ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫

প্যান্ডোরা পেপারসে শচীন টেন্ডুলকারের নাম

  • আপডেট সময় : ১১:০২:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ৪ অক্টোবর ২০২১
  • ৯৫ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : বিশ্বজুড়ে অর্থনৈতিক কেলেঙ্কারির খবর ফাঁস করেছে প্যান্ডোরা পেপারস। আর্থিক দলিলপত্র ফাঁসের ঘটনায় বিশ্বের বড় বড় নেতা, রাজনীতিবিদ ও ধনকুবেরদের গোপন সম্পদ ও লেনদেনের তথ্য ফাঁস হয়েছে। এই তালিকায় নাম যুক্ত হয়েছে ভারতের ব্যাটিং গ্রেট শচীন টেন্ডুলকারেরও।
ভারতীয় সংবাদমাধ্যম জানায়, বিদেশে অ্যাকাউন্ট খুলে কর ফাঁকি দিয়েছেন এমন অভিযোগে কয়েকজন তারকা ও রাজনীতিবিদদের একটি তালিকা প্রকাশ করে আন্তর্জাতিক তদন্তমূলক সাংবাদিকদের একটি দল। এই তালিকায় ৯১টি দেশের বিভিন্ন রাষ্ট্রনেতাদের নাম রয়েছে। তাদের সঙ্গে যুক্ত হলো শচীনের নামও। অবশ্য ভারতীয় মাস্টার ব্লাস্টারের আইনজীবীর দাবি, শচীনের সব বিদেশি লেনদেন সম্পূর্ণ বৈধ। দেশের বাইরে তিনি যা যা বিনিয়োগ করেছেন তার পুরো হিসাব কর কর্তৃপক্ষের কাছে পেশ করা হয়েছে।
গতকাল সোমবার বিবিসি জানায়, প্যান্ডোরা পেপারস নামে এসব দলিলপত্রে প্রায় ৩৫ জন বর্তমান ও সাবেক নেতা এবং তিন শতাধিক সরকারি কর্মকর্তার নাম রয়েছে-যারা বিভিন্ন বিদেশি কোম্পানির সাথে সংশ্লিষ্ট। এসব কর্মকর্তার মধ্যে মন্ত্রী, বিচারক, মেয়র ও সেনাবাহিনীর জেনারেলরা রয়েছেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

প্যান্ডোরা পেপারসে শচীন টেন্ডুলকারের নাম

আপডেট সময় : ১১:০২:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ৪ অক্টোবর ২০২১

প্রত্যাশা ডেস্ক : বিশ্বজুড়ে অর্থনৈতিক কেলেঙ্কারির খবর ফাঁস করেছে প্যান্ডোরা পেপারস। আর্থিক দলিলপত্র ফাঁসের ঘটনায় বিশ্বের বড় বড় নেতা, রাজনীতিবিদ ও ধনকুবেরদের গোপন সম্পদ ও লেনদেনের তথ্য ফাঁস হয়েছে। এই তালিকায় নাম যুক্ত হয়েছে ভারতের ব্যাটিং গ্রেট শচীন টেন্ডুলকারেরও।
ভারতীয় সংবাদমাধ্যম জানায়, বিদেশে অ্যাকাউন্ট খুলে কর ফাঁকি দিয়েছেন এমন অভিযোগে কয়েকজন তারকা ও রাজনীতিবিদদের একটি তালিকা প্রকাশ করে আন্তর্জাতিক তদন্তমূলক সাংবাদিকদের একটি দল। এই তালিকায় ৯১টি দেশের বিভিন্ন রাষ্ট্রনেতাদের নাম রয়েছে। তাদের সঙ্গে যুক্ত হলো শচীনের নামও। অবশ্য ভারতীয় মাস্টার ব্লাস্টারের আইনজীবীর দাবি, শচীনের সব বিদেশি লেনদেন সম্পূর্ণ বৈধ। দেশের বাইরে তিনি যা যা বিনিয়োগ করেছেন তার পুরো হিসাব কর কর্তৃপক্ষের কাছে পেশ করা হয়েছে।
গতকাল সোমবার বিবিসি জানায়, প্যান্ডোরা পেপারস নামে এসব দলিলপত্রে প্রায় ৩৫ জন বর্তমান ও সাবেক নেতা এবং তিন শতাধিক সরকারি কর্মকর্তার নাম রয়েছে-যারা বিভিন্ন বিদেশি কোম্পানির সাথে সংশ্লিষ্ট। এসব কর্মকর্তার মধ্যে মন্ত্রী, বিচারক, মেয়র ও সেনাবাহিনীর জেনারেলরা রয়েছেন।