ঢাকা ০২:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

ধানমণ্ডি ৩২ থেকে ‘ইট নিতে আসা’ আটক কিশোরকে ছেড়ে দিলো পুলিশ

  • আপডেট সময় : ০৬:২৮:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
  • ৫৫ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বর এলাকা থেকে সন্দেহভাজন হিসেবে আটক কিশোরকে ছেড়ে দিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার  (১৩ নভেম্বর) দুপুরের পর ধানমণ্ডি থানা থেকে তাকে ছেড়ে দেওয়া হয়।

এর আগে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে এই কিশোরকে আটক করা হয়। আটক হওয়ার পর সে নিজেকে নবম শ্রেণির ছাত্র দাবি করে।

সে বলে, ‘আমি এখানে এসেছি, দুইটা ইট সংগ্রহ করেছি ধানমণ্ডি ৩২-এর।’

পুলিশ জানিয়েছে, ওই কিশোরের বাড়িতে খোঁজ নিয়ে তার সন্দেহভাজন কিছু পাওয়া যায়নি। সে গ্রামের বাড়ি থেকে আজ সকালে ধানমণ্ডি ৩২ নম্বর দেখতে এসেছিল।

পুলিশের তথ্যানুযায়ী, আটক কিশোরের বয়স ১৪ বছর। তার বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলায়। সকালে আটকের পর কেন ধানমণ্ডি ৩২-এ এসেছে জানতে চাইলে কিশোরটি জানায়, প্রত্নতাত্বিক মূল্য আছে, এমন এলাকায় ভ্রমণ ও স্মারক সংগ্রহ তার শখ। সে বলে, ‘আমি বিভিন্ন জায়গা থেকে পুরাতন জিনিসপত্র সংগ্রহ করি। এটা হচ্ছে আমার শখ।

ময়মনসিংহের শশীলজ থেকে সংগ্রহ করেছি। মুক্তাগাছার রাজবাড়ি থেকে সংগ্রহ করেছি। কুমিল্লার ময়নামতি থেকে সংগ্রহ করেছি।’

ওআ/আপ্র/১৩/১১/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

ধানমণ্ডি ৩২ থেকে ‘ইট নিতে আসা’ আটক কিশোরকে ছেড়ে দিলো পুলিশ

আপডেট সময় : ০৬:২৮:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বর এলাকা থেকে সন্দেহভাজন হিসেবে আটক কিশোরকে ছেড়ে দিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার  (১৩ নভেম্বর) দুপুরের পর ধানমণ্ডি থানা থেকে তাকে ছেড়ে দেওয়া হয়।

এর আগে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে এই কিশোরকে আটক করা হয়। আটক হওয়ার পর সে নিজেকে নবম শ্রেণির ছাত্র দাবি করে।

সে বলে, ‘আমি এখানে এসেছি, দুইটা ইট সংগ্রহ করেছি ধানমণ্ডি ৩২-এর।’

পুলিশ জানিয়েছে, ওই কিশোরের বাড়িতে খোঁজ নিয়ে তার সন্দেহভাজন কিছু পাওয়া যায়নি। সে গ্রামের বাড়ি থেকে আজ সকালে ধানমণ্ডি ৩২ নম্বর দেখতে এসেছিল।

পুলিশের তথ্যানুযায়ী, আটক কিশোরের বয়স ১৪ বছর। তার বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলায়। সকালে আটকের পর কেন ধানমণ্ডি ৩২-এ এসেছে জানতে চাইলে কিশোরটি জানায়, প্রত্নতাত্বিক মূল্য আছে, এমন এলাকায় ভ্রমণ ও স্মারক সংগ্রহ তার শখ। সে বলে, ‘আমি বিভিন্ন জায়গা থেকে পুরাতন জিনিসপত্র সংগ্রহ করি। এটা হচ্ছে আমার শখ।

ময়মনসিংহের শশীলজ থেকে সংগ্রহ করেছি। মুক্তাগাছার রাজবাড়ি থেকে সংগ্রহ করেছি। কুমিল্লার ময়নামতি থেকে সংগ্রহ করেছি।’

ওআ/আপ্র/১৩/১১/২০২৫