ঢাকা ০৫:০২ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫

ইথিওপিয়ার প্রধানমন্ত্রী হিসেবে আবারও শপথ নিলেন আবি আহমেদ

  • আপডেট সময় : ১১:৩৪:১০ পূর্বাহ্ন, সোমবার, ৪ অক্টোবর ২০২১
  • ৮৮ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : পাঁচ বছরের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ। দেশটির উত্তরাঞ্চলয়ী টাইগ্রে-তে রক্তক্ষয়ী সংঘাতের মধ্যেই টানা দ্বিতীয়বারের মতো শপথ নেন শান্তিতে নোবেলজয়ী আবি।
গতকাল সোমবার ৪৫ বছর বয়সী নোবেলজয়ী আবি দেশটির পার্লামেন্টের স্পিকার এবং ডেপুটি স্পিকারের উপস্থিতি শপথ বাক্য পাঠন করেন।
দেশজুড়ে সংঘাতের মধ্যেই গত ২১ জুন ইথিওপিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হয়। তার ক্ষমতাসীন প্রসপেরিটি পার্টি ৪৩৬টির মধ্যে ৪১০টি আসনে বিজয় লাভ করে। তবে কারচুপিসহ নানা অনিয়মের অভিযোগ তোলে ওই নির্বাচন বর্জন করে কয়েকটি বিরোধী দল।
তাদের অভিযোগ ক্ষমতাসীন পার্টি দেশের উত্তরাঞ্চলীয় টাইগ্রেতে সামরিক হয়রানি ও ভয়ভীতি অব্যাহত রেখেছে। সেখানে সরকারি বাহিনী গত বছরের নভেম্বর মাস থেকে বিদ্রোহী সশস্ত্র দলের সঙ্গে লড়াইয়ে লিপ্ত রয়েছে। বাহিনীর বিমান হামলায় প্রাণ হারিয়েছে শত শত বেসামরিক মানুষ।
ফলে আঞ্চলিক লড়াই, টাইগ্রে অঞ্চলে এক বৃহৎ মানবিক সঙ্কটের সৃষ্টি হয়েছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী প্রায় ৪ লাখ মানুষ দুর্ভিক্ষের মুখোমুখি। সংকট নিরসনে আহ্বান জানিয়ে আসছে পশ্চিমাদেশগুলো।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জন্মশতবার্ষিকীতে তাজউদ্দীন আহমদকে শ্রদ্ধায় স্মরণ

ইথিওপিয়ার প্রধানমন্ত্রী হিসেবে আবারও শপথ নিলেন আবি আহমেদ

আপডেট সময় : ১১:৩৪:১০ পূর্বাহ্ন, সোমবার, ৪ অক্টোবর ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : পাঁচ বছরের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ। দেশটির উত্তরাঞ্চলয়ী টাইগ্রে-তে রক্তক্ষয়ী সংঘাতের মধ্যেই টানা দ্বিতীয়বারের মতো শপথ নেন শান্তিতে নোবেলজয়ী আবি।
গতকাল সোমবার ৪৫ বছর বয়সী নোবেলজয়ী আবি দেশটির পার্লামেন্টের স্পিকার এবং ডেপুটি স্পিকারের উপস্থিতি শপথ বাক্য পাঠন করেন।
দেশজুড়ে সংঘাতের মধ্যেই গত ২১ জুন ইথিওপিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হয়। তার ক্ষমতাসীন প্রসপেরিটি পার্টি ৪৩৬টির মধ্যে ৪১০টি আসনে বিজয় লাভ করে। তবে কারচুপিসহ নানা অনিয়মের অভিযোগ তোলে ওই নির্বাচন বর্জন করে কয়েকটি বিরোধী দল।
তাদের অভিযোগ ক্ষমতাসীন পার্টি দেশের উত্তরাঞ্চলীয় টাইগ্রেতে সামরিক হয়রানি ও ভয়ভীতি অব্যাহত রেখেছে। সেখানে সরকারি বাহিনী গত বছরের নভেম্বর মাস থেকে বিদ্রোহী সশস্ত্র দলের সঙ্গে লড়াইয়ে লিপ্ত রয়েছে। বাহিনীর বিমান হামলায় প্রাণ হারিয়েছে শত শত বেসামরিক মানুষ।
ফলে আঞ্চলিক লড়াই, টাইগ্রে অঞ্চলে এক বৃহৎ মানবিক সঙ্কটের সৃষ্টি হয়েছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী প্রায় ৪ লাখ মানুষ দুর্ভিক্ষের মুখোমুখি। সংকট নিরসনে আহ্বান জানিয়ে আসছে পশ্চিমাদেশগুলো।