প্রত্যাশা ডেস্ক: কানাডার সঙ্গে বিনিময় পুনরায় শুরু করতে এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করতে ইচ্ছুক চীন। এমনটাই বলেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। কানাডার পররাষ্ট্রমন্ত্রীর অ্যানিতা আনন্দের সঙ্গে কথা বলার পর, চীনের এমন আগ্রহ প্রকাশ পেয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) চীনের সরকারি সংবাদ সংস্থা শিনহুয়া জানিয়েছে, তবে কোন কোন খাতগুলোতে সহযোগিতা হবে তা স্পষ্ট করেননি পররাষ্ট্রমন্ত্রী। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, চীন কানাডার সঙ্গে যোগাযোগ শক্তিশালী করতে ইচ্ছুক। সেই লক্ষ্যে দু’দেশের কূটনৈতিক, বাণিজ্যিক ও অন্যান্য বিভাগের মধ্যে সমন্বয় বাড়িয়ে তাদের সংশ্লিষ্ট উদ্বেগগুলো উপযুক্তভাবে সমাধান করা যেতে পারে। অ্যানিতা আনন্দের সঙ্গে এক ফোনালাপের পর এই মন্তব্যগুলো করেন ওয়াং।
এর আগে গত মাসে দক্ষিণ কোরিয়ার এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (অ্যাপেক) ফোরামের পার্শ্বমঞ্চে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির মধ্যে বৈঠক হয়। ওই বৈঠকে উভয় নেতা বাণিজ্য বিষয়ক বিষয় (কৃষি এবং বৈদ্যুতিক যানবাহন) নিয়ে আলোচনা করেছেন।
ওয়াং আরো বলেন, দুই নেতার বৈঠক বিগত কয়েক বছরের অস্থিরতার পর দ্বিপাক্ষিক সম্পর্ককে সঠিক পথে ফিরিয়ে আনার প্রতীক।
সানা/আপ্র/১১/১১/২০২৫






















