্তরা এখনো ফেনীতে অবস্থান করছে। তারা সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি জায়গায় নাশকতা করেছে। ভবিষ্যতে তারা আরও বড় কিছু করতে পারে। অথচ আমরা যারা জুলাই আন্দোলনে সক্রিয় অংশগ্রহণকারী তারা নিজেরা নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি করছি। আমাদের আওয়ামী ফ্যাসিস্টদের বিরুদ্ধে সোচ্চার হওয়া দরকার।

ফেনী জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নান বলেন, আওয়ামী ফ্যাসিস্টরা শুধু জেলায় অবস্থান করছে না, তারা নাশকতা করার প্রস্তুতি নিচ্ছে। এ সব ফ্যাসিস্টদের শক্ত হাতে দমন না করলে ভবিষ্যতে আরো বড় ধরনের সহিংসতা ঘটাবে তারা। দলমত নির্বিশেষে সবাই এ ফ্যাসিস্টদের বিরুদ্ধে মাঠে সোচ্চার হতে হবে।

এর আগে বরগুনা, পিরোজপুর ও পটুয়াখালীতে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

এসি/আপ্র/১৬/১১/২০২৫/

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

ফেনীতে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন

আপডেট সময় : ১২:৩০:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫

ফেনী সংবাদদাতা: ফেনী শহরের মুক্তবাজারে জুলাই-আগস্টে নিহতদের স্মরণে নির্মিত জুলাই শহীদ স্মৃতিস্তম্বে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (১৬ নভেম্বর) ভোররাতে আগুন দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছেড়ে দেয়া হয়।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দুর্বৃত্তরা মুখে মাস্ক পরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে পালিয়ে যায়।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান বলেন, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ আছে। আমরা সেসব ফুটেজ সংগ্রহ করার কাজ করছি। সিসিটিভি ফুটেজ হাতে পেলে বুঝতে পারবো কখন কারা কীভাবে আগুন লাগিয়েছে। এ ঘটনায় মামলা হবে।

ফেনীর আহত জুলাই যোদ্ধা নাহিদুর রহমান জানান, জুলাই শহীদদের অসম্মান করতে এভাবে আগুন দেওয়া হয়। যেহেতু আশপাশের সিসিটিভি ফুটেজ আছে পুলিশ চাইলে এ সব দুর্বৃত্তদের আইনের আওতায় আনতে পারবে।

ফেনী জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল জানান, থানার নাকের ডগায় এরকম ঘটনা ঘটানোর মধ্যদিয়ে প্রমাণ হয় যে, আওয়ামী দুর্বৃত্তরা এখনো ফেনীতে অবস্থান করছে। তারা সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি জায়গায় নাশকতা করেছে। ভবিষ্যতে তারা আরও বড় কিছু করতে পারে। অথচ আমরা যারা জুলাই আন্দোলনে সক্রিয় অংশগ্রহণকারী তারা নিজেরা নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি করছি। আমাদের আওয়ামী ফ্যাসিস্টদের বিরুদ্ধে সোচ্চার হওয়া দরকার।

ফেনী জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নান বলেন, আওয়ামী ফ্যাসিস্টরা শুধু জেলায় অবস্থান করছে না, তারা নাশকতা করার প্রস্তুতি নিচ্ছে। এ সব ফ্যাসিস্টদের শক্ত হাতে দমন না করলে ভবিষ্যতে আরো বড় ধরনের সহিংসতা ঘটাবে তারা। দলমত নির্বিশেষে সবাই এ ফ্যাসিস্টদের বিরুদ্ধে মাঠে সোচ্চার হতে হবে।

এর আগে বরগুনা, পিরোজপুর ও পটুয়াখালীতে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

এসি/আপ্র/১৬/১১/২০২৫/