ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

লটারিতে একসঙ্গে হজের টিকিট জিতলেন ৩ ভাইবোন

  • আপডেট সময় : ০৪:০১:০৬ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
  • ২৮ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

প্রত্যাশা ডেস্ক: মিসরের এক পরিবারের তিন ভাইবোনের জীবনে ঘটেছে এক অবিশ্বাস্য ঘটনা। ২০২৬ সালের হজের জন্য লটারির মাধ্যমে তারা একসাথেই নির্বাচিত হয়েছেন। লাখো আবেদনকারীর মধ্য থেকে পরপর তিন ভাইবোনের নাম ঘোষিত হওয়াকে স্থানীয়রা এক অনন্য সৌভাগ্য হিসেবে দেখছেন।

মিসরের রাজধানী কায়রোয় অনুষ্ঠিত হজের লটারির ফলাফল ঘোষণার সময় এই আবেগঘন দৃশ্য সৃষ্টি হয়। প্রথমে বোনের নামের পর যখন বড় ভাইয়ের নাম ঘোষণা করা হয়, তখন আবেগে আপ্লুত হয়ে তিনি সিজদায় লুটিয়ে পড়েন। কিছুক্ষণের মধ্যেই উচ্চারণ করা হয় দ্বিতীয় বোনের নাম। মুহূর্তেই আনন্দে কেঁদে ফেলেন তিন ভাইবোন ও তাদের পরিবার।

প্রত্যক্ষদর্শীরা জানান, তিন ভাইবোনের নাম ঘোষণার সময় অনুষ্ঠানস্থলে অত্যন্ত আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। উপস্থিত সবাই এমন বিরল সৌভাগ্যের মুহূর্তটি তাকিয়ে দেখছিলেন।

মিসরের হজ ব্যবস্থায় প্রতি বছর সীমিত সংখ্যক মানুষকে লটারির মাধ্যমে হজের সুযোগ দেওয়া হয়। এই তিন ভাইবোন ২০২৬ সালে প্রায় ৫০ হাজার মিসরীয় হজযাত্রীর সাথে পবিত্র মক্কা ও মদিনার উদ্দেশে যাত্রা করবেন।

সূত্র: দ্য ইসলামিক ইনফরমেশন

ওআ/আপ্র/১২/১১/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

লটারিতে একসঙ্গে হজের টিকিট জিতলেন ৩ ভাইবোন

আপডেট সময় : ০৪:০১:০৬ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫

প্রত্যাশা ডেস্ক: মিসরের এক পরিবারের তিন ভাইবোনের জীবনে ঘটেছে এক অবিশ্বাস্য ঘটনা। ২০২৬ সালের হজের জন্য লটারির মাধ্যমে তারা একসাথেই নির্বাচিত হয়েছেন। লাখো আবেদনকারীর মধ্য থেকে পরপর তিন ভাইবোনের নাম ঘোষিত হওয়াকে স্থানীয়রা এক অনন্য সৌভাগ্য হিসেবে দেখছেন।

মিসরের রাজধানী কায়রোয় অনুষ্ঠিত হজের লটারির ফলাফল ঘোষণার সময় এই আবেগঘন দৃশ্য সৃষ্টি হয়। প্রথমে বোনের নামের পর যখন বড় ভাইয়ের নাম ঘোষণা করা হয়, তখন আবেগে আপ্লুত হয়ে তিনি সিজদায় লুটিয়ে পড়েন। কিছুক্ষণের মধ্যেই উচ্চারণ করা হয় দ্বিতীয় বোনের নাম। মুহূর্তেই আনন্দে কেঁদে ফেলেন তিন ভাইবোন ও তাদের পরিবার।

প্রত্যক্ষদর্শীরা জানান, তিন ভাইবোনের নাম ঘোষণার সময় অনুষ্ঠানস্থলে অত্যন্ত আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। উপস্থিত সবাই এমন বিরল সৌভাগ্যের মুহূর্তটি তাকিয়ে দেখছিলেন।

মিসরের হজ ব্যবস্থায় প্রতি বছর সীমিত সংখ্যক মানুষকে লটারির মাধ্যমে হজের সুযোগ দেওয়া হয়। এই তিন ভাইবোন ২০২৬ সালে প্রায় ৫০ হাজার মিসরীয় হজযাত্রীর সাথে পবিত্র মক্কা ও মদিনার উদ্দেশে যাত্রা করবেন।

সূত্র: দ্য ইসলামিক ইনফরমেশন

ওআ/আপ্র/১২/১১/২০২৫