ঢাকা ০২:১০ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫

ঢাকার আবহাওয়া আজ শুষ্ক, দিনের তাপমাত্রা থাকবে অপরিবর্তিত

  • আপডেট সময় : ১১:৫৭:২৫ পূর্বাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
  • ২৯ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীসহ আশেপাশের এলাকায় আজ দিনের আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

রোববার (৯ নভেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে, তবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১০ কিলোমিটার বেগে হালকা বাতাস প্রবাহিত হতে পারে।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ৭২ শতাংশ। গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। আজ সূর্যাস্ত হবে বিকেল ৫টা ১৫ মিনিটে, আর আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ১০ মিনিটে।

বিশেষজ্ঞরা বলছেন, মৌসুমি বায়ুর প্রভাব দুর্বল হয়ে পড়ায় দেশের মধ্যাঞ্চলে এখন শুষ্ক আবহাওয়া বিরাজ করছে। উত্তর দিক থেকে শীতল বাতাস নামতে শুরু করলেও তাপমাত্রার পার্থক্য এখনো তেমন প্রকট নয়। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে ধীরে ধীরে রাতের তাপমাত্রা কমতে পারে, তবে দিনের বেলায় গরমের অনুভূতি আপাতত অপরিবর্তিত থাকবে।

আবহাওয়াবিদ ড. ওমর ফারুক বলেন, রাজধানীসহ দেশের অধিকাংশ স্থানে এখন ‘পরিবর্তনকালীন মৌসুম’ চলছে। যেখানে বর্ষার আর্দ্রতা মিলিয়ে গিয়ে শুষ্ক, তুলনামূলক ঠান্ডা ও ধুলাবালুময় পরিবেশ তৈরি হয়। এতে বাতাসের মানও দ্রুত খারাপ হতে শুরু করে। ঢাকায় ইতোমধ্যে বায়ুদূষণের মাত্রা বাড়তে শুরু করেছে৷

তিনি আ বলেন, এই সময়টিতে আকাশ আংশিক মেঘলা থাকা স্বাভাবিক। সূর্যের তাপমাত্রা কিছুটা কমে আসায় দিনের গরম তুলনামূলক সহনীয় হলেও বিকেলে ও রাতে হালকা শীতের ইঙ্গিত মিলতে পারে। আগামী এক সপ্তাহে দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে তাপমাত্রা আরও কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, গতকাল আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারা দেশের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের কোথাও কোথাও ভোরের দিকে হালকা কুয়াশা পড়তে পারে। একইসঙ্গে সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। দিনের তাপমাত্রাও সামান্য কমতে পারে।

এসি/আপ্র/০৯/১১/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

ঢাকার আবহাওয়া আজ শুষ্ক, দিনের তাপমাত্রা থাকবে অপরিবর্তিত

আপডেট সময় : ১১:৫৭:২৫ পূর্বাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক: রাজধানীসহ আশেপাশের এলাকায় আজ দিনের আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

রোববার (৯ নভেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে, তবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১০ কিলোমিটার বেগে হালকা বাতাস প্রবাহিত হতে পারে।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ৭২ শতাংশ। গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। আজ সূর্যাস্ত হবে বিকেল ৫টা ১৫ মিনিটে, আর আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ১০ মিনিটে।

বিশেষজ্ঞরা বলছেন, মৌসুমি বায়ুর প্রভাব দুর্বল হয়ে পড়ায় দেশের মধ্যাঞ্চলে এখন শুষ্ক আবহাওয়া বিরাজ করছে। উত্তর দিক থেকে শীতল বাতাস নামতে শুরু করলেও তাপমাত্রার পার্থক্য এখনো তেমন প্রকট নয়। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে ধীরে ধীরে রাতের তাপমাত্রা কমতে পারে, তবে দিনের বেলায় গরমের অনুভূতি আপাতত অপরিবর্তিত থাকবে।

আবহাওয়াবিদ ড. ওমর ফারুক বলেন, রাজধানীসহ দেশের অধিকাংশ স্থানে এখন ‘পরিবর্তনকালীন মৌসুম’ চলছে। যেখানে বর্ষার আর্দ্রতা মিলিয়ে গিয়ে শুষ্ক, তুলনামূলক ঠান্ডা ও ধুলাবালুময় পরিবেশ তৈরি হয়। এতে বাতাসের মানও দ্রুত খারাপ হতে শুরু করে। ঢাকায় ইতোমধ্যে বায়ুদূষণের মাত্রা বাড়তে শুরু করেছে৷

তিনি আ বলেন, এই সময়টিতে আকাশ আংশিক মেঘলা থাকা স্বাভাবিক। সূর্যের তাপমাত্রা কিছুটা কমে আসায় দিনের গরম তুলনামূলক সহনীয় হলেও বিকেলে ও রাতে হালকা শীতের ইঙ্গিত মিলতে পারে। আগামী এক সপ্তাহে দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে তাপমাত্রা আরও কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, গতকাল আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারা দেশের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের কোথাও কোথাও ভোরের দিকে হালকা কুয়াশা পড়তে পারে। একইসঙ্গে সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। দিনের তাপমাত্রাও সামান্য কমতে পারে।

এসি/আপ্র/০৯/১১/২০২৫