ঢাকা ০৩:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

ছাত্রীর মাথা ফাটানো সেই শিক্ষককে নিয়ে যা বললেন পরীমণি

  • আপডেট সময় : ০৫:৪০:০২ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
  • ৩৩ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

বিনোদন ডেস্ক: সুনামগঞ্জ জেলার একটি স্কুলে ক্লাস চলাকালীন শিক্ষকের ডাস্টারের আঘাতে এক শিক্ষার্থীর মাথা ফেটে রক্তাক্ত হওয়ার ঘটনা ঘটেছে। ক্লাসের সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসার পর তীব্র ক্ষোভ ও নিন্দা জানান জনপ্রিয় অভিনেত্রী পরীমনি।

বুধবার (১২ নভেম্বর )  ভিডিওটি নিজের ফেসবুকে শেয়ার করে পরী অভিযুক্ত শিক্ষককে ‘বিকৃত মানসিকতার লোক’ বলে অভিহিত করেছেন। তিনি লিখেছেন, ‘কত বড় বিকৃত মানসিকতার লোক! এটা শিক্ষক হয় কিভাবে?’

সিসিটিভি ভিডিওতে দেখা যায়, ক্লাস চলাকালীন সময় শিক্ষার্থীরা বাহিরে ছোটাছুটি করছেন।

এমন সময় অত্র স্কুলের প্রধান শিক্ষক শ্রেণিকক্ষে প্রবেশ করেন এবং শিক্ষার্থীদের শাসন করতে শুরু করেন। এ সময় ক্লাসের একাংশকে কান ধরা অবস্থায় দাঁড় করিয়ে রাখেন। দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের মধ্য থেকে একবারে সামনের চেয়ারে বসে থাকা এক মেয়ে শিক্ষার্থীকে ডাস্টার দিয়ে আঘাত করে রক্তাক্ত করেন। ডাস্টারের আঘাতে মাথা ফেটে রক্ত ঝরতে শুরু হয়।
তখনো শিক্ষার্থীকে কান ছাড়তে দেননি ওই শিক্ষক। পরে অন্য একজন শিক্ষার্থীকে দিয়ে ক্লাসের মেঝেতে পড়ে থাকা রক্ত মুছে ফেলেন।

শিক্ষার্থীকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার ঘটনায় সামাজিকমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন নেটিজেনরা। অনেকেই শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

একজন মন্তব্যের ঘরে লিখেছেন, বর্তমানে এমন নির্দয় শিক্ষক খুব বেশি দেখা যায় না। মেয়েরা এমনিতেই কোমলমতি, তাদের এমনভাবে আঘাত করা মেনে নেওয়া যায় না। প্রধান শিক্ষককে আইনের আওতায় এনে তদন্তসাপেক্ষে শাস্তির ব্যবস্থা করা উচিত। অন্য একজন লিখেছেন, ‘ওনাকে (প্রধান শিক্ষক) বিচারের আওতায় আনার জোর দাবি জানাই।’

ওআ/আপ্র/১২/১১/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

ছাত্রীর মাথা ফাটানো সেই শিক্ষককে নিয়ে যা বললেন পরীমণি

আপডেট সময় : ০৫:৪০:০২ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫

বিনোদন ডেস্ক: সুনামগঞ্জ জেলার একটি স্কুলে ক্লাস চলাকালীন শিক্ষকের ডাস্টারের আঘাতে এক শিক্ষার্থীর মাথা ফেটে রক্তাক্ত হওয়ার ঘটনা ঘটেছে। ক্লাসের সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসার পর তীব্র ক্ষোভ ও নিন্দা জানান জনপ্রিয় অভিনেত্রী পরীমনি।

বুধবার (১২ নভেম্বর )  ভিডিওটি নিজের ফেসবুকে শেয়ার করে পরী অভিযুক্ত শিক্ষককে ‘বিকৃত মানসিকতার লোক’ বলে অভিহিত করেছেন। তিনি লিখেছেন, ‘কত বড় বিকৃত মানসিকতার লোক! এটা শিক্ষক হয় কিভাবে?’

সিসিটিভি ভিডিওতে দেখা যায়, ক্লাস চলাকালীন সময় শিক্ষার্থীরা বাহিরে ছোটাছুটি করছেন।

এমন সময় অত্র স্কুলের প্রধান শিক্ষক শ্রেণিকক্ষে প্রবেশ করেন এবং শিক্ষার্থীদের শাসন করতে শুরু করেন। এ সময় ক্লাসের একাংশকে কান ধরা অবস্থায় দাঁড় করিয়ে রাখেন। দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের মধ্য থেকে একবারে সামনের চেয়ারে বসে থাকা এক মেয়ে শিক্ষার্থীকে ডাস্টার দিয়ে আঘাত করে রক্তাক্ত করেন। ডাস্টারের আঘাতে মাথা ফেটে রক্ত ঝরতে শুরু হয়।
তখনো শিক্ষার্থীকে কান ছাড়তে দেননি ওই শিক্ষক। পরে অন্য একজন শিক্ষার্থীকে দিয়ে ক্লাসের মেঝেতে পড়ে থাকা রক্ত মুছে ফেলেন।

শিক্ষার্থীকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার ঘটনায় সামাজিকমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন নেটিজেনরা। অনেকেই শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

একজন মন্তব্যের ঘরে লিখেছেন, বর্তমানে এমন নির্দয় শিক্ষক খুব বেশি দেখা যায় না। মেয়েরা এমনিতেই কোমলমতি, তাদের এমনভাবে আঘাত করা মেনে নেওয়া যায় না। প্রধান শিক্ষককে আইনের আওতায় এনে তদন্তসাপেক্ষে শাস্তির ব্যবস্থা করা উচিত। অন্য একজন লিখেছেন, ‘ওনাকে (প্রধান শিক্ষক) বিচারের আওতায় আনার জোর দাবি জানাই।’

ওআ/আপ্র/১২/১১/২০২৫