ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা

  • আপডেট সময় : ০৪:০২:০৫ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • ২৩ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের জন্য সরকারি ছুটির চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে সরকার। উপদেষ্টা পরিষদের অনুমোদনের পর রোববার (৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৬ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এ তালিকা অনুমোদন দেওয়া হয়। নতুন তালিকা অনুযায়ী, ২০২৬ সালে নির্বাহী আদেশে মোট ২৮ দিন সরকারি ছুটি থাকবে, যার মধ্যে ১১ দিন পড়েছে শুক্র ও শনিবারে।

পূর্ববর্তী বছরগুলোতে নির্বাহী আদেশে সাধারণ ছুটি ছিল ২২ দিন। তবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ২০২৫ সালে ঈদ ও দুর্গাপূজায় অতিরিক্ত ছুটি ঘোষণা করা হয়, যার ধারাবাহিকতায় এবারও মোট ২৮ দিন ছুটি রাখা হয়েছে।

২০২৬ সালেও রোজার ঈদে পাঁচ দিন, কোরবানির ঈদে ছয় দিন এবং দুর্গাপূজায় দুই দিন করে ছুটি থাকবে।

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা
সাধারণ ছুটি

২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস,
২০ মার্চ জুমাতুল বিদা,
২১ মার্চ ঈদুল ফিতর,
২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস,
১৩ এপ্রিল চৈত্রসংক্রান্তি (শুধু পার্বত্য তিন জেলা),
১ মে মে দিবস ও বুদ্ধপূর্ণিমা,
২৮ মে ঈদুল আজহা,
৫ আগস্ট গণ-অভ্যুত্থান দিবস,
২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী (সা.),
৪ সেপ্টেম্বর জন্মাষ্টমী,
২১ অক্টোবর দুর্গাপূজা (বিজয়া দশমী),
১৬ ডিসেম্বর বিজয় দিবস,
২৫ ডিসেম্বর বড়দিন।

নির্বাহী আদেশে ছুটি

৪ ফেব্রুয়ারি শবে বরাত,
১৭ মার্চ শবে কদর,
১৯–২৩ মার্চ ঈদুল ফিতর উপলক্ষে (আগের দুই ও পরের দুই দিনসহ),
১৪ এপ্রিল বাংলা নববর্ষ,
২৫–৩১ মে ঈদুল আজহা (আগের দুই ও পরের তিন দিনসহ),
২৬ জুন আশুরা,
২০ অক্টোবর দুর্গাপূজা (নবমী)।

ঐচ্ছিক ছুটির তালিকা (মুসলিম পর্ব)

১৭ জানুয়ারি শবে মেরাজ,
২৪ মার্চ ঈদের তৃতীয় দিন,
১ জুন ঈদের চতুর্থ দিন,
১২ আগস্ট আখেরি চাহার সোম্বা,
২৪ সেপ্টেম্বর ফাতেহা-ই-ইয়াজদাহাম।

হিন্দু পর্ব

২৩ জানুয়ারি সরস্বতী পূজা,
১৫ ফেব্রুয়ারি শিবরাত্রি,
৩ মার্চ দোলযাত্রা,
১৭ মার্চ হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব,
১০ অক্টোবর মহালয়া,
১৮–১৯ অক্টোবর দুর্গাপূজা (সপ্তমী ও অষ্টমী),
২৫ অক্টোবর লক্ষ্মীপূজা,
৮ নভেম্বর শ্যামা পূজা।

খ্রিষ্টান পর্ব

১ জানুয়ারি ইংরেজি নববর্ষ,
১৮ ফেব্রুয়ারি ভস্ম বুধবার,
২–৫ এপ্রিল পবিত্র সপ্তাহ (পুণ্য বৃহস্পতিবার থেকে ইস্টার সানডে পর্যন্ত),
২৪ ও ২৬ ডিসেম্বর বড়দিন উপলক্ষে অতিরিক্ত ছুটি।

বৌদ্ধ পর্ব

১ ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা,
১৩ এপ্রিল চৈত্রসংক্রান্তি (পার্বত্য জেলা ছাড়া),
৩০ এপ্রিল ও ২ মে বুদ্ধপূর্ণিমা,
২৯ জুলাই আষাঢ়ী পূর্ণিমা,
২৬ সেপ্টেম্বর মধু পূর্ণিমা,
২৫ অক্টোবর প্রবারণা পূর্ণিমা।

ক্ষুদ্র নৃগোষ্ঠী ও পার্বত্য চট্টগ্রাম এলাকার কর্মচারীদের জন্য

১২ ও ১৫ এপ্রিল বৈসাবি ও অনুরূপ সামাজিক উৎসব উপলক্ষে ঐচ্ছিক ছুটি।

ছুটি ভোগের নিয়ম

প্রজ্ঞাপনে বলা হয়েছে, একজন সরকারি কর্মচারী তার নিজ ধর্ম অনুযায়ী বছরে সর্বোচ্চ তিন দিন ঐচ্ছিক ছুটি নিতে পারবেন। তবে বছরের শুরুতেই এ সংক্রান্ত অনুমোদন নিতে হবে।

সাধারণ, নির্বাহী আদেশে বা সাপ্তাহিক ছুটির সঙ্গে যুক্ত করে এই ছুটি ভোগের সুযোগ থাকবে।

এ ছাড়া যেসব প্রতিষ্ঠান নিজস্ব আইন অনুযায়ী পরিচালিত হয় বা যাদের চাকরি সরকার “অত্যাবশ্যক” হিসেবে ঘোষণা করেছে, তারা নিজস্ব আইন অনুসারে জনস্বার্থ বিবেচনা করে ছুটির সময় নির্ধারণ করবে।

এসি/আপ্র/১০/১১/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা

আপডেট সময় : ০৪:০২:০৫ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের জন্য সরকারি ছুটির চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে সরকার। উপদেষ্টা পরিষদের অনুমোদনের পর রোববার (৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৬ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এ তালিকা অনুমোদন দেওয়া হয়। নতুন তালিকা অনুযায়ী, ২০২৬ সালে নির্বাহী আদেশে মোট ২৮ দিন সরকারি ছুটি থাকবে, যার মধ্যে ১১ দিন পড়েছে শুক্র ও শনিবারে।

পূর্ববর্তী বছরগুলোতে নির্বাহী আদেশে সাধারণ ছুটি ছিল ২২ দিন। তবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ২০২৫ সালে ঈদ ও দুর্গাপূজায় অতিরিক্ত ছুটি ঘোষণা করা হয়, যার ধারাবাহিকতায় এবারও মোট ২৮ দিন ছুটি রাখা হয়েছে।

২০২৬ সালেও রোজার ঈদে পাঁচ দিন, কোরবানির ঈদে ছয় দিন এবং দুর্গাপূজায় দুই দিন করে ছুটি থাকবে।

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা
সাধারণ ছুটি

২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস,
২০ মার্চ জুমাতুল বিদা,
২১ মার্চ ঈদুল ফিতর,
২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস,
১৩ এপ্রিল চৈত্রসংক্রান্তি (শুধু পার্বত্য তিন জেলা),
১ মে মে দিবস ও বুদ্ধপূর্ণিমা,
২৮ মে ঈদুল আজহা,
৫ আগস্ট গণ-অভ্যুত্থান দিবস,
২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী (সা.),
৪ সেপ্টেম্বর জন্মাষ্টমী,
২১ অক্টোবর দুর্গাপূজা (বিজয়া দশমী),
১৬ ডিসেম্বর বিজয় দিবস,
২৫ ডিসেম্বর বড়দিন।

নির্বাহী আদেশে ছুটি

৪ ফেব্রুয়ারি শবে বরাত,
১৭ মার্চ শবে কদর,
১৯–২৩ মার্চ ঈদুল ফিতর উপলক্ষে (আগের দুই ও পরের দুই দিনসহ),
১৪ এপ্রিল বাংলা নববর্ষ,
২৫–৩১ মে ঈদুল আজহা (আগের দুই ও পরের তিন দিনসহ),
২৬ জুন আশুরা,
২০ অক্টোবর দুর্গাপূজা (নবমী)।

ঐচ্ছিক ছুটির তালিকা (মুসলিম পর্ব)

১৭ জানুয়ারি শবে মেরাজ,
২৪ মার্চ ঈদের তৃতীয় দিন,
১ জুন ঈদের চতুর্থ দিন,
১২ আগস্ট আখেরি চাহার সোম্বা,
২৪ সেপ্টেম্বর ফাতেহা-ই-ইয়াজদাহাম।

হিন্দু পর্ব

২৩ জানুয়ারি সরস্বতী পূজা,
১৫ ফেব্রুয়ারি শিবরাত্রি,
৩ মার্চ দোলযাত্রা,
১৭ মার্চ হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব,
১০ অক্টোবর মহালয়া,
১৮–১৯ অক্টোবর দুর্গাপূজা (সপ্তমী ও অষ্টমী),
২৫ অক্টোবর লক্ষ্মীপূজা,
৮ নভেম্বর শ্যামা পূজা।

খ্রিষ্টান পর্ব

১ জানুয়ারি ইংরেজি নববর্ষ,
১৮ ফেব্রুয়ারি ভস্ম বুধবার,
২–৫ এপ্রিল পবিত্র সপ্তাহ (পুণ্য বৃহস্পতিবার থেকে ইস্টার সানডে পর্যন্ত),
২৪ ও ২৬ ডিসেম্বর বড়দিন উপলক্ষে অতিরিক্ত ছুটি।

বৌদ্ধ পর্ব

১ ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা,
১৩ এপ্রিল চৈত্রসংক্রান্তি (পার্বত্য জেলা ছাড়া),
৩০ এপ্রিল ও ২ মে বুদ্ধপূর্ণিমা,
২৯ জুলাই আষাঢ়ী পূর্ণিমা,
২৬ সেপ্টেম্বর মধু পূর্ণিমা,
২৫ অক্টোবর প্রবারণা পূর্ণিমা।

ক্ষুদ্র নৃগোষ্ঠী ও পার্বত্য চট্টগ্রাম এলাকার কর্মচারীদের জন্য

১২ ও ১৫ এপ্রিল বৈসাবি ও অনুরূপ সামাজিক উৎসব উপলক্ষে ঐচ্ছিক ছুটি।

ছুটি ভোগের নিয়ম

প্রজ্ঞাপনে বলা হয়েছে, একজন সরকারি কর্মচারী তার নিজ ধর্ম অনুযায়ী বছরে সর্বোচ্চ তিন দিন ঐচ্ছিক ছুটি নিতে পারবেন। তবে বছরের শুরুতেই এ সংক্রান্ত অনুমোদন নিতে হবে।

সাধারণ, নির্বাহী আদেশে বা সাপ্তাহিক ছুটির সঙ্গে যুক্ত করে এই ছুটি ভোগের সুযোগ থাকবে।

এ ছাড়া যেসব প্রতিষ্ঠান নিজস্ব আইন অনুযায়ী পরিচালিত হয় বা যাদের চাকরি সরকার “অত্যাবশ্যক” হিসেবে ঘোষণা করেছে, তারা নিজস্ব আইন অনুসারে জনস্বার্থ বিবেচনা করে ছুটির সময় নির্ধারণ করবে।

এসি/আপ্র/১০/১১/২০২৫