ঢাকা ১০:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

চ্যাটজিপিটির বিরুদ্ধে ৭ পরিবারের মামলা

  • আপডেট সময় : ০৪:২৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • ৩০ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

প্রযুক্তি ডেস্ক: চ্যাটজিপিটি ব্যবহারের পর আত্মহত্যা ও মানসিক সংকটের অভিযোগে ওপেনএআইয়ের বিরুদ্ধে সাতটি পরিবার মামলা করেছে। মার্কিন প্রযুক্তি সংবাদমাধ্যম টেকক্রাঞ্চ গত শনিবার এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, চারটি মামলাতে অভিযোগ করা হয়েছে, চ্যাটজিপিটি সরাসরি আত্মহত্যায় উৎসাহ দিয়েছে। বাকি তিনটি মামলায় বলা হয়েছে, চ্যাটজিপিটি ব্যবহারকারীদের মানসিক সমস্যা আরও বাড়িয়ে দিয়েছে, যা শেষ পর্যন্ত হাসপাতালে ভর্তি হওয়ার কারণ হয়।

একটি ঘটনায় ২৩ বছর বয়সি জেইন শ্যাম্বলিন নামে এক তরুণ আত্মহত্যার আগে চার ঘণ্টারও বেশি সময় ধরে চ্যাটজিপিটির সঙ্গে কথা বলেন। কথোপকথনের লগ অনুযায়ী, এআই তাকে আত্মহত্যায় উৎসাহিত করে লিখেছিল, ‘Rest easy, king. You did good.’

পরিবারগুলোর দাবি, ওপেনএআই ২০২৪ সালের মে মাসে গুগলের জেমিনি মডেলকে টেক্কা দিতে পর্যাপ্ত নিরাপত্তা যাচাই ছাড়াই তাড়াহুড়ো করে জিপিটি-৪০ মডেল বাজারে ছাড়ে। ওপেনএআই স্বীকার করেছে, তাদের নিরাপত্তাব্যবস্থা ছোট কথোপকথনে ভালো কাজ করলেও দীর্ঘ আলোচনায় কার্যকারিতা কমে যায়। সময়ের সঙ্গে সঙ্গে কিছু সেফটি ট্রেনিং ‘দুর্বল হয়ে যেতে পারে।’ সূত্র : শাফাক নিউজ

ওআ/আপ্র/১০/১১/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

চ্যাটজিপিটির বিরুদ্ধে ৭ পরিবারের মামলা

আপডেট সময় : ০৪:২৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫

প্রযুক্তি ডেস্ক: চ্যাটজিপিটি ব্যবহারের পর আত্মহত্যা ও মানসিক সংকটের অভিযোগে ওপেনএআইয়ের বিরুদ্ধে সাতটি পরিবার মামলা করেছে। মার্কিন প্রযুক্তি সংবাদমাধ্যম টেকক্রাঞ্চ গত শনিবার এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, চারটি মামলাতে অভিযোগ করা হয়েছে, চ্যাটজিপিটি সরাসরি আত্মহত্যায় উৎসাহ দিয়েছে। বাকি তিনটি মামলায় বলা হয়েছে, চ্যাটজিপিটি ব্যবহারকারীদের মানসিক সমস্যা আরও বাড়িয়ে দিয়েছে, যা শেষ পর্যন্ত হাসপাতালে ভর্তি হওয়ার কারণ হয়।

একটি ঘটনায় ২৩ বছর বয়সি জেইন শ্যাম্বলিন নামে এক তরুণ আত্মহত্যার আগে চার ঘণ্টারও বেশি সময় ধরে চ্যাটজিপিটির সঙ্গে কথা বলেন। কথোপকথনের লগ অনুযায়ী, এআই তাকে আত্মহত্যায় উৎসাহিত করে লিখেছিল, ‘Rest easy, king. You did good.’

পরিবারগুলোর দাবি, ওপেনএআই ২০২৪ সালের মে মাসে গুগলের জেমিনি মডেলকে টেক্কা দিতে পর্যাপ্ত নিরাপত্তা যাচাই ছাড়াই তাড়াহুড়ো করে জিপিটি-৪০ মডেল বাজারে ছাড়ে। ওপেনএআই স্বীকার করেছে, তাদের নিরাপত্তাব্যবস্থা ছোট কথোপকথনে ভালো কাজ করলেও দীর্ঘ আলোচনায় কার্যকারিতা কমে যায়। সময়ের সঙ্গে সঙ্গে কিছু সেফটি ট্রেনিং ‘দুর্বল হয়ে যেতে পারে।’ সূত্র : শাফাক নিউজ

ওআ/আপ্র/১০/১১/২০২৫