আন্তর্জাতিক ডেস্ক : ইতালির মিলান শহরে একটি প্রাইভেট প্লেন বিধ্বস্ত হয়েছে। এতে ৮ আরোহী নিহত হয়েছেন। গতকাল সোমবার বিবিসি’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মিলানের লিনেট শহরের বিমানবন্দর থেকে উড্ডয়ন করা বিমানটি সার্ডিনিয়া দ্বীপের দিকে যাচ্ছিলো। মেট্রো স্টেশনের ঠিক বাইরেই ফাঁকা অফিস ব্লকে প্লেনটি আছড়ে পড়ে। ইতালির গণমাধ্যমে বলা হয়েছে, পাইলট ছিলেন রোমানিয়ান ধনকুবের ড্যান পেট্রেস্কু। এ দুর্ঘটনায় তিনি তার স্ত্রী ও ছেলে মারা গেছেন।
বিমান বিধ্বস্তের স্থানের পার্শ্ববর্তী একটি পার্কিং লটে থাকা বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়। তবে ওই সময় গাড়িতে কেউ ছিলেন না। দুর্ঘটনার কারণ জানতে বিষয়টি তদন্ত করা হচ্ছে।
ভবনে আছড়ে পড়লো প্লেন, নিহত ৮
ট্যাগস :
ভবনে আছড়ে পড়লো প্লেন
জনপ্রিয় সংবাদ