ঢাকা ১১:১৩ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫

শাকিবের নায়িকা ফারিণ চূড়ান্ত, থাকছেন না ইধিকা

  • আপডেট সময় : ০৬:৪৮:৩০ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • ৩৪ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমার নায়িকা হিসেবে চূড়ান্ত হয়েছেন তাসনিয়া ফারিণ। তবে সিনেমার আরেক নায়িকা হিসেবে কলকাতার ইধিকা পালের থাকার কথা থাকলেও শেষ পর্যন্ত তিনি বাদ পড়তে পারেন!

সিনেমাসংশ্লিষ্ট একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানিয়েছে, চলতি সপ্তাহে তাসনিয়া ফারিণের সঙ্গে সিনেমাটি নিয়ে চুক্তি সম্পন্ন হবে। তার সঙ্গে কথাবার্তা চূড়ান্ত হয়েছে। তবে সিনেমায় ইধিকা পাল থাকছেন না।

সূত্র জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সিনেমায় ইধিকা পালের থাকা নিয়ে গুঞ্জন ছড়ায়। কিন্তু শেষ পর্যন্ত এই নায়িকা থাকবেন না বলে জানা গেছে।

প্রিন্স সিনেমা পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ।

ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের ব্যানারে শিরিন সুলতানার প্রযোজনায় নির্মিত হতে যাচ্ছে ‘প্রিন্স’।

অ্যাকশন ধাঁচের সিনেমাটি আগামী ঈদে মুক্তি দেওয়ার লক্ষ্য নিয়ে নির্মিত হতে যাচ্ছে। সিনেমাটির শুটিং শুরুর কথা রয়েছে ডিসেম্বরের প্রথম সপ্তাহে।

ওআ/১০/১১/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

শাকিবের নায়িকা ফারিণ চূড়ান্ত, থাকছেন না ইধিকা

আপডেট সময় : ০৬:৪৮:৩০ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমার নায়িকা হিসেবে চূড়ান্ত হয়েছেন তাসনিয়া ফারিণ। তবে সিনেমার আরেক নায়িকা হিসেবে কলকাতার ইধিকা পালের থাকার কথা থাকলেও শেষ পর্যন্ত তিনি বাদ পড়তে পারেন!

সিনেমাসংশ্লিষ্ট একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানিয়েছে, চলতি সপ্তাহে তাসনিয়া ফারিণের সঙ্গে সিনেমাটি নিয়ে চুক্তি সম্পন্ন হবে। তার সঙ্গে কথাবার্তা চূড়ান্ত হয়েছে। তবে সিনেমায় ইধিকা পাল থাকছেন না।

সূত্র জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সিনেমায় ইধিকা পালের থাকা নিয়ে গুঞ্জন ছড়ায়। কিন্তু শেষ পর্যন্ত এই নায়িকা থাকবেন না বলে জানা গেছে।

প্রিন্স সিনেমা পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ।

ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের ব্যানারে শিরিন সুলতানার প্রযোজনায় নির্মিত হতে যাচ্ছে ‘প্রিন্স’।

অ্যাকশন ধাঁচের সিনেমাটি আগামী ঈদে মুক্তি দেওয়ার লক্ষ্য নিয়ে নির্মিত হতে যাচ্ছে। সিনেমাটির শুটিং শুরুর কথা রয়েছে ডিসেম্বরের প্রথম সপ্তাহে।

ওআ/১০/১১/২০২৫