ঢাকা ১১:১৭ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫

মিসরে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশি তরুণী

  • আপডেট সময় : ০৬:৪৮:০৯ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
  • ২৬ বার পড়া হয়েছে

অন্য বিজয়ীদের সঙ্গে বাংলাদেশি তরুণী হুমায়রা মাসুদ - ছবি সংগৃহীত

প্রত্যাশা ডেস্ক: বিশ্বব্যাপী আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ছেলেদের পাশাপাশি মেয়েরাও দেশের নাম উজ্জ্বল করছে। সেই ধারাবাহিকতায় এবার মিসরের রাজধানীতে কায়রোতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রথম হয়েছেন বাংলাদেশী তরুণী ‍হুমায়রা মাসুদ।

মঙ্গলবার (১১ নভেম্বর) কায়রোতে ‘ইন্দোনেশিয়ান কোরআন রিসাইটারস অ্যাসোসিয়েশন’ আয়োজিত এই প্রতিযোগিতার সমাপনী অধিবেশন সম্পন্ন হয়। সেখানেই অন্যান্য বিজয়ীদের সাথে মেয়েদের গ্রুপে প্রথম স্থান অধিকারী হিসেবে ‍হুমায়রার নাম ঘোষণা করে কর্তৃপক্ষ।

‍হুমায়রা মাসুদ চাঁদপুর জেলার হাইমচর থানার চর ভৌরবী গ্রামের মাসুদ আজীজের মেয়ে এবং বর্তমানে মিসরের বিখ্যাত আল-আজহার বিশ্ববিদ্যালয়ের ইসলামিক থিওলজি অনুষদে অধ্যয়নরত। এর আগে, তিনি নারায়ণগঞ্জের উম্মে আইমান রা: আন্তর্জাতিক বালিকা মাদরাসা থেকে হিফজ ও জামিয়া ইব্রাহিমিয়া আমিনিয়া মহিলা মাদরাসা থেকে দাওরা হাদীস উত্তীর্ণ হন।

তিনি কায়রোর এই প্রতিযোগিতায় ১২টি দেশের ১৪৩ জন প্রতিযোগীদের মাঝে মেয়েদের জন্য নির্ধারিত গ্রুপে প্রথম স্থান অর্জন করেন। এই গ্রুপে দ্বিতীয় স্থান অর্জন করেছেন আয়েশা ইজ্জত মুসলিমা (ইন্দোনেশিয়া) ও তৃতীয় স্থান অর্জন করেছেন কায়রানি নফসুল মুতমাইন্না (ইন্দোনেশিয়া)।

আর ছেলেদের জন্য নির্ধারিত গ্রুপে প্রথম স্থান অর্জন করেছেন বশির উসমান ইমাম (নাইজেরিয়া), দ্বিতীয় স্থান অর্জন করেছেন মুহাম্মাদ তাওফীক হাকীম (ইন্দোনেশিয়া) ও তৃতীয় স্থান অর্জন করেছেন সওলা মুহাম্মাদ দিয়া আল হক (ইন্দোনেশিয়া)।

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মিসরের আল-আজহার মসজিদের ইমাম ও ক্বারী শায়খ ফাওযী আল-বারবারী আজহারী।

হুমায়রা মাসুদ এর আগে, ২০১০ সালে জর্ডানে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেন। ২০২৫ সালে মিসরের ওয়াক্ফ মন্ত্রণালয় আয়োজিত ৩১তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বের ৬০টি দেশের প্রতিযোগীদের মাঝে অনারবদের জন্য নির্ধারিত গ্রুপে পঞ্চম স্থান অর্জন করেন বাংলাদেশের এই মেধাবী তরুণী।

হুমায়রার এমন সাফল্যে উচ্ছ্বসিত তার স্বামী মাওলানা মাসুম বিল্লাহ গুলজার আজহারী। তিনি বলেন, ‘তার এই অসাধারণ সাফল্য নিঃসন্দেহে আমাদের দেশের জন্য এক গৌরবময় অর্জন। ইন্দোনেশিয়ান কোরআন রিসাইটারস অ্যাসোসিয়েশনের মতো আন্তর্জাতিক মঞ্চে তার বিজয় কেবল ব্যক্তিগত প্রতিভার স্বীকৃতি নয়; বরং বাংলাদেশের ধর্মীয় সংস্কৃতি, তিলাওয়াতের ঐতিহ্য এবং কোরআনপ্রেমী জাতি হিসেবে আমাদের মর্যাদাকেও বিশ্বদরবারে উজ্জ্বল করেছে।’

তিনি আরো বলেন, ‘হুমায়রা মাসুদের এই অর্জন প্রমাণ করে—বাংলাদেশের মেয়েরাও আন্তর্জাতিক পরিসরে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম। আমি সকলের কাছে দোয়া কামনা করি- আল্লাহ তায়ালা যেন তাকে কোরআনের খেদমতে কবুল করুন।’

ওআ/আপ্র/১২/১১/২৯২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

মিসরে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশি তরুণী

আপডেট সময় : ০৬:৪৮:০৯ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫

প্রত্যাশা ডেস্ক: বিশ্বব্যাপী আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ছেলেদের পাশাপাশি মেয়েরাও দেশের নাম উজ্জ্বল করছে। সেই ধারাবাহিকতায় এবার মিসরের রাজধানীতে কায়রোতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রথম হয়েছেন বাংলাদেশী তরুণী ‍হুমায়রা মাসুদ।

মঙ্গলবার (১১ নভেম্বর) কায়রোতে ‘ইন্দোনেশিয়ান কোরআন রিসাইটারস অ্যাসোসিয়েশন’ আয়োজিত এই প্রতিযোগিতার সমাপনী অধিবেশন সম্পন্ন হয়। সেখানেই অন্যান্য বিজয়ীদের সাথে মেয়েদের গ্রুপে প্রথম স্থান অধিকারী হিসেবে ‍হুমায়রার নাম ঘোষণা করে কর্তৃপক্ষ।

‍হুমায়রা মাসুদ চাঁদপুর জেলার হাইমচর থানার চর ভৌরবী গ্রামের মাসুদ আজীজের মেয়ে এবং বর্তমানে মিসরের বিখ্যাত আল-আজহার বিশ্ববিদ্যালয়ের ইসলামিক থিওলজি অনুষদে অধ্যয়নরত। এর আগে, তিনি নারায়ণগঞ্জের উম্মে আইমান রা: আন্তর্জাতিক বালিকা মাদরাসা থেকে হিফজ ও জামিয়া ইব্রাহিমিয়া আমিনিয়া মহিলা মাদরাসা থেকে দাওরা হাদীস উত্তীর্ণ হন।

তিনি কায়রোর এই প্রতিযোগিতায় ১২টি দেশের ১৪৩ জন প্রতিযোগীদের মাঝে মেয়েদের জন্য নির্ধারিত গ্রুপে প্রথম স্থান অর্জন করেন। এই গ্রুপে দ্বিতীয় স্থান অর্জন করেছেন আয়েশা ইজ্জত মুসলিমা (ইন্দোনেশিয়া) ও তৃতীয় স্থান অর্জন করেছেন কায়রানি নফসুল মুতমাইন্না (ইন্দোনেশিয়া)।

আর ছেলেদের জন্য নির্ধারিত গ্রুপে প্রথম স্থান অর্জন করেছেন বশির উসমান ইমাম (নাইজেরিয়া), দ্বিতীয় স্থান অর্জন করেছেন মুহাম্মাদ তাওফীক হাকীম (ইন্দোনেশিয়া) ও তৃতীয় স্থান অর্জন করেছেন সওলা মুহাম্মাদ দিয়া আল হক (ইন্দোনেশিয়া)।

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মিসরের আল-আজহার মসজিদের ইমাম ও ক্বারী শায়খ ফাওযী আল-বারবারী আজহারী।

হুমায়রা মাসুদ এর আগে, ২০১০ সালে জর্ডানে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেন। ২০২৫ সালে মিসরের ওয়াক্ফ মন্ত্রণালয় আয়োজিত ৩১তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বের ৬০টি দেশের প্রতিযোগীদের মাঝে অনারবদের জন্য নির্ধারিত গ্রুপে পঞ্চম স্থান অর্জন করেন বাংলাদেশের এই মেধাবী তরুণী।

হুমায়রার এমন সাফল্যে উচ্ছ্বসিত তার স্বামী মাওলানা মাসুম বিল্লাহ গুলজার আজহারী। তিনি বলেন, ‘তার এই অসাধারণ সাফল্য নিঃসন্দেহে আমাদের দেশের জন্য এক গৌরবময় অর্জন। ইন্দোনেশিয়ান কোরআন রিসাইটারস অ্যাসোসিয়েশনের মতো আন্তর্জাতিক মঞ্চে তার বিজয় কেবল ব্যক্তিগত প্রতিভার স্বীকৃতি নয়; বরং বাংলাদেশের ধর্মীয় সংস্কৃতি, তিলাওয়াতের ঐতিহ্য এবং কোরআনপ্রেমী জাতি হিসেবে আমাদের মর্যাদাকেও বিশ্বদরবারে উজ্জ্বল করেছে।’

তিনি আরো বলেন, ‘হুমায়রা মাসুদের এই অর্জন প্রমাণ করে—বাংলাদেশের মেয়েরাও আন্তর্জাতিক পরিসরে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম। আমি সকলের কাছে দোয়া কামনা করি- আল্লাহ তায়ালা যেন তাকে কোরআনের খেদমতে কবুল করুন।’

ওআ/আপ্র/১২/১১/২৯২৫