ঢাকা ১১:১৯ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫

ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে নায়ক-নায়িকার বিরোধ, বন্ধ হচ্ছে ধারাবাহিক!

  • আপডেট সময় : ০২:১৪:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

বিনোদন ডেস্ক: কলকাতার জনপ্রিয় ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের প্রধান দুই অভিনয়শিল্পী দিতিপ্রিয়া রায় ও জিতু কামাল আবারো আলোচনার কেন্দ্রবিন্দুতে। পর্দার প্রেমের জুটি বাস্তবে নাকি সাপে-নেউলে সম্পর্কেই জড়িয়েছেন। এটি এখন আর গোপন নয়।

ভারতীয় গণমাধ্যমগুলো দাবি করছে, নাটকের ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে দুজনের মতানৈক থেকে ঝগড়ার শুরু হয়। সেই বিরোধ এতটাই বেড়েছে যে ধারাবাহিকটি বন্ধ হওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে।

জানা যায়, শুটিং সেটে দেরিতে আসা এবং ঘনিষ্ঠ দৃশ্যে নায়িকার আপত্তির কারণেই পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে। সাধারণত অভিনেতা জিতুর ১৫ মিনিট পর সেটে পৌঁছান দিতিপ্রিয়া রায়। এতে ক্ষুব্ধ হয়ে জিতু একসময় সেট ছেড়ে বেরিয়ে যান। ধারণা করা হচ্ছে এখান থেকেই নতুন করে দ্বন্দ্বের শুরু।

অন্যদিকে ইন্ডাস্ট্রি সংশ্লিষ্ট আরেক আলোচ্য বিষয়, ধারাবাহিকের রোমান্টিক বা ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের ক্ষেত্রে দিতিপ্রিয়া নাকি আপত্তি জানাচ্ছেন। ফলে শুটিং সেটে অস্বস্তি আরও বেড়েছে। এ বিষয়ে এখন পর্যন্ত দিতিপ্রিয়া বা জিতু কেউই মুখ খোলেননি।

ধারাবাহিকটিতে কিঙ্কর চরিত্রে অভিনয় করা অভিনেতা অভ্রজিৎ চক্রবর্তী জানিয়েছন, তিনি দুজনের মধ্যে নতুন কোনো উত্তেজনা টের পাননি। কারণ তাদের শুটিংয়ের সময় এক নয়। ধারাবাহিক বন্ধের প্রসঙ্গে তিনি বলেন, ‘দর্শক যতদিন চাইবেন, ধারাবাহিক চলবে। দর্শক না চাইলে বন্ধ হয়ে যাবে।’

এর আগেও এই জুটির পেশাগত টানাপোড়েন প্রকাশ্যে এসেছিল। সামাজিক মাধ্যমে একে অপরকে উদ্দেশ্য করে অনুভূতিও প্রকাশ করেছিলেন তারা। বর্তমান পরিস্থিতি দেখে অনেকেই মনে করছেন, দ্রুত সমাধান না হলে জনপ্রিয় এই ধারাবাহিকটি সত্যিই বন্ধ হয়ে যেতে পারে।

এসি/আপ্র/১৫/১১/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে নায়ক-নায়িকার বিরোধ, বন্ধ হচ্ছে ধারাবাহিক!

আপডেট সময় : ০২:১৪:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

বিনোদন ডেস্ক: কলকাতার জনপ্রিয় ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের প্রধান দুই অভিনয়শিল্পী দিতিপ্রিয়া রায় ও জিতু কামাল আবারো আলোচনার কেন্দ্রবিন্দুতে। পর্দার প্রেমের জুটি বাস্তবে নাকি সাপে-নেউলে সম্পর্কেই জড়িয়েছেন। এটি এখন আর গোপন নয়।

ভারতীয় গণমাধ্যমগুলো দাবি করছে, নাটকের ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে দুজনের মতানৈক থেকে ঝগড়ার শুরু হয়। সেই বিরোধ এতটাই বেড়েছে যে ধারাবাহিকটি বন্ধ হওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে।

জানা যায়, শুটিং সেটে দেরিতে আসা এবং ঘনিষ্ঠ দৃশ্যে নায়িকার আপত্তির কারণেই পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে। সাধারণত অভিনেতা জিতুর ১৫ মিনিট পর সেটে পৌঁছান দিতিপ্রিয়া রায়। এতে ক্ষুব্ধ হয়ে জিতু একসময় সেট ছেড়ে বেরিয়ে যান। ধারণা করা হচ্ছে এখান থেকেই নতুন করে দ্বন্দ্বের শুরু।

অন্যদিকে ইন্ডাস্ট্রি সংশ্লিষ্ট আরেক আলোচ্য বিষয়, ধারাবাহিকের রোমান্টিক বা ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের ক্ষেত্রে দিতিপ্রিয়া নাকি আপত্তি জানাচ্ছেন। ফলে শুটিং সেটে অস্বস্তি আরও বেড়েছে। এ বিষয়ে এখন পর্যন্ত দিতিপ্রিয়া বা জিতু কেউই মুখ খোলেননি।

ধারাবাহিকটিতে কিঙ্কর চরিত্রে অভিনয় করা অভিনেতা অভ্রজিৎ চক্রবর্তী জানিয়েছন, তিনি দুজনের মধ্যে নতুন কোনো উত্তেজনা টের পাননি। কারণ তাদের শুটিংয়ের সময় এক নয়। ধারাবাহিক বন্ধের প্রসঙ্গে তিনি বলেন, ‘দর্শক যতদিন চাইবেন, ধারাবাহিক চলবে। দর্শক না চাইলে বন্ধ হয়ে যাবে।’

এর আগেও এই জুটির পেশাগত টানাপোড়েন প্রকাশ্যে এসেছিল। সামাজিক মাধ্যমে একে অপরকে উদ্দেশ্য করে অনুভূতিও প্রকাশ করেছিলেন তারা। বর্তমান পরিস্থিতি দেখে অনেকেই মনে করছেন, দ্রুত সমাধান না হলে জনপ্রিয় এই ধারাবাহিকটি সত্যিই বন্ধ হয়ে যেতে পারে।

এসি/আপ্র/১৫/১১/২০২৫