নিজস্ব প্রতিবেদক: চলতি অর্থবছরে (২০২৫-২০২৬) দেশে এক দিনে রেমিট্যান্স এসেছে ১১৫ মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ এক হাজার ৪০৬ কোটি টাকা (১ ডলারে ১২২.২৮ টাকা ধরে)।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে এ তথ্য জানান।
এদিকে নভেম্বর মাসের প্রথম ১২ দিনে প্রবাসীরা বাংলাদেশে পাঠিয়েছেন ১ হাজার ৩৪৬ মিলিয়ন মার্কিন ডলার।
বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ১৬ হাজার ৪৬৮ কোটি টাকা।
গেলো বছরে একই সময়ে দেশে এসেছিল ৯৪৬ মিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ প্রবাহ বেড়েছে ৩৯ দশমিক ৬ শতাংশ। এ ছাড়া চলতি অর্থবছরের ১২ নভেম্বর পর্যন্ত দেশে এসেছে ১১ হাজার ৪৯৫ মিলিয়ন মার্কিন ডলার।
যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৬.১ শতাংশ বেশি।
প্রসঙ্গত, অক্টোবর মাসে দেশে এসেছিল ২৫৬ কোটি ডলারের বেশি। এ ছাড়া সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার, আগস্টে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার এবং জুলাইয়ে এসেছিল ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স।
ওআ/আপ্র/১৩/১১/২০২৫





















