ঢাকা ০৪:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

মেটা এআইয়ের ভয়েস আইকন দীপিকা পাড়ুকোন

  • আপডেট সময় : ০৪:৫৯:১২ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • ২২ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

বিনোদন ডেস্ক: একসময় বলিউডে ‘উচ্চারণটা ঠিক নয়, কণ্ঠস্বরটা নায়িকার মতো নয়’ ঠাট্টা-বিদ্রুপ সহ্য করেছিলেন দীপিকা পাড়ুকোন। অথচ আজ সেই কণ্ঠস্বরই ছড়িয়ে পড়ছে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। আমেরিকা, কানাডা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া—সবখানেই শোনা যাচ্ছে তার কণ্ঠস্বর। কারণ, মেটা এআইয়ের নতুন ভয়েস আইকন এখন দীপিকা নিজেই।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, বলিউডের লেডি সুপারস্টার দীপিকা পাড়ুকোন এবার অভিনয়ের গণ্ডি পেরিয়ে প্রবেশ করেছেন এক নতুন ভূমিকায়। মেটা এআইয়ের নতুন কণ্ঠস্বর হিসেবে তাকে নির্বাচিত করা হয়েছে। অর্থাৎ, এখন থেকে মেটা এআই ব্যবহারকারীরা শুনবেন দীপিকার কণ্ঠেই উত্তর!

নিজের নতুন যাত্রার কথা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দীপিকা লিখেছেন, ‘এটা আমার জন্য একেবারে নতুন অধ্যায়। এমন এক যাত্রা যেখানে প্রযুক্তি ও মানবিকতার মিশেল ঘটবে।’

তবে এখানেই থেমে থাকেননি তিনি। এক সাক্ষাৎকারে পুরোনো দিনগুলোর কথা তুলে ধরে বলেন, ‘এই মুহূর্তে আমি মেটা এআইয়ের কণ্ঠস্বর। কিন্তু একটা সময় ছিল যখন বলিউডে আমার শুরুটা হয়েছিল প্রচণ্ড ঠাট্টা আর তুচ্ছতাচ্ছিল্যের মধ্যে দিয়ে। আমার উচ্চারণ, আমার কণ্ঠস্বর—সবকিছু নিয়েই হাসাহাসি হতো। সময়ের সঙ্গে সঙ্গে আমি নিজেকে প্রমাণ করেছি। এসব কিছু অর্জন করতে হয়েছে নীরবে, লড়াই করে।’

আজ দীপিকা শুধু বলিউডের সফল অভিনেত্রীই নন, বরং নিজের পরিশ্রম ও আত্মবিশ্বাসের প্রতীক। ৫০০ কোটিরও বেশি সম্পত্তির মালিক তিনি, পারিশ্রমিকের দিক থেকে পুরুষ সহ-অভিনেতাদের সমকক্ষ, এমনকি ইন্ডাস্ট্রিতে সমান সুযোগের দাবিতেও তিনি সোচ্চার।

ওআ/আপ্র/১১/১০/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

মেটা এআইয়ের ভয়েস আইকন দীপিকা পাড়ুকোন

আপডেট সময় : ০৪:৫৯:১২ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫

বিনোদন ডেস্ক: একসময় বলিউডে ‘উচ্চারণটা ঠিক নয়, কণ্ঠস্বরটা নায়িকার মতো নয়’ ঠাট্টা-বিদ্রুপ সহ্য করেছিলেন দীপিকা পাড়ুকোন। অথচ আজ সেই কণ্ঠস্বরই ছড়িয়ে পড়ছে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। আমেরিকা, কানাডা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া—সবখানেই শোনা যাচ্ছে তার কণ্ঠস্বর। কারণ, মেটা এআইয়ের নতুন ভয়েস আইকন এখন দীপিকা নিজেই।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, বলিউডের লেডি সুপারস্টার দীপিকা পাড়ুকোন এবার অভিনয়ের গণ্ডি পেরিয়ে প্রবেশ করেছেন এক নতুন ভূমিকায়। মেটা এআইয়ের নতুন কণ্ঠস্বর হিসেবে তাকে নির্বাচিত করা হয়েছে। অর্থাৎ, এখন থেকে মেটা এআই ব্যবহারকারীরা শুনবেন দীপিকার কণ্ঠেই উত্তর!

নিজের নতুন যাত্রার কথা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দীপিকা লিখেছেন, ‘এটা আমার জন্য একেবারে নতুন অধ্যায়। এমন এক যাত্রা যেখানে প্রযুক্তি ও মানবিকতার মিশেল ঘটবে।’

তবে এখানেই থেমে থাকেননি তিনি। এক সাক্ষাৎকারে পুরোনো দিনগুলোর কথা তুলে ধরে বলেন, ‘এই মুহূর্তে আমি মেটা এআইয়ের কণ্ঠস্বর। কিন্তু একটা সময় ছিল যখন বলিউডে আমার শুরুটা হয়েছিল প্রচণ্ড ঠাট্টা আর তুচ্ছতাচ্ছিল্যের মধ্যে দিয়ে। আমার উচ্চারণ, আমার কণ্ঠস্বর—সবকিছু নিয়েই হাসাহাসি হতো। সময়ের সঙ্গে সঙ্গে আমি নিজেকে প্রমাণ করেছি। এসব কিছু অর্জন করতে হয়েছে নীরবে, লড়াই করে।’

আজ দীপিকা শুধু বলিউডের সফল অভিনেত্রীই নন, বরং নিজের পরিশ্রম ও আত্মবিশ্বাসের প্রতীক। ৫০০ কোটিরও বেশি সম্পত্তির মালিক তিনি, পারিশ্রমিকের দিক থেকে পুরুষ সহ-অভিনেতাদের সমকক্ষ, এমনকি ইন্ডাস্ট্রিতে সমান সুযোগের দাবিতেও তিনি সোচ্চার।

ওআ/আপ্র/১১/১০/২০২৫