ঢাকা ১০:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

৬ মিনিটেই শেষ বাংলাদেশ-ভারত ম্যাচের টিকিট

  • আপডেট সময় : ০৪:৪৫:১১ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • ৩৫ বার পড়া হয়েছে

ফাইল ছবি

ক্রীড়া ডেস্ক: আগামী ১৮ নভেম্বর এশিয়ান কাপ বাছাইয়ে ঘরের মাঠে ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ। সোমবার (১০ নভেম্বর) দুপুর ২টা থেকে অনলাইনে হাইভোল্টেজ এই ম্যাচের টিকিট বিক্রি শুরু হয়েছিল। মাত্র ৬ মিনিটেই সাধারণ গ্যালারির সব টিকিট বিক্রি শেষ হয়ে গেছে।

বাফুফের কম্পিটিশন কমিটির চেয়ারম্যান ও নির্বাহী সদস্য সাবেক জাতীয় ফুটবলার গোলাম গাউস বলেন, ‘মাত্র ছয় মিনিটের মধ্যে সাধারণ গ্যালারি সকল টিকিট বুকিং হয়ে যায়। এখন গ্রাহকরা পেমেন্ট করছে। ইতোমধ্যে অর্ধেকের বেশি পেমেন্টও হয়েও গেছে। সাধারণ গ্যালারির টিকিট অবিক্রিত নেই আর। এখন রেড বক্স, হসপিটালিটি অন্য টিকিটগুলো রয়েছে।’

ঘরের মাঠে সর্বশেষ দুটি এশিয়ান কাপ বাছাইয়ের সিঙ্গাপুর ও হংকংয়ের খেলায় সাধারণ গ্যালারি টিকিটের দাম ছিল ৪০০ টাকা। বাংলাদেশ-ভারত ম্যাচ ঘিরে দর্শক উন্মাদনা আগেই টের পেয়েছিল বাফুফে। তাই টিকিটের দাম বাড়িয়েছিলেন তারা। সাধারণ গ্যালারির টিকিটের দাম করে ৫০০ টাকা।

দাম বাড়লেও সমর্থকদের চাহিদা কমেনি। টিকিট ছাড়ার মাত্র ৬ মিনিটেই শেষ হয়েছে সাধারণ গ্যালারির টিকিট। দর্শকদের টিকিট সংগ্রহে ভোগান্তি বা টিকিট না পাওয়া সংক্রান্ত তেমন অভিযোগ পাওয়া যায়নি।

আগামী ১৮ নভেম্বর এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে জাতীয় স্টেডিয়ামে ভারতের মোকাবিলা করবে বাংলাদেশ। এর আগে অ্যাওয়ে ম্যাচে শিলংয়ে ভারতের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল হ্যাভিয়ের কাবরেরার শিষ্যরা।

ওআ/আপ্র/১০/১১/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

৬ মিনিটেই শেষ বাংলাদেশ-ভারত ম্যাচের টিকিট

আপডেট সময় : ০৪:৪৫:১১ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫

ক্রীড়া ডেস্ক: আগামী ১৮ নভেম্বর এশিয়ান কাপ বাছাইয়ে ঘরের মাঠে ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ। সোমবার (১০ নভেম্বর) দুপুর ২টা থেকে অনলাইনে হাইভোল্টেজ এই ম্যাচের টিকিট বিক্রি শুরু হয়েছিল। মাত্র ৬ মিনিটেই সাধারণ গ্যালারির সব টিকিট বিক্রি শেষ হয়ে গেছে।

বাফুফের কম্পিটিশন কমিটির চেয়ারম্যান ও নির্বাহী সদস্য সাবেক জাতীয় ফুটবলার গোলাম গাউস বলেন, ‘মাত্র ছয় মিনিটের মধ্যে সাধারণ গ্যালারি সকল টিকিট বুকিং হয়ে যায়। এখন গ্রাহকরা পেমেন্ট করছে। ইতোমধ্যে অর্ধেকের বেশি পেমেন্টও হয়েও গেছে। সাধারণ গ্যালারির টিকিট অবিক্রিত নেই আর। এখন রেড বক্স, হসপিটালিটি অন্য টিকিটগুলো রয়েছে।’

ঘরের মাঠে সর্বশেষ দুটি এশিয়ান কাপ বাছাইয়ের সিঙ্গাপুর ও হংকংয়ের খেলায় সাধারণ গ্যালারি টিকিটের দাম ছিল ৪০০ টাকা। বাংলাদেশ-ভারত ম্যাচ ঘিরে দর্শক উন্মাদনা আগেই টের পেয়েছিল বাফুফে। তাই টিকিটের দাম বাড়িয়েছিলেন তারা। সাধারণ গ্যালারির টিকিটের দাম করে ৫০০ টাকা।

দাম বাড়লেও সমর্থকদের চাহিদা কমেনি। টিকিট ছাড়ার মাত্র ৬ মিনিটেই শেষ হয়েছে সাধারণ গ্যালারির টিকিট। দর্শকদের টিকিট সংগ্রহে ভোগান্তি বা টিকিট না পাওয়া সংক্রান্ত তেমন অভিযোগ পাওয়া যায়নি।

আগামী ১৮ নভেম্বর এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে জাতীয় স্টেডিয়ামে ভারতের মোকাবিলা করবে বাংলাদেশ। এর আগে অ্যাওয়ে ম্যাচে শিলংয়ে ভারতের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল হ্যাভিয়ের কাবরেরার শিষ্যরা।

ওআ/আপ্র/১০/১১/২০২৫