ঢাকা ০৬:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫

ইনিংস ব্যবধানেই জিতলো বাংলাদেশ

  • আপডেট সময় : ০৪:০৮:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
  • ১৯ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

ক্রীড়া ডেস্ক: সফরকারী আয়ারল্যান্ডকে সিরিজের প্রথম টেস্টে ইনিংস ও ৪৭ রানের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ২৮৬ করা আইরিশরা দ্বিতীয় ইনিংসে গুটিয়ে যায় ২৫৪ রানে। নিজেদের প্রথম ইনিংসে বাংলাদেশ করেছিল ৮ উইকেটে ৫৮৭ রান।

শেষদিকে, আইরিশ লোয়ার অর্ডার ভালোই লড়াই করে। ৮৫ রানে ৫ উইকেট হারানো দলটি শেষ পর্যন্ত যে ২৫৪ রান করতে পেরেছে তার পুরো অবদানই লোয়ার অর্ডারের। ম্যাকব্রাইনের ফিফটির পাশাপাশি বলবার্নি করেছেন ৩৮, নিল করেছেন ৩৬ রান। শেষ ব্যাটার হিসেবে আউট হওয়া ম্যাকার্থির ব্যাট থেকেও এসেছে ২৫ রান।

বাংলাদেশ দলের দুই বাঁহাতি স্পিনার মিলে নিয়েছেন ৭ উইকেট। হাসান মুরাদ নিয়েছেন ৪টি, তাইজুল ৩টি। ২টি উইকেট নিয়েছেন নাহিদ রানা। ম্যাচসেরা হয়েছেন মাহমুদুল হাসান।

এর আগে, সিলেট টেস্টে প্রথম ইনিংসে বাংলাদেশ লিড পায় ৩০১ রানের। জবাব দিতে নেমে ৫ উইকেটে ৮৬ রান নিয়ে তৃতীয় দিন শেষ করে আয়ারল্যান্ড।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে আইরিশরা। চাদ কারমাইকেলকে ফেরান নাহিদ রানা। পল স্টার্লিং আত্মবিশ্বাসের সঙ্গে খেললেও ব্যক্তিগত ৪৩ রানে রান আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। এরপর হ্যারি টেক্টরকে (১৮) এলবিডব্লিউ করেন তাইজুল ইসলাম।

হাসান মুরাদের বলে ড্রাইভ খেলতে গিয়ে এক্সট্রা কভারে সাদমান ইসলামের দুর্দান্ত ক্যাচের শিকার হন ক্যাম্ফার। টাইগার এই স্পিনারের দ্বিতীয় শিকার হন লরকান টাকার (৯)। বল পায়ে লাগলে আম্পায়ার শুরুতে আউট দেননি। রিভিউ নেয় বাংলাদেশ। দেখা যায় বল আঘাত করতো লেগ স্টাম্পে। সিদ্ধান্ত বদলাতে বাধ্য হন আম্পায়ার। ৮৫ রানে ৫ উইকেট হারিয়ে তৃতীয় দিন শেষ করে আইরিশরা।

ওআ/অপ্র/১৪/১১/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

ইনিংস ব্যবধানেই জিতলো বাংলাদেশ

আপডেট সময় : ০৪:০৮:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫

ক্রীড়া ডেস্ক: সফরকারী আয়ারল্যান্ডকে সিরিজের প্রথম টেস্টে ইনিংস ও ৪৭ রানের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ২৮৬ করা আইরিশরা দ্বিতীয় ইনিংসে গুটিয়ে যায় ২৫৪ রানে। নিজেদের প্রথম ইনিংসে বাংলাদেশ করেছিল ৮ উইকেটে ৫৮৭ রান।

শেষদিকে, আইরিশ লোয়ার অর্ডার ভালোই লড়াই করে। ৮৫ রানে ৫ উইকেট হারানো দলটি শেষ পর্যন্ত যে ২৫৪ রান করতে পেরেছে তার পুরো অবদানই লোয়ার অর্ডারের। ম্যাকব্রাইনের ফিফটির পাশাপাশি বলবার্নি করেছেন ৩৮, নিল করেছেন ৩৬ রান। শেষ ব্যাটার হিসেবে আউট হওয়া ম্যাকার্থির ব্যাট থেকেও এসেছে ২৫ রান।

বাংলাদেশ দলের দুই বাঁহাতি স্পিনার মিলে নিয়েছেন ৭ উইকেট। হাসান মুরাদ নিয়েছেন ৪টি, তাইজুল ৩টি। ২টি উইকেট নিয়েছেন নাহিদ রানা। ম্যাচসেরা হয়েছেন মাহমুদুল হাসান।

এর আগে, সিলেট টেস্টে প্রথম ইনিংসে বাংলাদেশ লিড পায় ৩০১ রানের। জবাব দিতে নেমে ৫ উইকেটে ৮৬ রান নিয়ে তৃতীয় দিন শেষ করে আয়ারল্যান্ড।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে আইরিশরা। চাদ কারমাইকেলকে ফেরান নাহিদ রানা। পল স্টার্লিং আত্মবিশ্বাসের সঙ্গে খেললেও ব্যক্তিগত ৪৩ রানে রান আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। এরপর হ্যারি টেক্টরকে (১৮) এলবিডব্লিউ করেন তাইজুল ইসলাম।

হাসান মুরাদের বলে ড্রাইভ খেলতে গিয়ে এক্সট্রা কভারে সাদমান ইসলামের দুর্দান্ত ক্যাচের শিকার হন ক্যাম্ফার। টাইগার এই স্পিনারের দ্বিতীয় শিকার হন লরকান টাকার (৯)। বল পায়ে লাগলে আম্পায়ার শুরুতে আউট দেননি। রিভিউ নেয় বাংলাদেশ। দেখা যায় বল আঘাত করতো লেগ স্টাম্পে। সিদ্ধান্ত বদলাতে বাধ্য হন আম্পায়ার। ৮৫ রানে ৫ উইকেট হারিয়ে তৃতীয় দিন শেষ করে আইরিশরা।

ওআ/অপ্র/১৪/১১/২০২৫